আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।
কিছুদিন আগে আমি ট্রিকবিডিতে একটা পোস্ট করেছিলাম।
জানিনা তারা কেনো আমার পোস্ট টা ডিলিট করলো।
সেখানে আমি বলেছিলাম কার আইডি ইনফরমেশন ভেরিফায়েড।
পোস্টা ডিলিট হওয়ার পর আমি ট্রিকবিডির সাপোর্ট টিম এর কাছে কারণটা
জানতে চেয়েছিলাম।
তারা বল্লো তাদের সাইটের উন্নয়ন মূলক কাজ চলতেছে তাই,,
আমার পোস্ট ডিলিট হয়ে গিয়েছে,,
আমি তাদের কাছে আপিল করলাম ও পোস্ট টা রিপাবলিশ করে দিতে বললাম।।
এবং করেও দিলো,,
তার পরো কেনো আবার ডিলিট করে দিলো,,,
তা আর জানত্র চাই নাই।।
দেখুন তার কিছু স্কিনশর্টঃ,,,
তারা আমাকে বল্লো ভেরিফিকেশন কথা গুলো সঠিকা না থাকার কারণে পোস্টি তাদের অন্য এডমিন ডিলিট করে দিয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে আমি একটি স্কিনশর্ট দিয়ে দেখাচ্ছি,,,
ফেসবুক এটাকে কি বলে,,,
ফেসবুক এটাকে আইডেন্টিটি ভেরিফাই বলেঃ
হয়ত পোস্ট এ এই মিস্টেক টা ছিলো,,,
স্কিনশর্ট এরঃ,,,
আ্শা করি এডমিন এইবার আর ভূল করবে না।৷
পোস্ট টা আবার রিপাবলিশ এর অনুমতি দিবেন।
আমি পূর্বের পোস্ট এ বলেছিলাম কিভাবে এই আইডেন্টিটি ভেরিফাইড করবেন,,, আপনার রানিং আইডি থেকে।
যাতে আপনার আইডি সহজে রিপোর্ট করে নস্ট,, বা পিপান্ডিং রিপোর্ট মেরে কোলন করতে না পারে।
চলুন তাহলে আজের এই গুরুত্বপূর্ন পোস্টটি শুরু করে দেই৷
যেভাবে আপনার আইডির আইডেন্টিটি ভেরিফাই করবেন
১. পুর্বের পোস্ট থেকে কিছু বল্লামঃ
আপনার আইডি যদি নিচের স্কিনশর্ট এর মত থাকে ঃ
তাহলে ১০০% আইডেন্টিটি ভেরিফায়েড।
আর যদি নিচের মত থাকে ঃ
তাহলে আইডেন্টিটি ভেরিফায়েড না।
মনে রাখবেন আপনার আইডি যদি রিপোর্ট খায় তাহলে ফেসবুক দেখবে৷ যে কার আইডি আইডেন্টিটি ভেরিফায়েড।
যার আইডি ভেরিফাইড না তার আইডিটি নস্ট হয়ে যাবে৷
আমার আইডি অনেক পুরাতন ইত্যাদি ইত্যাদি।
উত্তরঃ আপনার আইডিতে হাজার নিজের ছবি আছে।
হ্যত ২০০৪ সালের আইডি। ফেসবুক এর কিছুই দেখবে না।
দেখবে আপনার আইডি আইডেন্টিটি ভেরিফায়েড কিনা।
যদি দেখে ভেরিফায়েড না তখন আপনার আইডিটা নস্ট হয়ে যাওবে।
যাক অনেক বকবকানি পারলাম। এবার কাজের কথাই আশি।
২. আমি আপনাদের বুঝানোর সার্থে একটা ফেক আইডি থেকে প্রসেস গুলোর স্কিনশর্ট
আপনাদের দেখাচ্ছি,,
দরুন এটা আপনার আইডি,,
যার নাম চেঞ্জ করতে পাচ্ছেন।
এবং এর নিচে আবার একটা মেসেজ ও আছে যে ” নাম চেঞ্জ এর ৬০ এর পর আবার নামটি চেঞ্জ করে নিতে পারবেন।৷ “”
৩.
