♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে ফেসবুক ফ্রেম তৈরি করা এবং try it অপশন যোগ করার তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম।তো আমরা আগের ১,২ পর্বে শিখেছিলাম কিভাবে আপনারা একটা সুন্দর ডিজাইনের ফ্রেম তৈরি করবেন।এবং কিভাবে আপনার তৈরি করা ফ্রেমটির background remove করবেন এবং ফ্রেমটি আপলোড দিবেন।তো যারা আগের পোস্ট ২ টা মিস করছেন তারা নিচের লিংক থেকে পোস্ট ২ টা দেখে সুন্দর করে একটা ফ্রেম তৈরি করবেন।এবং দেখানো মত ফ্রেমটি আপলোড করবেন।তো আজকের পর্বে থাকছে আপনারা আগের পর্বে যে ফ্রেম টা তৈরি করছেন এবং আপলোড দিছেন সেটা কিভাবে নিজের প্রোফাইলে সেট করবেন এবং কিভাবে আপলোড করলে try it অপশনটা যোগ হবে। চলুন বেশি কথা না বলে মূল কাজে আসা যাক।>

?যারা প্রথম পর্ব মিস করছেন তারা নিচের পোস্টটা দেখেন দেখে সুন্দর করে একটা ফ্রেম তৈরি করুন।এবং যারা দ্বিতীয় পর্ব মিস করছেন তারা নিচ থেকে দেখে নিবেন,কিভাবে বানানের ফ্রেমটির background রিমুভ করবেন এবং ফ্রেমটি আপলোড দিবেন।


যারা প্রথম পর্ব দেখেনি তারা এখানে ক্লিক করে দেখুন।



যারা দ্বিতীয় পর্ব দেখেনি তারা এখানে ক্লিক করে দেখুন।

কিভাবে বুঝবেন আপনার ফ্রেমটি active হয়েছেঃ

?আপনি কিভাবে বুঝবেন যে আপনার আপলোড করা ফ্রেমটি active বা approve হয়েছে।আপনারা web.facebook.com দিয়ে ঢুকেও দেখতে পারেন।অথবা আপনারা ফেসবুকের নোটিফিকেশনে দেখতে পারেন।কিভাবে আপনি যেই আইডি দিয়ে ফ্রেমটি আপলোড করেছিলেন সেই আইডিতে নিচের মত একটা নোটিফিকেশন চলে যাবে।তাহলে বুঝবেন যে আপনার ফ্রেমটি active হয়েছে।এখন নিজের প্রোফাইলে সেট করতে নিচে ফলো করুন।

active হওয়া ফ্রেমটি নিজের প্রোফাইলে সেট করবেন যেভাবেঃ

?প্রথমে আপনারা আপনার মূল ফেসবুক আইডিটা Chrome ব্রাউজারে লগিন করুন।তারপর নতুন একটা পেজ নিন নেয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করুন।

?তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করে টিক চিহ্ন দিয়ে desktop site করে দিন।

?তারপর সেখানে web.facebook.com লিখে সার্চ করুন।

?তারপর আপনার আইডিতে লগিন দেখাবে সাইটে এসে see more লেখার উপর ক্লিক করুন।

?তারপর দেখবেন আরও অনেক গুলা অপশন আসবে
আপনারা Create a frame লেখার উপর ক্লিক করুন।

?তারপর উপরে ডানদিকে একটু গেলে দেখবেন Manage effect নামে একটা অপশন আছে তার উপর ক্লিক করুন।

?তারপর আপনার ফ্রেমটি শো করবে & active approved লেখা দেখাবে।তো আমার আগের একটা ফ্রেম ছিল ওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করলে try it অপশন আসবে।আমার নতুন টা এখনো active হয়নি তাই আর কি লাইভ দেখাতে পারলাম না এবং কালকে ঈদ তাই আগের টাই দিয়ে দেখাছি।তবে সমস্যা নেই আমি যে ভাবে বলছি আপনারা সেই ভাবে করলে ১০০% try it অপশন আসবে।

?আপনারা প্রথমে আপনার active হওয়া ফ্রেমটির উপর ক্লিক করে মার্ক করে নিন।তারপর উপরে actions লেখার উপর ক্লিক করুন।

?তারপর কয়েকটা অপশন আসবে সেখানে আপনারা Add to Profile Picture লেখার উপর ক্লিক করুন।

?তারপর একটা পেজ আসবে সেখানে আপনারা প্রথম ডেট টা ঠিক করে নিবেন কত দিনের জন্য রাখবেন ফ্রেমটা তারপর পাশে Use us profile picture লেখার উপর ক্লিক করুন।ক্লিক করার সাথে সাথে আপনার তৈরি করা ফ্রেমটি আপনার আইডিতে ইউজ হবে।

?তারপর আপনি নিজের প্রোফাইলে গিয়ে দেখতে পারেন ফ্রেমটি নিজের প্রোফাইলে আপলোড হয়েছে কিনা।১০০% আপলোড হয়েছে।

?এখন আপনি অন্য একটা আইডিতে গিয়ে আপনার মূল আইডিটা সার্চ করে দেখুন try it অপশন দেখাচ্ছে।

বি:দ্রঃসবাই পোস্ট দেখে কাজ করুন ১০০% try it অপশন আসবে।কোন পার্টে বুঝতে অসুবিধা হলে পোস্টের নিচে ভিডিওর লিংক আছে সেটা দেখে ক্লিয়ার হতে পারেন।তবুও না বুঝলে কমেন্ট করবেন।

ট্রিকটা আরও ভালো করে শিখতে চাইলে নিচের ভিডিও টা দেখতে পারেন।বা পোস্টটার কোথাও বুঝতে অসুবিধা হলেও ভিডিওটা দেখতে পারেন।




♥আপনি যদি Tech (প্রযুক্তি) বিষয়ক কিছু জানতে এবং শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাসক্রাইব করুন।

please subscribe my Channel

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

19 thoughts on "খুব সহজেই মোবাইল দিয়েই তৈরী করুন ফেসবুক ফ্রেম। এবং Try it অপশন যোগ করুন [last part]"

  1. Sahariaj Author says:
    ধন্যবাদ ।আপনাকে ।প্লিজ আমার সাথে ফেসবুকে একটু যোগাযোগ করুন
    1. MD Mizan Author says:
      ok message din…..
    1. MD Mizan Author says:
      ধন্যবাদ ভাই।
    1. MD Mizan Author says:
      thanks
  2. Ajmir Hossain Contributor says:
    সবই ঠিক আছে কিন্তু ফ্রেম তৈরি করার পর কিভাবে এপ্রুভ এর জন্য রিকোয়েস্ট দিবো তা তো বললেন না?
    1. MD Mizan Author says:
      full post porun valo kore 2nd part dekun…….
  3. Fahim Contributor says:
    2ńđ link thik koren
    1. MD Mizan Author says:
      vai link thik ase….
  4. Jibon Roy Author says:
    ফ্রেম upload dibo kivabe
    1. MD Mizan Author says:
      full post porun valo kore 2nd part dekun…..
    1. MD Mizan Author says:
      Hmm well?
  5. Zahidul Islam Contributor says:
    2nd part link kaj kore na. first part ar link a niya jay

Leave a Reply