অাজকের পোষ্টে অামি দেখাবো, “কিভাবে অাপনারা মাএ এক ক্লিকে ফেসবুকের সকল গ্রুপ থেখে লিভ নিবেন”
সকলেই পুরো পোষ্টটা মনোযোগ সহকারে পড়বেন। তাহলে কোনো জাইগাতে বুঝতে অসুবিদা হবেনা। তারপরেও বুঝতে না পারলে নিচে ভিডিও দেওয়া অাছে সেটা দেখতে পারেন
তো অার কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাওয়া যাক….
প্রথমে নিচের লিংক থেখে 19KB এর এই ফাইলটা ডাউনলোড করে নিন। Leave Facebook All Groups [Google Drive Link – No AD]
যারা গুগল ড্রাইভ থেখে ডাউনলোড করতে পারছেন না তারা ফেসবুকে এই গ্রুপের ফাইল লিস্ট হতে ফাইলটা ডাউনলোড করে নিন অনেকেই নাকি ডাউনলোড করতে পারছেন না তাই ফেসবুকে ফাইলটা অাপলোড করলাম। অাশা করি এখান থেখে ডাউনলোড করতে পারবেন
বন্ধুরা প্রথমেই অাপনারা ফাইলটা ডাউনলোড করার পরে ফাইলটা অপেন করবেন & সেখানে থাখে কোড গুলো কপি করে নিবেন। কোডটা অনেক বড় তাই অামি একটা নোট প্যাড দিয়ে কোডগুলো অপেন করে পরে সেটা কপি করছি।
তারপরে অাপনারা Play Store থেখে Puffin Browser অ্যাপটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড লিংক দিলাম না কারন প্লে স্টোরে অ্যাপটা সার্চ দিলেই পাবেন। ডাউনলোড শেষে অ্যাপটা ইনস্টল করে অপেন করুন।
অ্যাপটা অপেন করার পরে কর্নারে ক্লিক করুন & Add New Bookmark অপশনে ক্লিক করুন। তারপরে নিচের স্কিন শর্টটা দেখুন।
এখন অাপনি অাপনার ফেসবুক অাইডিতে লগইন করুন। তারপরে অাপনার অাইডির গ্রুপ লিষ্টে ডুকুন। তারপরে কর্নারে ক্লিক করে Desktop Mode চালু করুন & Address বারে যে লিংকটা অাছে তার শুরুতে www বা m. যেটাই থাখুক না কেন সেটা ইডিট করে web লিখে Go বা ইন্টার ক্লিক করবেন। তারপরে অাবার কর্নারে ক্লিক করে এবং নিচের দেখানো অাইকনে ক্লিক করুন
এখন অাবার কর্নারে ক্লিক করুন & নিচের দেওয়া দুটো স্কিন শর্ট ফলো করুন।
তারপরে নিচের স্কিন শর্টের মতো অনেক গুলো অপশন পাবেন। অাসলে এই script টা দিয়ে সব কাজ করতে পারবেন। তার জন্য কোডটা অনেক বড়। অার হতে পারে এই কারনে এই অপশন গুলো অাসতে কিছুক্ষন সময় নিবে। তাই বুকমার্কে ক্লিক করার পর যতোক্ষন অপশন না অাসবে ততোক্ষণ অপেক্ষা করবেন।
তারপরে নিচের অপশন গুলোর মধ্যে Remove All Groups অপশনে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে নিচের স্কিন শর্টের মতো অপশন অাসবে সেখানে Ok ক্লিক করার পরে ৫-১০সেকেন্ডের মধ্যে Success লেখা উঠবে।
তারপরে অাপনি অাবার অাপনার গ্রুপ লিষ্টে ডুকবেন দেখবেন যে কোনো গ্রুপ নাই। তারপরেও কেও বুঝতে না পারলে ভিডিওটা দেখতে পারেন। অার অযথা কেও প্রুভ কই প্রুভ কই বলে চিল্লাবেন না। কারন কারো যদি বিশ্বাস না হয় তাহলে নিজে ট্রাই করে দেখতে পারেন অথবা ভিডিওর শেষ অংশ টুকু দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে সত্যিই এটা করে কিনা।
কিছু বুঝতে না পারলে কমেন্ট করুন।চাইলে অাপনারা নিচের ভিডিওটা দেখে কাজ করে নিতে পারেনঃ
এই ধরনের অারো নতুন নতুন টিপস পেতে প্লিজ প্লিজ প্লিজ অামার ইউটিউব চ্যানেলটা সাবক্রাইব করে রাখুন:
ভাই কেউ আমাকে হেল্প করেন প্লিজ। আমান এক ফ্রেন্ড এর ইমো আইডি আমার ফোনে আছে,কথা হতো,এখন আর হয়না। তার নাম্ব্বারটা আমার কনট্যাক থেকে ডিলিট হয়ে গেছে। তার নাম্বার টা ফিরে পাওয়ার কি কোনো উপায় আছে
বানানের দিকে নজর দিন
machinelikes.com/unfriend.php
ei site ta use korte paren
taile shobai download korte parbe
এই ভিডিও টা আপ দেই আর যার কিছু অংশ তার থেকে আপনার থাম্বনাইলে।
তার থাম্বনাইলের কিছু অংশ আপনার থাম্বনাইলে।
এই রকম পোষ্ট টা অনেক খুঁজেছি,,, আজ পাইলাম
এই লিংকে ডুকুন
Id Name:Sazzad Chowdhury
free.facebook.com/sazzadchsani
ঐটার পোষ্ট ট্রিকিবিডিতে অাছে হয়তো। অার তাছাড়া এই স্ক্রিপ্ট এর মাধ্যমেও করতে পারবেন।