আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।
কিছুদিন আগে আমি ট্রিকবিডিতে একটা পোস্ট করেছিলাম।
জানিনা তারা কেনো আমার পোস্ট টা ডিলিট করলো।
সেখানে আমি বলেছিলাম কার আইডি ইনফরমেশন ভেরিফায়েড।
পোস্টা ডিলিট হওয়ার পর আমি ট্রিকবিডির সাপোর্ট টিম এর কাছে কারণটা
জানতে চেয়েছিলাম।
তারা বল্লো তাদের সাইটের উন্নয়ন মূলক কাজ চলতেছে তাই,,
আমার পোস্ট ডিলিট হয়ে গিয়েছে,,
আমি তাদের কাছে আপিল করলাম ও পোস্ট টা রিপাবলিশ করে দিতে বললাম।।
এবং করেও দিলো,,
তার পরো কেনো আবার ডিলিট করে দিলো,,,
তা আর জানত্র চাই নাই।।
দেখুন তার কিছু স্কিনশর্টঃ,,,
তারা আমাকে বল্লো ভেরিফিকেশন কথা গুলো সঠিকা না থাকার কারণে পোস্টি তাদের অন্য এডমিন ডিলিট করে দিয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে আমি একটি স্কিনশর্ট দিয়ে দেখাচ্ছি,,,
ফেসবুক এটাকে কি বলে,,,
ফেসবুক এটাকে আইডেন্টিটি ভেরিফাই বলেঃ

হয়ত পোস্ট এ এই মিস্টেক টা ছিলো,,,
স্কিনশর্ট এরঃ,,,


আ্শা করি এডমিন এইবার আর ভূল করবে না।৷
পোস্ট টা আবার রিপাবলিশ এর অনুমতি দিবেন।
আমি পূর্বের পোস্ট এ বলেছিলাম কিভাবে এই আইডেন্টিটি ভেরিফাইড করবেন,,, আপনার রানিং আইডি থেকে।

যাতে আপনার আইডি সহজে রিপোর্ট করে নস্ট,, বা পিপান্ডিং রিপোর্ট মেরে কোলন করতে না পারে।
চলুন তাহলে আজের এই গুরুত্বপূর্ন পোস্টটি শুরু করে দেই৷

যেভাবে আপনার আইডির আইডেন্টিটি ভেরিফাই করবেন


১. পুর্বের পোস্ট থেকে কিছু বল্লামঃ
আপনার আইডি যদি নিচের স্কিনশর্ট এর মত থাকে ঃ

তাহলে ১০০% আইডেন্টিটি ভেরিফায়েড।
আর যদি নিচের মত থাকে ঃ

তাহলে আইডেন্টিটি ভেরিফায়েড না।
মনে রাখবেন আপনার আইডি যদি রিপোর্ট খায় তাহলে ফেসবুক দেখবে৷ যে কার আইডি আইডেন্টিটি ভেরিফায়েড।
যার আইডি ভেরিফাইড না তার আইডিটি নস্ট হয়ে যাবে৷

এখন প্রশ্ন আপনার আইডিতে আপনার নিচের ছবি রয়েছে। ফ্যামেলি অ্যাড করা আছে তাও কেনো নস্ট হবে।।
আমার আইডি অনেক পুরাতন ইত্যাদি ইত্যাদি।
উত্তরঃ আপনার আইডিতে হাজার নিজের ছবি আছে।
হ্যত ২০০৪ সালের আইডি। ফেসবুক এর কিছুই দেখবে না।
দেখবে আপনার আইডি আইডেন্টিটি ভেরিফায়েড কিনা।

যদি দেখে ভেরিফায়েড না তখন আপনার আইডিটা নস্ট হয়ে যাওবে।
যাক অনেক বকবকানি পারলাম। এবার কাজের কথাই আশি।
২. আমি আপনাদের বুঝানোর সার্থে একটা ফেক আইডি থেকে প্রসেস গুলোর স্কিনশর্ট
আপনাদের দেখাচ্ছি,,
দরুন এটা আপনার আইডি,,

যার নাম চেঞ্জ করতে পাচ্ছেন।

এবং এর নিচে আবার একটা মেসেজ ও আছে যে ” নাম চেঞ্জ এর ৬০ এর পর আবার নামটি চেঞ্জ করে নিতে পারবেন।৷ “”
৩.
এবার আপনার সেটিং গিয়ে আপনার আইডিতে যদি মেল না থাকে তাহলে মেল অ্যাড করে দিন।
কমপক্ষে দুটি মেল অ্যাড করবেন।
নিচের মতঃ


