দুই বিলিয়নের লক্ষ্যমাত্রা পেরিয়েছেন মার্ক জুকেরবার্গ। সাফল্য উপভোগ করতে-না-করতেই মার্ক জুকেরবার্গ ছকে ফেলেছেন নতুন প্ল্যান। হাতের মুঠোয় পৃথিবীর এক তৃতীয়াংশ জনতা, এবার ছুঁতে হবে বাকি দুই তৃতীয়াংশকে। মানে এবার লক্ষ্য চার বিলিয়ন!
স্বপ্নটা প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনি। আইডিয়ার স্তর পেরিয়ে বাস্তবে উড়ছে তার স্বপ্ন-উড়ান। নাম অ্যাকিলা। ধরুন, আপনার কাছে কোনও ইন্টারনেট পরিষেবা নেই, এমনকি সুদূর ভবিষ্যতে হওয়াও সম্ভব নয়। কেননা আপনি থাকেন প্রত্যন্ত গ্রামে, যেখানে এখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি। কিংবা কেউ হয়তো গভীর অরণ্যের বাসিন্দা। কেউ বা আছেন সমুদ্র-পরিবেষ্টিত দ্বীপে। তারা সবাই ফেসবুক সংযোগ করতে পারবেন এই অ্যাকিলার সাহায্যে! অবিশ্বাস্য হলেও সত্যির খুব কাছে চলে এসেছেন জুকেরবার্গ।
♦
অ্যাকিলার জ্বালানি সৌরশক্তি। তাই অতি অল্প খরচেই সম্ভবপর হবে এই অসাধ্যসাধন। সারা পৃথিবীর মানুষকে একই সুতোয় গাঁথার উদ্দেশ্য সফল হবে, কেউই আর বিচ্ছিন্ন হয়ে থাকবেন না, এমনটাই আশা করেন তিনি।
♦
অতি সম্প্রতি সাহারা মরুভূমির বিস্তৃতিতে পরীক্ষামূলকভাবে ওড়ানো হল এই অ্যাকিলাকে। যাত্রাপথ জুড়ে অসংখ্য অজানা তথ্য সংগ্রহ করে এনেছে সে, যা আসলে ভবিষ্যৎদ্রষ্টা মার্কের ঠোঁটে হাসি ফুটিয়েছে। ইন্টারনেট ছাড়াই যদি জনসংযোগ হয়, তাহলে অনেকের স্বপ্নই তো একসঙ্গে সফল হবে।
↓
→→^→→^তো অপেক্ষা করুন।
কনো ভুল হলে ক্ষমা করবেন ভালো ভালো কমেন্ট করবেন
→♦♦♦♦ধন্যবাদ♦♦♦♦
এই পোস্ট টি প্রথমে পালিস্ট হয় Agunbd.com এই সাইটে
dakhano hoicilo?????
or
eta zukerburg apnake inbox kore bolcheni?
কপি যে করেছেন সেটা অস্বীকার করার উপায় নেই।
গুগলে সার্চ করলেই বুঝা যায়।
আর লেখাগুলো যে ভালো কোনো রিপোর্টারের সেটা ও পড়েই বুঝা যায়।
মন খারাপ করবেন না।পোষ্ট ইডিট করে ক্রেডিট দিলেই হবে।
ইমরুজ।
আর আপনি যেখান থেকে কপি করেছেন,
তার দিলেই হবে।
এতদিন পর!!