ভার্সুয়্যাল জগতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোসায়াল সাইট হলো ফেসবুক। বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অর্ধেকেই হচ্ছেন ফেসবুক ব্যবহারকারী। তাই তো ফেসবুক তার ব্যবহারকারীর কথা মাথায় রেখে নিত্যনতুন বিভিন্ন অপশন যোগ করতেছে। তারমধ্যে নতুন একটা অপশন হচ্ছে “কভার ভিডিও।” এটা শুধু ফেসবুক ফ্যান পেজের জন্য (আপনার ফেসবুক আইডিতে হবেনা)। যা কিনা আপনার ফেসবুক ফ্যান পেজের কভার ফটোর স্থানে কভার ভিডিও সেট করতে পারবেন। এটা শুধু ডেক্সটপ ভার্সন ফেসবুকের জন্য। মোবাইল ভার্সন ফেসবুকের জন্য নয়। যেই পেজে কভার ভিডিওটি সেট করা থাকবে, ঐ পেজে প্রবেশ করলেই অটোমেটিক কভার ভিডিওটি চলতে থাকবে। তো কিভাবে আপনার ফেসবুক ফ্যান পেজে কভার ভিডিও সেট করবেন তা নিচে তুলে ধরা হলো।
.
কভার ভিডিও সম্পর্কে :
অবশ্যই কভার ভিডিওটি সর্বনিম্ন ২০ সেকেন্ডের হতে হবে। আর সর্বোচ্চ ৯০ সেকেন্ড, এর উপরে হলে চলবেনা।
কভার ভিডিওটি অবশ্যই ৮২০×৩১২ পিক্সেলের মধ্যে হতে হবে। তবে ফেসবুক ৮২০×৪৬২ পিক্সেল সাইজ রিকমান্ডেশন করে।
.
কভার ভিডিও সেট করা :
কভার ভিডিও সেট করতে আপনাকে পিসি ভার্সন ব্যবহার করতে হবে। এর জন্য আপনি পিসি থাকলে পিসি ব্যবহার করুন। আর পিসি না থাকলে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য Puffin Browser ব্যবহার করতে পারেন। তারপর আপনার ফেসবুক ফ্যান পেজে গিয়ে কভার ফটোর উপর মাউসের কার্সার নিন। তারপর দেখবেন বাম পাশে চেঞ্জ কভার নামে একটা অপশন পাবেন। যেমন নিচের স্ক্রিনশটে খেয়াল করুন। এখানে লেখা আছে ক্যামেরা আইকন দিয়ে Change Cover.


অর্থাৎ এটা হলো কভার ফটো বদলানোর অপশন। আর কিছুক্ষণ অপেক্ষা করলে ভিডিওর অপশনটি আসবে। নিচের স্ক্রিনশটে খেয়াল করুন। এখানে লেখা আছে ভিডিও আইকন দিয়ে Change Cover. এটাতে ক্লিক করেই আপনি ভিডিও আপলোড দিতে পারবেন।

উপরের স্ক্রিনশটের চতুর্ভুজ বিত্তের এই অপশনটিতে ক্লিক করে পিসি অথবা মোবাইলের গ্যালারি থেকে আপনার কাঙ্খিত ভিডিওটি সিলেক্ট করে দিন। এইবার ভিডিওটি আপলোড হবে। তারপর আপলোড শেষ হলে সেভ দিন। ব্যাস! এইবার হয়ে গেল আপনার কভার ভিডিও সেট।
.
যেকোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে আমার ফেসবুক পেইজ – www.facebook.com/WAMahbubPathan লাইক দিয়ে ম্যাসেজ করুন। যত তাড়াতাড়ি সম্ভব ম্যাসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

9 thoughts on "ফেসবুকের নতুন অপশন “কভার ভিডিও”, যেইভাবে কভার ভিডিও সেট করবেন! (বিস্তারিত তথ্য) (Mahbub Pathan)"

  1. ALAMIN Contributor says:
    vi akta hlp korben plz?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      ki?
    2. ALAMIN Contributor says:
      vi akta frame upload diye diben fb te plz….
    3. Mahbub Pathan Author Post Creator says:
      কিভাবে ফেসবুকে ফ্রেম সাবমিট করতে হবে। এই নিয়ে আমি একটা পোস্ট করেছি। আপনি সেটা দেখেন ইনশাআল্লাহ! পারবেন।
    4. ALAMIN Contributor says:
      vi try koorci but frame upload diye frame boro korte parci na..
    5. Mahbub Pathan Author Post Creator says:
      আপনি আমার পোস্টে দেখেন, স্ক্রিনশটসহ উল্লেখ আছে কিভাবে কোন জায়গা থেকে টানতে হবে এবং তা বড় হবে।
  2. Mahin Islam Contributor says:
    messenger theke delete conversation kore pelle oo kichu pic theke jai,,,but why??
    R kivabe delete korbo agulo?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      ekta photo kore delete kore dekhen.
    2. Mahin Islam Contributor says:
      আরে ভাই লিষ্ট তো ডিলেট করে পেলছি,,,কিন্তু অপশানে,এলবামে গেলে দেখা যায় কয়টা পিক আছে

Leave a Reply