তার পর যে মেলটা শেষ এ অ্যাড করেছেন। তা প্রাইমারী করে দিবেন।
তার পর আপনার পাসওয়ার্ড টা চেঞ্জ করে নিবেন।

৪. আপ্পনি প্রথমে যে মেলটা অ্যাড করেছিলেন তাতে একটা মেল আসবে
নিচের মতঃ

উপরে দেখানো স্থানে ক্লিক করুন।
তার পর আমাকে ফলো করেন

This was Some else এর নিচের অপশনে ক্লিক করুন।
এবং ফিনিশ এ ক্লিক করুন নিচের মতঃ

৫. আপনি ২য় যে মেলটা অ্যাড করেছিলেন তাতে একটি মেল আসবে।
নিচের মত

উপরে দেখানো স্থানে ক্লিক করুন।
৩-৪ নাম্বার স্টেপ এর কাজটা যে ব্রাউজার দিয়ে করেছেন
ভূলেও সে ব্রাউজার ওপেন করবেন না

অন্যে একটি ব্রাউজার সিলেক্ট করুন নিচের মতঃ

৬. তার পর নিচের মত আসবেঃ continue দিন

আবার দিন

তার পর নিচের মত আসবে
Upload a photo ID select করে দিন নিচের মত
তার পর Continue দিন

৭. এর পর কিছু নির্দেশনা পাবেন যে কি কি Id আপলোড করলে তারা আপনাকে ফেসবুক আইডি আইডেন্টি ভেরিফাই করবে।৷
আমি ন্যাশনাল কার্ড দিয়ে দেখাবো।।

Continue দিন
৮. নিচের মত হাতে একটি ন্যাশনাল কার্ড রেখে,,
ভালো ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন ও তা যেনো আবার ফটোশপ দিয়ে সুন্দর ভাবে এডিট করতে পারবন।
সে দিকে খেয়াল রাখবে।৷
তার পর
কার্ড মেকার থেকে একটি কার্ড মেক করে সেই কার্ট এই ছবির কার্ড এর উপর বসিয়ে দিবেন।৷
অনেক সুন্দর করে।৷ এভাবে আপনি ফেসবুকে কে বুকা বানাতে পারন৷
৯.
৭ নম্বর এর পর এমন একটা পেজ আসবে

সেখানে আপনার বানানো কার্ডটা সাবমিট দিবন।

১০.
এবার আপনি আপনার আইডির মেলটা দিবেন

১১.
এবার নিচের মত মেসেজ পাবেন।।

তা ওকে করে দিয়ে ৬-১২ ঘন্টা অপেক্ষা করুন।৷
আপনাইডি আইডেন্টিটি ভেরিফাইড হয়ে যাবে৷
এতে আপনার আইডি কেউ রিপোর্ট করে নস্ট করতে পারবেন না।৷
পোস্ট টা অনেক বড়।৷ তাই অনেক কষ্ট করে লিখালাম

যদি আপনার কোন সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপ এ স্কিনশর্ট দিয়ে তক পোস্ট করতে পারেন।৷
যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে
নিচের গ্রুপ এ জয়েন করুনঃ
Join our facebook recover and hacking group

পরবর্তীতে ফেসবুক এর লক গুলো নিয়ে আলোচনা করা হবে ৷ ও কিভাবে এই লক গুলো ছুটাবেন তার বিস্তারিত পোস্ট করা হবে৷ ১০০% প্রমাণ সহ৷

কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন
ধন্যবাদ ট্রিকবিডির সাথেই থাকুন।৷

70 thoughts on "আপনার ফেসবুক একাউন্টটি ভেরিফাইয়েড করে নিন। ফাস্ট টু লাস্ট ফুল spamming প্রসেস।,,,"

