হ্যালো ট্রিকবিডি বাসি, আশাকরি সবাই ভালই আছেন☺

আজকে আমি কি নিয়ে পোষ্ট করব তা নিশ্চই টাইটেল দেখেই বুঝে গেছেন।

হ্যাঁ,আজকে আমরা ফেসবুক এর বিকল্প ব্যবস্থা aimbook.net এর আলোচনা করব এবং কিভাবে একটা একাউন্ট খুলবো।

৹ aimbook কি?
? শহজ ভাষায় বলতে গেলে facebook এর মতো একটা সোসাল মিডিয়া।যেখানে আমারা ফেসবুকের মতো করেই ব্যবহার করতে পারব।তবে এটা আমাদের দেশের নিজস্ব তৈরি। এই বছরেই কিছুদিন আগেই থেকে এর যাত্রা শুরু হয়।

❑ লোগো ❑


?আমরা সবাই ফেসবুকে অনেক সময় ব্যয় করে থাকি, তবে তাতে কোন লাভ নাই বললেই চলে।তবে এতে রয়েছে কিছু আর্ন করারও ব্যবস্থা।

?ব্যক্তিগত ভাবে বলতে গেলে, আমি মনে করি যে aimbook সকলের ব্যবহার করা উচিত। কারণ এটা আমাদের নিজের দেশের তৈরি।আমাদের সকলের উচিৎ দেশিও তৈরি সোসাল মিডিয়াকে, বিশ্বে একাটা ভাল অবস্থান তৈরি করা ।

✋ যাই হোক এবার কাজে আশা যাক✋

✌ aimbook এ একাউন্ট খোলা খুবই শহজ একটা কাজ।

? এর জন্য আপনার একটা জিমেল আইডি থাকলেই হবে।?

? প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন?

(With Refer)

(without refer)

ভাল লাগলে আমার রেফার এ জয়েন করতে পারেন।

❑ আমার রেফারে জয়েন করলে তেমন কোন লাভ হবে না, কারন আমি তখনই রেফার কারির ৩০% কমিশন পাব, যখন সে কোন একটা প্রো প্যাক এক্টিভ করবে।

? ইনকাম কিভাবে হবে সেটা আমি একটু পরেই বলতেছি।?

? লিংকে ক্লিক করলে নিচের মতো একটা পেজ আসবে।এখন ?

? একটা Username দিবেন।

? E-mail address দিন।

? Password

? Confirm Password একই।

? Contract Number দিন

? আপনার Gender সিলেক্ট করুন।

? মার্ক করা যায়গায় টিক দিয়ে Let’s Go তে ক্লিক করুন।

? এবার লগ ইন করার পালা। আপনার ছবি দিতে বলবে।সব কিছু দিয়ে লগ ইন করে নিবেন অথবা পরেও সব তথ্য দিতে পারবেন।আমি আগেই করেছি তাই দেখাতে পারলাম না। তবে তেমন কোন কঠিন কাজও কিন্তু না।

? এবার SS দেখে নিন।

? হোম পেজ সহ সবকিছু প্রায় ফেসবুক এর মতো?।এক কথায় প্রায় পুরাটাই ফেসবুকের বিকল্প ব্যবস্থা। এতে শুধু মাত্র আইকনগুলো ও ডিজাইনের ভিন্নতা আছে। আপনারা একবার ব্যবহার করলেই সবকিছু বুঝে যাবেন। তাই এটি ব্যবহার করার জন্য অন্য কোন টিউটোরিয়াল প্রয়োজন হবে না। যেভাবে ফেসবুক ব্যবহার করি ঠিক সেইভাবে এটিও ব্যবহার করতে হয়। এবং এতে রয়েছে এড করা এবং ফলো (Follow) করার ব্যবস্থা??

? ৩ ডট মেনুতি ক্লিক করে আপনার প্রোফাইলে যেতে পারবেন।

? এর পর এখানে আপনার সব কিছুই দেখতে পাবেন। যদি কোন প্রো প্যাক এক্টিভ করতে চান তাহলে Upgrade to Pro তে গিয়ে আপনার পছন্দের প্যাক কিনতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই টাকা দিয়ে করতে হবে।??

