আসসালামু-আলাইকুম, ট্রিকবিডির বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে আর তা হলো কিভাবে আপনার ফেসবুক পেইজের এর পাবলিক ভিজিটর পোস্ট অপসন বন্ধ করতে হয়। আমরা অনেক পেইজেই ভিজিট করার সময় দেখি সেই পেইজে পোস্ট করার কোন অপসন নাই। এভাবে পেইজটি আপনি আরো সুন্দর করতে পারবেন। তো চলুন কিভাবে এটা করতে হয় জেনে নেই।

প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেক্সটপ ভার্সন করে নেই।
এবার http://web.facebook.com এ প্রবেশ করি।
এবার বাম পাসে আপনার পেইজ গুলো দেখতে পবেন। যে কোন একটি পেইজে ডুকুন(যেটাতে আপনি পাবলিক পোস্ট বন্ধ করবেন)। এবার ডান পাশে সেটিং লেখাতে ক্লিক করুন। এখন জেনারেল থেকে Visitors Post অপসন টা এডিট করুন। এখন নিচের রেডিও বাটন টাতে চাপ দিয়ে Disable করে দিয়ে সেইভে ক্লিক করুন। আমাদের কাজ শেষ। এখন পেইজ ভিজিট করে দেখুন।
আগে যেমন ছিল

আর এখন কেমন

আসা করি সবাই বুঝে গেছেন । এরপরো না বুঝলে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন আর নিয়মিত ট্রিকবিডি ভিজিট করবেন।

Leave a Reply