ফেক নিধনে রিয়েল আইডিগুলো ও পার্মানেন্ট ডিজেবল/
ডিলিট করে দেবে। যাদের আইডিতে নিজের ফটো,
নাম্বার, ইমেইল অ্যাড নেই। ইতোমধ্যে অনেকেই লগইন
করলে আইডি লক দেখাচ্ছে। কিছু সিকিউরিটি কুয়েশ্চন দিচ্ছে।
যেমন- লগইন করলেই আসবে we need you to confirm
identity। নিচে continue এ ক্লিক করে পরের স্টেপে
গেলে যাদের নাম্বার অ্যাড নেই, তাদের নাম্বার অ্যাড
করতে বলবে, এতে কোনো ধরণের বাইপাস করার ওয়ে
নেই।
আগে কোনো আইডিতে অ্যাড হয়নি এমন একটা নাম্বার অ্যাড
করে continue এ ক্লিক করে মোবাইলে আসা কোডটি খালি
ঘরে বসালেই আইডি ঠিক হয়ে যাবে। আবার যাদের নাম্বার
অ্যাড আছে তাদের আইডিও এমন লক হতে পারে। তখনও
প্রথম continue করার পর মোবাইলে কোড আসবে, আর

সেই কোড বসালেই আইডি ওকে হয়ে যাবে। যাদের
নাম্বার, ইমেইল অ্যাড আছে, সব ঠিক থাকার পরও এমন লক
হতে পারে বা প্রথমবার উপরের মতো লক খোলার পরও
এমন আবার হতে পারে।
যাদের আইডিতে নিজের রিয়েল ফটো নেই। পরবর্তী
লক এড়াতে কোডের বদলে একটা ফটো চাইবে।
অনেকে আইডি কার্ড মনে করে, কার্ড আপলোড করে
দিচ্ছেন। সেখানে কোনো আইডি কার্ড নয়, শুধু আপনার
একটা ক্লিয়ার সেলফি অথবা ফুল ফটো আপলোড দিতে
হবে। তারপর সঙ্গে সঙ্গে আইডি ঠিক না হলে আপনাকে ৭২
ঘণ্টা অপেক্ষা করতে হবে। এর আগে আইডিতে লগইন
করতে পারবেন না।
ফেসবুকের দেয়া মেসেজ আপনার ইমেইলে আসার আগ
পর্যন্ত। এ লকের আওতায় বা ফেক অভিযানে পড়বে, যাদের
আইডিতে নাম্বার অ্যাড নেই নিজের ফটো নেই। যদি ১০০ বার
ডিজেবল ব্যাক/ভেরিফাইড হোক না কেন। কেউ এড়িয়ে
যাওয়ার সুযোগ নেই। যারা এখনও এ সমস্যায় পড়েননি তারা
অবশ্যই এখনই নিজের কিছু পিক অনলি করে আপলোড করে
রাখুন। আর যাদের আইডিতে ইমেইল অ্যাড নেই নাম্বার দিয়ে
করা তারা এখনই আইডিতে ইমেইল অ্যাড করে নিন। যাদের
আইডিতে নিজের ফটো, লগইন এপ্রুভাল ও ইমেইল অ্যাড
আছে আশা করি তারা এ সমস্যায় পড়বেন না।

পোষ্ট টি আগে  SomaiBD.com প্রকাশিত হয়েছে।
আশা করি ভালো লেগেছে।আগামীতে আরও টিউন দিবো সাথে থাকবেন।ধন্যবাদ।
Facebook এর সকল সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন। নিছের নাম্বার -এ।

যোগাযোগব্যবস্থা : 01758143289

10 thoughts on "ফেসবুক আইডি ডিজেবল হওয়া থেকে বাঁচার উপায় জেনে নাও"

    1. Errors Subscriber Post Creator says:
      tnxxx
  1. Sahadat Hasan Contributor says:
    Download The Latest Game Apps Only On Appssh.wapka.mobi
  2. md rakib Contributor says:
    Vai amar fb id te like, comment korte pare na mone hoy blck khaise. Akhon ki korte pare. Help me plz. ☹☹☹☹
    1. Errors Subscriber Post Creator says:
      temporary block khaicen. wait korun thik hoi jabe.
    2. md rakib Contributor says:
      Thanks
  3. msshohug☑️ Author says:
    right ai kotha kaw boste chaina
    1. Errors Subscriber Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  4. Umar Faruk Author says:
    ভাই আমাকে author করেন। আমি কোন নিয়ম ভাংব না।
  5. Errors Subscriber Post Creator says:
    ধন্যবাদ ভাইয়া।

Leave a Reply