এবার আপনার সেটিং গিয়ে আপনার আইডিতে যদি মেল না থাকে তাহলে মেল অ্যাড করে দিন।
কমপক্ষে দুটি মেল অ্যাড করবেন।
নিচের মতঃ
তার পর যে মেলটা শেষ এ অ্যাড করেছেন। তা প্রাইমারী করে দিবেন।
তার পর আপনার পাসওয়ার্ড টা চেঞ্জ করে নিবেন।
৪. আপ্পনি প্রথমে যে মেলটা অ্যাড করেছিলেন তাতে একটা মেল আসবে
নিচের মতঃ
উপরে দেখানো স্থানে ক্লিক করুন।
তার পর আমাকে ফলো করেন
This was Some else এর নিচের অপশনে ক্লিক করুন।
এবং ফিনিশ এ ক্লিক করুন নিচের মতঃ
৫. আপনি ২য় যে মেলটা অ্যাড করেছিলেন তাতে একটি মেল আসবে।
নিচের মত
উপরে দেখানো স্থানে ক্লিক করুন।
৩-৪ নাম্বার স্টেপ এর কাজটা যে ব্রাউজার দিয়ে করেছেন
ভূলেও সে ব্রাউজার ওপেন করবেন না
অন্যে একটি ব্রাউজার সিলেক্ট করুন নিচের মতঃ
৬. তার পর নিচের মত আসবেঃ continue দিন
আবার দিন
তার পর নিচের মত আসবে
তার পর Continue দিন
৭. এর পর কিছু নির্দেশনা পাবেন যে কি কি Id আপলোড করলে তারা আপনাকে ফেসবুক আইডি আইডেন্টি ভেরিফাই করবে।৷
আমি ন্যাশনাল কার্ড দিয়ে দেখাবো।।
Continue দিন
৮. নিচের মত হাতে একটি ন্যাশনাল কার্ড রেখে,,
ভালো ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন ও তা যেনো আবার ফটোশপ দিয়ে সুন্দর ভাবে এডিট করতে পারবন।
সে দিকে খেয়াল রাখবে।৷
তার পর
কার্ড মেকার থেকে একটি কার্ড মেক করে সেই কার্ট এই ছবির কার্ড এর উপর বসিয়ে দিবেন।৷
অনেক সুন্দর করে।৷ এভাবে আপনি ফেসবুকে কে বুকা বানাতে পারন৷
৯.
৭ নম্বর এর পর এমন একটা পেজ আসবে
সেখানে আপনার বানানো কার্ডটা সাবমিট দিবন।
১০.
এবার আপনি আপনার আইডির মেলটা দিবেন
১১.
এবার নিচের মত মেসেজ পাবেন।।
তা ওকে করে দিয়ে ৬-১২ ঘন্টা অপেক্ষা করুন।৷
আপনাইডি আইডেন্টিটি ভেরিফাইড হয়ে যাবে৷
এতে আপনার আইডি কেউ রিপোর্ট করে নস্ট করতে পারবেন না।৷
পোস্ট টা অনেক বড়।৷ তাই অনেক কষ্ট করে লিখালাম
।
যদি আপনার কোন সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপ এ স্কিনশর্ট দিয়ে তক পোস্ট করতে পারেন।৷
যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে
নিচের গ্রুপ এ জয়েন করুনঃ
Join our facebook recover and hacking group
পরবর্তীতে ফেসবুক এর লক গুলো নিয়ে আলোচনা করা হবে ৷ ও কিভাবে এই লক গুলো ছুটাবেন তার বিস্তারিত পোস্ট করা হবে৷ ১০০% প্রমাণ সহ৷
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন
ধন্যবাদ ট্রিকবিডির সাথেই থাকুন।৷
“You have entered an invalid email please check your email address and try again” plz ki korbo blen!!
নামের পাশে সবুজ টিক✅(account verified)….আপনি কি এটা নিয়ে trick দিলেন (কু-বুদ্ধি)……
ভাই. টাইটেলে “আইডেন্টিটি ভেরিফাই” উলেখ করলে কি পোষ্ট এর মান কুমে যাইত ???
নাম্বার অ্যাড করে কনফার্ম করাকেও ভেরিফাইড বলে,,,
“gray verification badge” বলে।।
শুধু প্রসেস অনুসরণ করবেন।৷
(And NID card er pic ta kahe lagbe.oi jaygay fake card er pic boshiye dibo???)
আর ভেরিফাইড না হওয়া পর্যন্ত আইডি লগিন করে ব্যবহার করা যাবে না।
উত্তরটা পোস্টে দিয়ে দিলে উপকার হবে।
১০ নং এ কোন ইমেইলটা দিব?
১ম টা নাকি ২য় টা?
একটা কথা, কোন কারনে যদি ফেইসবুক এটা ভেরিফাইড না করে তাহলে কি আইডি আগের মতো রানিং থাকবে?
We want to help, but we can’t until you reply with something from our ID list that confirms you’re the owner of this account:
https://www.facebook.com/help/159096464162185?ref=cr
You can help us confirm your identity in one of two ways:
– Send a photo or scan of one item from group one like a drivers license, passport or official name change paperwork
or
– Send a photo or scan of two different items from group two like a magazine subscription and a school ID or a bank statement and a membership ID
Before you take a photo or scan of anything from our ID list, be sure to cover up any personal information that we don’t need to see, like your address, license number or Social Security number.
Keep in mind that we won’t be able to help you with your request until we receive a clear photo or scan of an item from our ID list.
We hope to hear from you so we can help.
https://www.facebook.com/help/159096464162185?ref=cr
You can help us confirm your identity in one of two ways:
– Send a photo or scan of one item from group one like a drivers license, passport or official name change paperwork
Before you take a photo or scan of anything from our ID list, be sure to cover up any personal information that we don’t need to see, like your address, license number or Social Security number.
Keep in mind that we won’t be able to help you with your request until we receive a clear photo or scan of an item from our ID list.
We hope to hear from you so we can help.
এর সমাধান কি?
??
কিন্তু পুরো প্রসেস এ স্পামিং কোথায় কিছুই খুজে পেলাম না।