যেভাবে ফিরে পাবেন Disabled হওয়া ফেসবুক আইডি..! [with Screenshot]
আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন । কারণ Trickbd এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
আইডি ফিরে পেতে আপিল করতে হবে আপিল ককরবেন যেভাবে :-,
১। আপিল করতে হলে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে। (ব্রাউজারে অন্য কোনো ফেসবুক সাইন ইন করা থাকলে আগে সেটি লগআউট করতে হবে।)
২। এরপর ‘Login email address or mobile phone number’ এই বক্সটিতে আপনার ডিজেবল হওয়া ইমেইল আইডি অথবা ফোন নম্বরটি উল্লেখ করুন।
৩। ‘Your full name’ বক্সটিতে আপনার ফেসবুক আইডিটি যে নামে ছিল তা উল্লেখ করুন। (অল্টারনেটিভ নাম যদি ফেসবুক প্রোফাইলে দেয়া থাকে সেটাও উল্লেখ করে দিন।)
৪। এরপর ‘Your ID (s)’ বক্সটিতে আপনার আইডি কার্ডের এক কপি স্ক্যান কপি সংযুক্ত করে দিন, যাতে আপনার নাম ও ছবিটা স্পষ্ট থাকে। সেই আইডিকে স্ক্যানের মাধ্যমে জেপিইজি (JPEG) ফরম্যাটে সেভ করে এখানে আপলোড করুন। (আপনার আইডিগুলোর মধ্যে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ফেসবুকের কাছে বেশি গ্রহণযোগ্য।
৫। আপনার আইডি সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য থাকলে ‘Additional info’ এর ঘরে দিতে পারেন। এর মধ্যে আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ডের সংখ্যা কিংবা কোনো পেজ অথবা গ্রুপের এডমিন থাকলে তাদের নামসহ বিস্তারিত উল্লেখ করে দিতে পারেন। (যদিও এটা খুব একটা বাধ্যতামূলক নয়, তবে আইডি ফিরে পেতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।)
৬। এবার ‘Send’ বাটনে ক্লিক করলেই আপিল প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপিলের ফলাফল ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। যাদের আসল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তাদের জন্য আশার বাণী হচ্ছে, ফেসবুক কখনোই আসল আইডিকে আপিলে আটকে (পেন্ডিং) রাখে না, রাখবে না।
আপিলের নির্ধারিত তথ্যগুলো প্রদান করলেই আইডি ফিরে পাওয়ার ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে। কোনো সমসসা হলে কমেন্ট করুন।এবং T rickbd র সাথেই থাকুন।ধন্যবাদ।
My Site TrickShine.Com
hole tnx
game/Android app,bananor post korbo….plz
sobar onek upokar hobe….plz..keo help kooren
ei link e jan
আমার রিয়েল ভোটার আইডি আপ্লোড করছি তারপর ও রিপ্লাই দিচ্ছে না।ফেসবুক তথ্য+আইডি তথ্য সব এক
fb.com/SaJiBraNa.OffiCiAl420
fb.com/ SaJiBraNa.OffiCiAl420
fb /SaJiBraNa.OffiCiAl420
Opera mini দিয়ে কিভাবে নিজের পোস্টের কমেন্টে Profile pic সহো রিপ্লে দেয়া যায়?
কিভাবে ডিলেট করবো,,???