সবাই কেমন আছেন ?আশা করি ভালো আছেন।

আজকের টিউনটি সম্পূর্ণ আমার একটা অভিঙ্গতা শুধু আপনাদের
মাঝে শেয়ার করব।কালকে ফেসবুক লগিন করে দেখি আমার
ফেসবুক আইডি ভেরিফিকেশন চাচ্ছে।সেটা ছিল আমার মেইন
আইডি।আসলে ফেসবুক কি জন্য যে ভেরিফিকেশন চায় তার কারন
খুব কম জনেই বলতে পারেন সঠিকভাবে।

আমার যে সমস্যা জন্য ভেরিফিকেশন চাচ্ছিল তা হল আমার নাম টা
তাদের ফেক মনে হয়েছিল।তার যথেষ্ট কারন আছে প্রথম
কারন আমি ধরে নিতে পারি যে আমার নামটা সিঙ্গেল ছিল তাই হয়ত
তাদের পছন্দ হয় নাই।

দ্বিতীয়ত আমার নামটা নরমান চ্যারেক্টারে ছিল না একটু স্টাইলিশ
চ্য্যারেক্টারে ছিল।নিচের ফোটো টা দেখলে কিছুটা বুঝতে
পারবেন আমার নামের সমস্যা কি ছিল।

আমার মনে হয় এজন্যই আমার ভেরিফিকেশন দিয়েছে।তবে
সবার সমস্যা যে এক হবে এমনও কথা নেই কারো অন্য সমস্যা
হতে পারে।তবে আমি আজকের টিউনে যে পদ্বতি শেয়ার
করব টা ফলোও করলে হয়ত আপনার সমস্যা সমাধান হতে পারে।

আমি কি পদ্বতি অবলম্ভন করে ভেরিফিকেশন করব

প্রথমত আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে। চিন্তা করা লাগবে
না আপনার মত আমারও কোন ন্যাশনাল আইডি কার্ড ছিল না।তাই আমরা
একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাবো।

কি ন্যাশনাল আইডি কার্ডটি দেখে কি আপনার আসল মনে হল।যদি এরকম মনে হয় তাহলে আপনি ভুল ভাবছেন।আমি তো আগেই বললাম আমার কোন ন্যাশনাল আইডি কার্ড নেই।তাহলে এটা নিশ্চয় ফেক তাই না।আসলেই ফেক! সমস্যা নেই আপনিও আজকের টিউনের সাথে থাকলে একটা ফেক আইডি কার্ড বানাতে পারবেন। এজন্য বেশি কিছু করা লাগবে না একটা ভিডিও শেয়ার করব সেটা মনযোগ দিয়ে দেখলেই চলবে।একদম সিম্পল ভাবে আমি টিউটোরিয়ালটা তৈরি করেছি যাতে আপনারা সবাই তৈরি করতে পারেন। কেউ এড়িয়ে যাবেন না ফেসবুক ভেরিফিকেশনে কিন্তু এটা লাগবে।এই ফেক ন্যাশনাল আইডি এর মাধ্যমেই আমরা আমাদের ফেসবুক আইডি ভেরিফিকেশন করব। তো ভিডিওটি Download করে দেখুন তাহলে

Facebook ID Verification Bangla | facebook
verify your identity | Facebook Verification
Bangla 2017

আর হ্যা কেউ খারাপ কাজে এই আইডি ব্যবহার করবেন না।আর যদি
করেন সেটা আমি কিংবা
এই সাইটের কেউ দায়ী থাকব না।

এটা শুধু এজন্যই করা আমরা আমাদের ফেসবুক ভেরিফিকেশন করব
এজন্যই অন্য কোন সার্থ এটা দিয়ে হাসিল করবেন না।
ফেসবুক ভেরিফিকেশন ২০১৭

অাশা করি এটি সবার পছন্দ হবে এবং এটি প্রথম TechTunes এ প্রকাশিত হয়।

 
যারা ট্রিকবিডিতে পোষ্ট করতে পারেন না তারা SomaiBD.Com -তে পোষ্ট করুন

Facebook এর সকল সমস্যা বা বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

যোগাযোগব্যবস্থা : 01758143289

11 thoughts on "Facebook Verification 2017 সাথে ফেক ন্যাশনাল আইডি তৈরি করে যেভাবে সাবমিট করে ফেসবুক ভেরিফিকেশন করবেন তার a to z বাংলা টিউটোরিয়াল।"

  1. K.M. Jalal Hossen Contributor says:
    Screenshot diye post korte paren na
  2. akashhalder.m Contributor says:
    id card er font size ki thik thakbe??
  3. Errors Subscriber Post Creator says:
    yess
  4. rajanghosh Contributor says:
    Single name ke babai korbo r proxy koto jodi aktu bolten
  5. mdmunna1298 Contributor says:
    national id card deya ki sim rajestar kora jaibo?
  6. md sahria Contributor says:
    apniki id careder man ta
  7. SagorSrkian Author says:
    Techtunes থেকে কপি
  8. Swopon Author says:
    apnr id card er font ,asol font er sathe matching koreni!
  9. Sk Sumon Khan Contributor says:
    Id verifay করলে id এর কোন সমস্যা হয়না
  10. Amir Contributor says:
    এটা কাজ হবে না।তাছাড়া Font er অমিল।একদম রিয়াল এর মতো করে দিতে পারব কেউ বুঝতে পারবে না।
  11. MD_Tuofiq Contributor says:
    হয় না ভাই

Leave a Reply