“আসসালামু আলাইকুম” কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব “কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন” ফেসবুক এটি অনেক আগেই এই সিস্টেমটি চালু করেছে। যার মাধ্যমে গ্রাহকরা ইউটিউভ এর মত অ্যাড দিয়ে টাকা ইনকাম এর সুজুক রয়েছে।এই ফিচারিটির সাথে আপনারা হয়ত অনেকের জানা। এটির নাম ফেসবুক ইস্টান্ট আর্টিকেল । ফেসবুক কর্তৃপক্ষ May 12, 2015 সালে চালু করে যা Facebook Instant Articles নামে পরিচিত। বাংলাদেশ এ অনেক ফেসবুক পেজে এই ফিচারটি ব্যবহার করেছে। যেমনঃ
- RTV online
- Prothom- alo
- সময়ের কন্ঠস্বর
- BDcrictime.com
- bdnews24.com
- 24 live news paper
- ntvbd
এই ফিচারটির সুবিধা
- খুব অল্প সময়ে নিউজ পড়া যায়
- এম্বি সাশ্রী।
Facebook Instant Articles কি?
উপরের পোস্টি লক্ষ করুন । Rtv লিখার আগে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন। এটায় হচ্ছে Facebook Instant Articles । এটি wordpress এর জন্য প্রযোজ্য।
কিভাবে কাজ করে
আপনি যখন ঐ পোস্ট এ ক্লিক করবেন , তখন তা সময় না নিয়ে সাথে ওপেন হয়ে যাবে। আপনি এই পোস্ট এর নিচে একটি অ্যাড দেখতে পাবেন । এটায় মূলত ফেসবুক ইনকাম।
SPONSORE নামে যে স্থান রয়েছে সেখানে এই অ্যাড টা শো করবে। আর এই ইনকাম এর টাকা আপনি সরাসরি ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে উঠাতে পারবেন। পরে এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন।
কোন সমস্য হলে কমেন্ট করুন। অথবা
আমার সাথে যোগাযোগ করুন facebook এ।
ফেসবুকে পেমেন্ট অপশন আছে, কিন্তু কাজ করে কিভাবে জানিনা।
আশা করি পুরো পার্ট পোস্ট করবেন।
এবং খুব শিঘ্রই।