আসসালামু আলাইকুম
আবারো ফেসবুক রিলেটেড একটা পোষ্ট নিয়া আপনাদের সামনে হাজির হলাম।
আজকে আমরা কথা বলবো ফেসবুকের ফেসলক সম্বন্ধে।
বর্তমানে কেউ ফেসবুক একাউন্ট খুললেই ফেসলকে পরে যায়।
ফেসবুকে যাতে কোনো এক ব্যাক্তি একাধি6ক আইডি খুলতে না পারে সেজন্যই মূলত ফেসলক সিস্টেম চালু করা হয়েছে। কিন্তু এতে অবৈধ লোকের আইডির সাথে অনেক সময় আমাদের রিয়েল একাউন্ট ও ফেসলকে পরে যায়। আজকের পোষ্টে আমি এরকম কিছু টিপস দিবো যেগুলা করলে আইডি ফেসলকে পড়ার অনেক সম্ভাবনাই কমে যাবে।
তাহলে চলুন আর বেশি আউকাউ না করে পোষ্ট শুরু করা যাক।
_______________
____
বিস্তারিত….
১.একাদিক ব্রাউজার দিয়ে একই ফেসবুক একাউন্টে লগিন না করাই ভালো। হোক সেটা আপনার নিজের মোবাইলে থাকা ব্রাউজার। কারণ একাদিক বার কয়েকটা ব্রাউজারে লগিন করলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে আপনার একাউন্টের পাসওয়ার্ড ওন্য কারোর কাছে চলে গেছে এবং সে যাতে এই আইডিটি না চালাতে পারে সেজন্য ফটো ভেরিফিকেশন সিস্টেম করেছে ফেসবুক। আপনার আসল ফটো আপলোড দিলেই ফেসবুক আপনার আইডি রিভিউ করে আসল ইউজারের কাছে দিয়ে দেয়। কিন্তু অনেক সময় ফটো আপলোড দেয়ার পরেও আইডি আসে না। উল্টা ডিজেবল হয় যায় । এজন্যই একাধিক ব্রাউজারে একই আইডি লগিন না করাই ভালো।
২.ধরেন আপনি বাংলাদেশ থেকে একটা ফেসবুক আইডি তৈরি করলেন। এবং কোনো এক কারণে আপনি। USA এর VPN কানেক্ট করে ফেসবুক চালাতে থাকলেন। কিন্তু আবার যখন VPN বন্ধ করে আসল যায়গা থেকে ফেসবুক চালাতে থাকলেন তখনও আইডির ফেসলকে পড়ার সম্ভাবনাই বেশি। কারণ এতে ফেসবুক কতৃপক্ষ মনে করবে হয়তো USA এর কেউ আপনার আইডি হ্যাক করেছে। এজন্য FACELOCK…?.
৩. ফেসবুকে অনেকেই অনেক স্টাইলিশ নামের আইডি ব্যবাহার করে থাকেন। কিন্তু এই পদ্ধতিটা একদম ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্স এর বিরুদ্ধে । আপনি আপনার বাস্তবিক জীবনে যেই রকম নাম ব্যাবহার করেন শুধুমাত্র সেরকম নামই ফেসবুকে এলাও। আপনি এর বাইরে গেলে আপনাকে ফেসলকে পড়তে হবে অথবা আইডির মায়া হারাতে হবে।
_______
যাহ….এগুলা তো হলো কিভাবে ফেসবুকে আইডি ফেসলকে পরে।
কিন্তু আমি চাই vpn কানেক্ট করে ফেসবুক চালাতে। আবার একাদিক ব্রাউজারেও একটা আইডি চালাতে চাই। কিন্তু ফেসলক ছারা কি এভাবে আইডি চালানু সম্ভব???
উত্তর :- জ্বী হ্যা ভাইয়া এটা একদম সম্ভব। আপনি একাধিক ব্রাউজারে একই আইডি চালাতে পারবেন। আবার যেকোনো VPN ও ব্যাবহার করে সুবিধা নিতে পারবেন। তো এরজন্য প্রথমেই আপনাকে আপনার আইডিতে একটা মোবাইল নাম্বার এড করে নিন।
এরপরে মোবাইল নাম্বারটা কনফ্রাম করে নিন।
ব্যাস, এবার সেটিংসে যান,সিকিউরিটি এবং লগিন লেখাতে ক্লিক করুন।
বিস্তারিত স্ক্রিনশট….
ব্যাস,,,
টু ফেক্টর সিস্টেম টা অন করে দিলে আপনি নিশ্চিন্ত ভাবে ফেসবুক চালাতে পারবেন। তবে প্রত্যেক বার ভিন্ন ব্রাউজারে লগিন করার সময় আপনাকে আপনার সিমে আসা একটা কোড দিয়ে দিতে হবে।
ব্যাস কাজ শেষ।
…..
কিন্তু… যদি অন্যকেউ বারবার আপনার আইডির এক্সেস নিতে চায় এবয় যদি বারবারই ব্যার্থ হয় তাহলে আপনার আইডি ছোট্ট একটি লকে পড়তে পারে। তবে ওইটা ফেসলক না। পাসওয়ার্ড চেঞ্জ করার মাধ্যমে আপনি ওই লক টা খুলতে পারবেন।
এরপরে ও যদি না পারেন তাহলেফেসবুকে আমাকে বলতে পারেন?।
এই পোস্টি যদি ভালো লাগে তাহলে আমাদের সাইট tipsnow24.com তে ঘুরে আসতে পারেন
আমাদের সাইটে এক পোস্টে ১০ টাকা করে পাবেন, আর ৩০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন
সবশেষে…..
পোস্ট টা অনেক বড় হয়ে গেলো। কষ্ট করে আউকাউ গুলো পড়ার জন্য ধন্যবাদ ।
একটু গুছিয়ে লিখলে অবশ্য ভালো হতো। কিন্তু আমি তো অগোছালো তাই না…!
এরপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখার জন্য অনুরোধ রইলো….
ধন্যবাদ।
আপনি কি আমাকে একটা হেল্প করতে পারবেন ভাই???আমি কিভাবে অথর হবো????প্লিজ যদি একটু বলতেন”!