? বাকি যেগুলো আছে আশাকরি আর বলতে হবে না।

? এরপর আপনার প্রোফাইলে যেতে S S দেখানো যায়গায় ক্লিক করুন।( আপনার একাউন্ট আপনার নাম থাকবে। যে নামে করবেন)

? এরকম একটা পেজ আসবে।

?এখানে আপনার প্রোফাইল পাবেন।
স্টাটাস,ছবি,ভিডও আপলোড সহ সব ব্যবস্থা এখানে আছে যা হুবহু ফেসবুকের মত করেই করতে হয়।

? Edit অপশনে গেলে আপনার সেটিংস পেয়ে যাবেন।

? যেখান থেকে আপনার সকল তথ্য ঠিক ঠাক করে নিতে পারবেন যেভাবে মন চায়। একবার ব্যবহার করলেই খুব শহজেই বুঝতে পারবেন। আমি নিজেই একবারেই বুঝে গেছি।

? এর পর কি কি থাকছে নিছের SS এ দেখে নিন।

? একটু নিছে গেলেই পাবেন আর্ন করার অপশন গুলো।

? My Affiliates এ গেলে পাবেন আপনার রেফার লিংক।

? My Points এ গেলে আপনার কত পয়েন্টস তা দেখতে পাবেন এবং কত পয়েন্টস এ কত টাকা সেটা দেখতে পাবেন।

? My Earning এ গেলে, আপনি কত আর্ন করেছেন সেটা দেখতে পাবেন। সাথে মিনিমাম কত উইড্র সেটাও দেখতে পাবেন এবং কিসের মাধ্যমে পে-আউট করতে হবে সেটাও।

? কিভাবে এখান থেকে earn করা যাবে❔

? এখানে ৪ ভাবে পয়েন্ট ইনকাম করা যাবে❔

→ যেকোন কারো পোষ্টে কমেন্ট করলে ২ পয়েন্ট।
→ নতুন একটা পোষ্ট তৈরি করলে ৫ পয়েন্ট।
→১ পয়েন্ট পাবেন যেকোন পোষ্টে যেকোন রিয়াক্ট দিলে।
→ আপনি তখনি রেফার কারির ইনকামের ৩০% ভাগ পাবেন। যখন আপনার করা রেফার একটি প্রো প্যাকেজ এক্টিভ করবে।

? তবে এখানে নতুন একাউন্ট করার জন্য আপনি কোন বোনাস পয়েন্ট পাবেন না। ??

? একটা কথা, এটা বাংলাদেশে নতুন। তাই টেকনিক্যাল কিছু সমস্যার কারনে প্লে-স্টোরে অফিসিয়াল এপ্সটা ডাউনলোড করা যাচ্ছে না শুধু মাত্র ওয়েব ভার্সন ব্যবহার করা যাবে ।

? কিছু দিনের মধ্যেই এর সমাধান করবে বলে তাদের পেজে এ জানিয়েছে।

?আর এই পোষ্টটা আমি অনেক দিন আগে লিখেছিলাম পরে তাদের ওয়েব ভার্সন আপডেটের কারনে ব্রাউজিং বন্ধ ছিল তাই আর পোষ্টটি করতে পারি নি।

আমি আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম।

? এটা পুরো পুরি আর্নিং পোষ্ট না তাই খারাপ মন্তব্য করার আগে একবার ভাববেন। তার পরেও আমি আন্ত্ররিক ভাবে দুঃখিত এর প্রেমেন্ট প্রুফ না দিতে পারার কারনে ?,

? তবে আমার বিশ্বাস তারা প্রেমেন্ট নিয়ে কোন হেয়ালি করবে না।?

? পোষ্টটি অনেক বড় হয়ে গেছে তাই আর বেশি বড় করার ইচ্ছা নাই। আশা করি সব ব্যাপার ক্লিয়ার হয়েছে।

❝তার পরেও।যদি কোন কিছু জানার থাকে কমেন্ট এ জানাবেন। ❞পোষ্টটি কেমন লাগলো আপনার, ফিডব্যাক জানাতে ভূলবেন না।
Add Me Aimbook
? মানুষ মাত্রই ভূল। তাই কোন প্রকার ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষমাও কিন্তু একটি বড় মহৎ গুন। ?