  1. xD Duha Contributor says:
    vai primary email add korte gele bole
    “You have entered an invalid email please check your email address and try again” plz ki korbo blen!!
    1. xD Duha Contributor says:
      Vai gmail diye ee toh try kortesi…Kintu hocche nah…
    2. Ze kono ekta primary kore dekhun hoi kina
    3. xD Duha Contributor says:
      Not working
    4. আগে কি কোন মেল অ্যাড আছে নাকি??
    5. xD Duha Contributor says:
      vai amr id te borto mane total 2ta gmail add kora ase..Kintu ami 3ta gmail er maddhome id te login korte partesi…Setting theke email option e gele show kore 2ta email er moddhe already ekta primary add kora ase…ekhn jei gmail ta add korlam eta primary te add korte chacci kinto partesi nah…
    6. ৩টা মেল দিবেন কেন।৷ আগেই যদি ২ টা অ্যাড থাকে তাহলে একটা রিমিভ করে সেটাই আবার অ্যাড করেদিন। ৷তাহলেই হয়ে যায়।।
  2. Ashik Contributor says:
    টাইটেল ঠিক করেন…?
    1. Title ত ঠিক এ আছে।৷
    2. Ashik Contributor says:
      “একাউন্টটি ভেরিফাইয়েড” কি বুঝায় ??
      নামের পাশে সবুজ টিক✅(account verified)….আপনি কি এটা নিয়ে trick দিলেন (কু-বুদ্ধি)……
      ভাই. টাইটেলে “আইডেন্টিটি ভেরিফাই” উলেখ করলে কি পোষ্ট এর মান কুমে যাইত ???
    3. ভেরিফাইড অনেক ধরণের আছে,,,,
      নাম্বার অ্যাড করে কনফার্ম করাকেও ভেরিফাইড বলে,,,
    4. আপনি যেটার কথা বলেছেন সেটাকে
      “gray verification badge” বলে।।
  3. MD Shakib Hasan Author says:
    ভাইয়া আমার Fb id তে দুইটা Gmile add করতে কিন্তু এখন একটা Remove দেখার আরেকটা Remove দেখায়না যেটা Remove দেখার সেটা Remove হয়না । কিছু বুঝতে পারতেছিনা কি করবো ।পারলে একটা পরামর্শ দেন Please…..
    1. মেল কেনো রিমুভ করবেন।। ৷
      শুধু প্রসেস অনুসরণ করবেন।৷
  4. Nabil1122 Contributor says:
    Osadharon post
    1. svshsome Contributor says:
      Amar akta mail add ace already.akhon ki 2nd akta mail add korte hobe ?
    2. Shadin Contributor says:
      এড করতে হবে।
    3. ar ekta add koren.. uporer moto ta primary mail kore diben. jeta 2nd e add korben seta
  5. Metal head Contributor says:
    Awesome post??

    (And NID card er pic ta kahe lagbe.oi jaygay fake card er pic boshiye dibo???)

    1. Shadin Contributor says:
      যেকোন একটা হলেই হবে।
  6. ShamimSAH Contributor says:
    ১০ নাম্বারে কোন মেইলটা দিব? ১ম টা নাকি ২য় টা?
  7. ShamimSAH Contributor says:
    আর এটা কেমন ধরনের ভেরিফাইড? সবুজ চিহ্ন নাকি?
    1. ShamimSAH Contributor says:
      তাহলে কেমন ভেরিফাই এটা?
  8. Khairul Islam✅ Author says:
    সব কাজ ঠিকঠাক করছি এখন কি আমি আইডটি Login করে চালাতে থাকবো???
  9. Shohagbabu01782 Contributor says:
    are vai post ta beshi bro hoiche buzte problem soto koren post
    1. sorry post small kirar kono away nai…
  10. Shohagbabu01782 Contributor says:
    are vai post ta beshi bro hoiche buzte problem soto koren post
    1. je jagai bujte problem hocche se jaga mark kore comment korun
  11. Shohagbabu01782 Contributor says:
    are vai post ta beshi bro hoiche buzte problem soto koren post
  12. Shohagbabu01782 Contributor says:
    are vai post ta beshi bro hoiche buzte problem soto koren post
  13. Shohagbabu01782 Contributor says:
    are vai post ta beshi bro hoiche buzte problem soto koren post
  14. svshsome Contributor says:
    acca id card a ki amar je profile pic ace se pic tai dita hobe ? Id upload ar por ki id use kora jabe ?
    1. Shadin Contributor says:
      আপনার মুখের একটা ক্লিয়ার পিক দিতে হবে।
      আর ভেরিফাইড না হওয়া পর্যন্ত আইডি লগিন করে ব্যবহার করা যাবে না।
    2. apnar nijer ekta picture diben.. picture jeno baka na thake,,, jevabe school ba college er id te thake sevabe.. tule card maker theke id card make kore upload kore ar login diben na.. review ses hole apnar mail e ekta mail asbe.. tokhn login diben.
  15. Shawon Contributor says:
    kaise re baba verifayed re
  16. Shadin Contributor says:
    ভাইয়া।
    উত্তরটা পোস্টে দিয়ে দিলে উপকার হবে।
    ১০ নং এ কোন ইমেইলটা দিব?
    ১ম টা নাকি ২য় টা?
  17. NK Nabil Author says:
    ভাল পোস্ট চালিয়ে যান।
    একটা কথা, কোন কারনে যদি ফেইসবুক এটা ভেরিফাইড না করে তাহলে কি আইডি আগের মতো রানিং থাকবে?
  18. Khairul Islam✅ Author says:
    আমার অরিজিনাল Nid দিচ্ছি হচ্ছেনা তো।।

