আসসালামুআলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্‌ আমিও বেশ ভালো আছি। আমাদের সবারই আশা থাকে ফেইসবুকে একটা পেইজ খুলে সেটাকে জনপ্রিয় করে সবার মাঝে তুলে ধরার। তাছাড়া হাজার হাজার মানুষ এখন ফেসবুক পেইজের মাধ্যমেই মাস শেষে হাজার হাজার টাকা অনায়াসে আয় করছে।

 

আমার মতে অনলাইনে বিজনেস করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে “ফেসবুক পেইজ”। ফেসবুক পেইজের মাধ্যমেই মাসে লাখেরও বেশি টাকা ইনকাম করে এমন প্রমান অনেক আছে। 

সবাই কিন্তু ব্যবসা করার জন্য ফেসবুক পেইজ চালায় না ; কেউ কেউ সখের বশেও ফেসবুক পেইজ খুলার পরিকল্পনা করে।

 

আমরা সাধারনত বন্ধুরা মিলে ফেসবুক পেইজ খুলে বড় করতে চাই। কিন্তু কিছুদিন পরিশ্রম করার পর আমরা হাল ছেড়ে দেই। আর সামনের দিকে এগুতে পারিনা।

এর কারণ?


আজ থেকে কয়েকবছর আগে ফেসবুকে যেই পরিমানে ফেসবুক পেইজ ছিলো,এখন তার থেকে শত শত গুন বেশি পেইজ রয়েছে। কারন এখন যে কেউ পেইজ খুলে বসে। আগে একটা পেইজ খুলে বিভিন্ন গ্রুপে শেয়ার করে, ইনভাইট করে অনেক লাইক সংগ্রহ করে ফেলা যেতো। কিন্তু এখন আর এমনটা মোটেও সম্ভব না।

 

বর্তমানে সহজেই পেইজ বড় করার কিছু টিপসঃ


প্রথমে ৪,৫,১০ জন যা’ই পারেন বিশ্বস্ত ফ্রেন্ড জোগাড় করুন। তারপর একটা পেইজ খুলুন যেটাতে সবাই এডমিন থাকবেন ; সকলেরই সমান অধিকার থাকবে পেইজে। তারপর সবার কাছ থেকে ৫০০ বা ১০০০ টাকা করে সংগ্রহ করুন।

যদি আপনারা ৫ জন হোন, সবাই ১ হাজার করে দিলে ৫০০০ টাকা। আর ৫ হাজার টাকা দিয়ে পেইজটা বুস্ট/প্রমোট করে ৩০-৪০ হাজার লাইক আনা সম্ভব।

এছাড়াও আপনারা সবাই পেইজটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে অতিরিক্ত কিছু লাইক আনতে পারবেন।

১ মাস পর আবার সবার কাছ থেকে অল্প অল্প টাকা সংগ্রহ করে আবারও প্রমোট করুন পেইজটাকে। এভাবে খুব তাড়াতাড়িই কিছুদিন পরই দেখবেন পেইজে ১ লক্ষ+ লাইক হয়ে গেছে। আর ফেসবুকে ১ লক্ষ লাইকের একটা পেইজ কোনো সাধারণ পেইজ না।

যদি পেইজে ভালো পোষ্ট দিতে পারেন তাহলে তারপর থেকে প্রতিদিন দেখবেন নিজে নিজেই অনেক লাইক বাড়ছে পেইজে।

 

পেইজ বুষ্ট/প্রমোট দেওয়ার জন্য মাষ্টার কার্ড লাগবে। আপনার পরিচিত কারো কাছ থেকে সেটা সংগ্রহ করে কাজে লাগাতে পারেন।

আর কার্ড ব্যবস্থা করতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নিজের কার্ড আছে। আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। (এরজন্য বাড়তি কোনো খরচ লাগবেনা।)

আমার মোবাইল নাম্বার – 01852330980

ফেসবুকে আমি

 

সবাই ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।


17 thoughts on "বন্ধুরা মিলে ফেসবুকে পেইজ খুলে সেটাকে বড় করতে চাচ্ছেন? দেখে নিন কিভাবে সফল হবেন।"

  1. Avatar photo Raju Author says:
    ব্যবসা করতে আসছেন এখানে?
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। এখানে আমার লাভের কিছুই নেই। আর কোনো ব্যবসা আমার পোষ্টের উদ্দ্যেশ্য নয় 🙂
  2. Avatar photo MD Kamrul Hasan Contributor says:
    ভাই, আমার একটা মাস্টার কার্ড প্রয়োজন!
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      ফেসবুকে বা ফোনে যোগাযোগ করতে পারেন।
      হেল্প করার চেষ্টা করবো 🙂
    2. ভাই মোবাইল দিয়ে সকল বন্ধু একসাথে গ্রুপে এড করার কোন উপায় আছে?
    3. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      জী আছে, পোষ্ট করার চেষ্টা করবো 🙂
    4. vai plz kivabe bolben? fb te req dici
  3. Avatar photo bsyzid789 Contributor says:
    ভাল আইডিয়া।।।
  4. Abir Ahsan Author says:
    ভাই,একসাথে সবাইকে পেজে ইনভাইট করে কিভাবে?
  5. Avatar photo Sk Sumon Khan Contributor says:
    বালের পোষ্ট
  6. Avatar photo aryan.007 Contributor says:
    Nice post. egiye jan
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      ধন্যবাদ 🙂
  7. Avatar photo S.R Sumon Author says:
    সবাইকে এক ক্লিকে পেইজে ইনভাইট করার পোস্ট দেন
  8. Avatar photo Mahbub Nasir Contributor says:
    master card khular akta post dile khub opokar hoto
  9. Avatar photo Tonmoy saha Tono Contributor says:
    পোষ্ট হিসেবে নয়,কিন্তু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ. .
  10. Sujon Bd Contributor says:
    ভাই আমার একটা আইডি ফটো ভেরিফিকেশন চাচ্ছে ৷ কেউ ঠিক করে দিতে পারবেন প্লিজ ?

Leave a Reply