✋✋সব সময় ভাল থাকবেন,সবাইকে ভাল রাখবেন ✋✋

29 thoughts on "বাংলাদেশে চালু হলো ফেসবুকের বিকল্প এইমবুক ডট নেট | Aim Book | Social Sites"

  1. EA Mahin Contributor says:
    Facebook er Moto free korle valo hoto taile bola jeto eta Facebook er poriborte use Kora Jay .
    1. ThE Minhaj Author Post Creator says:
      বাঙালি তো,সব সময় ফাওই চায়??
    2. EA Mahin Contributor says:
      ফাও চাইবে না তো কি? এমনেই একটা গরীব দেশ তার উপরে অপারেটররা যে হারে এমবির দাম বাড়াইছে নিজেদের কাজটুকু শেষ করার পর কয়জনেরই এমন ফালতু সাইটের পিছে টাইম ওয়েস্ট করার?তাই যদি ফ্রি হত তাহলে ফেসবুকের অলটারনেট বলা যেত
    3. NaZmuL HaQuE Contributor says:
      Ai sob faltu site bad den vai.
      facebook er baba mark ki kono vabe announce korce j baler Aimbook holo fb er bikolpo?
      amon sonar site banate chaile free hosting use korei banano jay.. Ajaira post r site dia manusher time waste koros beta. TrickBD toke ai jno Author banay nai..
    4. MD RAISUL ISLAM Contributor says:
      http://assn.ml এটাও ফেসবুকের বিকল্প একদম ফ্রি
  2. Md Gias Uddin Contributor says:
    টাকা কি বিকাশে বা রকেটে নেওয়া যাবে
  3. Md Gias Uddin Contributor says:
    টাকা কি বিকাশে বা রকেটে নেওয়া যাবে
    1. ThE Minhaj Author Post Creator says:
      পোষ্টটি ভাল ভাবে দেখুন। ওখানে দেয়া আছে।✌
  4. Akash Contributor says:
    এই রকম ওয়েব সাইট বানিয়ে দিবো। কার লাগবে???
    1. ThE Minhaj Author Post Creator says:
      not interest ?
  5. MD_Tuofiq Contributor says:
    সব কিছু হ্যাক হবে বন্ধুরা সাবধান সবাই এসব মরন ফাদ
    1. ThE Minhaj Author Post Creator says:
      how funny?
  6. Captain Author says:
    PhpSocial networking scrpt দিয়ে বানানো আর আপনি বলছেন এটা নিজেদের নিজস্ব ভাবে বানানো
    1. ThE Minhaj Author Post Creator says:
      আপনি মনে হয় পোষ্টটি চোখ বন্ধ করে পরেছেন। আমি কিন্তু একবারও বলি নাই নিজস্ব ভাবে বানানো। বলেছি দেশিও সোসাল মিডিয়া?
  7. rjnazmu Contributor says:
    amar 2$ hoyche
    1. ThE Minhaj Author Post Creator says:
      good?
  8. Abrarul hoque Author says:
    HydeCorner কে A2Z কপি মারছে… আর আপনি বলতেছেন নিজস্ব তৈরী? LOL??
    1. ThE Minhaj Author Post Creator says:
      কোথা থেকে কপি করছে সেটা বড় কথা নয়।দেশিও সোসাল মিডিয়া হিসেবে এটি পরিচয় লাভ করছে, এটাই আসল কথা। ?
  9. MD Zubair Hossain Hamim Contributor says:
    পজিটিভলি নিলে ভালোই হবে। কিন্তু ভয় হচ্ছে রাজনৈতিক ব্যাপার জড়িত থাকালে…!!
    1. ThE Minhaj Author Post Creator says:
      হয়তো নাও হতে পারে?
  10. Haque Battery Contributor says:
    valo na. Erokom 8 site ase amar kase
    1. ThE Minhaj Author Post Creator says:
      তাহলে এটাই ভাল হবে যে, আপনি নিজেই একটা তৈরি করুন।?
    2. Haque Battery Contributor says:
      সাইট তো বানানোই যায়। কিন্তু পেমেন্ট করবে কে?
  11. Ghetuputro Contributor says:
    arokom akta faul site je kau banate pare..sobcheye boro kotha apni post er maddhome kisu apottikor kotha tule dhoresen..
    no 1 ai nimno maner website er sathe facebook er tulona koresen ja murkhotar porichoy.
    no 2 apni bolesen bangladeshe chalu holo, er maddhome apni ki bujiasen bortoman sorkar ata cahlu korese? arokom nimno maner website er sathe Bangladesh er name joria apni ICT mamlay porte paren.
    no 3 ai website atoi baje je akti page load nite almost 10 second lege jasse.Ato nimno maner website er post trickbd te kore trickbd er atto morjaday aghat henesen..
    no 4 ochol payment system. akti valo maner website a procholito transfer system thake jemon Bkash Dutch Bangla.
  12. shamim7000 Subscriber says:
    Help Kora dorker
  13. wowonder php script ata sobai download kore hosting a lanch korte parbe. google a sharch kore dakho peye jaben “wowonder”
  14. Limon Sarkar Contributor says:
    Md Limon Sarkar
    Ei vabe name dile hoy na Kno?

Leave a Reply