    We want to help, but we can’t until you reply with something from our ID list that confirms you’re the owner of this account:

    https://www.facebook.com/help/159096464162185?ref=cr

    You can help us confirm your identity in one of two ways:

    – Send a photo or scan of one item from group one like a drivers license, passport or official name change paperwork

    or

    – Send a photo or scan of two different items from group two like a magazine subscription and a school ID or a bank statement and a membership ID

    Before you take a photo or scan of anything from our ID list, be sure to cover up any personal information that we don’t need to see, like your address, license number or Social Security number.

    Keep in mind that we won’t be able to help you with your request until we receive a clear photo or scan of an item from our ID list.

    We hope to hear from you so we can help.

  19. Khairul Islam✅ Author says:
    আমার অরিজিনাল Nid দিচ্ছি তবুও হচ্ছেনা।।।
    1. Khairul Islam✅ Author says:
      We want to help, but we can’t until you reply with something from our ID list that confirms you’re the owner of this account:

      https://www.facebook.com/help/159096464162185?ref=cr
      You can help us confirm your identity in one of two ways:
      – Send a photo or scan of one item from group one like a drivers license, passport or official name change paperwork

    2. Khairul Islam✅ Author says:
      – Send a photo or scan of two different items from group two like a magazine subscription and a school ID or a bank statement and a membership ID
      Before you take a photo or scan of anything from our ID list, be sure to cover up any personal information that we don’t need to see, like your address, license number or Social Security number.
      Keep in mind that we won’t be able to help you with your request until we receive a clear photo or scan of an item from our ID list.
      We hope to hear from you so we can help.
    3. ফেসবুক এর সম্ভবত সার্ভার প্রভলেম।। ৷
    4. Khairul Islam✅ Author says:
      ভাই,, আজ ৪টা দিন হয়ে গেল কোন সমাধান নেই,,,,দয়া করে আমাকে সাহায্য করুন।।?
  20. sayedkhokon Contributor says:
    আইডিকার্ড এর সাথে ফেসবুকনামের মিল না থাকলে কি সমস্যা হবে??
  21. Abu Jubaer Contributor says:
    vai ami to eto kisu kori nai.. amar id already onk agei verified kore dise….
  22. unknown Contributor says:
    ১০ নাম্বারে কোন মেইলটা দিব? ১ম টা নাকি ২য় টা?
  23. unknown Contributor says:
    Khairul Islam vai ar moto amar hoy cay aj amar 2 din holo ki kor bo ?
  24. Khairul Islam✅ Author says:
    দয়া করে সাহায্য করুন। Pls
  25. tajulbd Contributor says:
    দুটো আইডি কি ভেরিফাই করা লাগবে?
  26. Nabil1122 Contributor says:
    Fake smart card dile hobe ?
  27. Rafizur Rahman Contributor says:
    ভাই ২ নম্বর ইমেল কে প্রাইমারি ইমেল করতে গেলে ইনভেলিড ইমেল আসে।
    এর সমাধান কি?
  28. Misir Ali Contributor says:
    আমার আইডি কি ভেরিফাই করে দিতে পারবেন?
  29. Neymar Jr Contributor says:
    vai parlam na.
    ??
  30. Dark Author says:
    ভাই, সবই বুজলাম। থেনক্স।
    কিন্তু পুরো প্রসেস এ স্পামিং কোথায় কিছুই খুজে পেলাম না।
  31. Kawsar Azad Contributor says:
    এটা আবার কোন ধরনের ভেরিফাইড? আপনার আইডি কি ভেরিফাইড করেছেন? জাতি দেখতে চায়। যেন ব্লু বেজ ট্রিক থাকে।
  32. Pavel Rana Author says:
    জন্ম সাল মনে নাই
  33. Imran ahmed Esha Contributor says:
    আইডিকার্ড এর সাথে ফেসবুকনামের মিল না থাকলে কি সমস্যা হবে??
    1. Umar Author Post Creator says:
      হবে না যদি ছবি আর জন্ম তারিখ ঠিক থাকে।।
  34. Imran ahmed Esha Contributor says:
    বুজলাম না ভাই
  35. Imran ahmed Esha Contributor says:
    ভাইয়া,,,আমার পাসপোর্ট আছে আর বয়স ও এক,,,বাট ফেসবুকের নাম টা অন্য নাম রাখ্তে চাই

Leave a Reply