আসসালামু আলাইকুম,
আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া – তে ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি।
আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে।
শুধু বাংলাদেশ না সারা পৃথীবি জুঁড়ে সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্ক হলো ফেসবুক। এই ফেসবুক নামটা সকলের বেশ চেনা পরিচিত কারণ বর্তমান ১০০% লোক এর ভেতর ৯৮% লোক ফেসবুক ব্যবহার করে আর ২% লোক করে না।
বর্তমান সাইবার ক্রাইম খুব বেশীই বেড়ে গেছে, বিভিন্ন নামে নামে তৈরি হচ্ছে অগণিত স্প্যামিং টিম। আসলে স্প্যামারদের মূল কাজ হচ্ছে ফেসবুক থেকে খারাপ কনটেন্ট রিমুভ করা এবং সাধারণ ব্যবহার কারী – কে সাহায্য করা। কিন্তু এখন সেটা হচ্ছে না এই সকল অসাধু স্প্যামারা বিভিন্ন মানুষের ক্ষতি করে চলছে, অগণিত ফেসবুক একাউন্ট হ্যাক করে নিচ্ছে।
বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, আমার ফেসবুক পেইজ এ প্রায়ই অনেকেই মেছেস করছে যে কীভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করতে হয় তারা শিখবে এই নিয়ে আমাকে একটা কনটেন্ট তৈরি করতে। তো সকলের শিক্ষার উদ্দেশ্য নিয়ে আমি আজকের কনটেন্ট তৈরি করছি। তবে মনে রাখবেন কারো অনুমতি ছাড়া তার একাউন্ট এ প্রবেশ করা সম্পন্ন সাইবার ক্রাইম এর ভেতর পরে, আমি আজকে এই কনটেন্ট তৈরির আগে আমার চিনা একজন এর থেকে অনুমতি নিছি যে আমি তার একাউন্ট টিউটোরিয়াল বানানোর জন্য হ্যাক করবো এবং সে আমাকে অনুমতি দিছে বিধায় আমি তার একাউন্ট হ্যাক করেছি, নিচে প্রমাণ দেখানো হলো।
ফেসবুক একাউন্ট কখনো হ্যাক হয় না। এটা মনে রাখবেন যে ফেসবুক একাউন্ট হ্যাক করা সম্ভব না, ফেসবুকের মতো এতো বড় এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম এর সিকিউরিটি এক্সপার্ট গুলো দিনরাত কাজ করে চলছে, কখনোই একাউন্ট হ্যাক করা সম্ভব না।
আসলে স্প্যামার গুলো ফেসবুক একাউন্ট Recovery করে নেয় এবং তারা এই Recovery করার সিস্টেম – কে হ্যাক বলে তুলে ধরে এবং নিজেদের হ্যাকার বলে দাবী করে থাকে। এবং যারা ফেসবুক একাউন্ট হ্যাক করতে চান তারা নিশ্চয় একবার হলেও গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেছেন যে “কীভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করা যায়” বিভিন্ন ওয়েবসাইট এর কনটেন্ট অবশ্যই Display হয়েছে এমনি ফেসবুক একাউন্ট হ্যাক করে দিবে বলে এমন অনেক ওয়েবসাইট খুলে বসে আছে, এই সকল ভুয়া / মিথ্যা।
ফেসবুকের Terms and Conditions এ বলা আছে যে, “আপনি যদি আপনার ফেসবুক একাউন্ট কোনো রকম ভাবে Access করতে না পারেন, তাহলে আপনি Identity Confrim এর মাধ্যমে আপনার একাউন্ট এ প্রবেশ করতে সক্ষম হবেন। এই বিষয়টা স্প্যামার গুলো কাজে লাগিয়ে হাজার হাজার একাউন্ট হ্যাক করে নিচ্ছে।
তাহলে চলুন শুরু করি কীভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করবেন।
প্রথমে যার আইডি হ্যাক করবেন তার আইডি – তে যে জন্ম তারিখ দেওয়া আছে ওটা সংগ্রহ করবেন এবং তার ফেসবুক একাউন্ট এর নাম। এখন আপনার কাজ হবে ওই নাম এবং জন্মতারিখ দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করবেন। তো আমি যার একাউন্ট হ্যাক করবো অলরেডি তার ফেসবুক আইডির নাম এবং জন্মতারিখ ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করে নিছি আপনারাও ডকুমেন্ট তৈরি করে নিবেন আশা করি, এখন যার আইডি হ্যাক করবেন তার আইডি – তে গিয়ে তার আইডির ইউজার নাম কপি করে নিন।
এখন যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিন, এবং ওই ব্রাউজার ক্লিয়ার ডাটা মারুন তারপর ওপেন করেন ব্রাউজার এখন Facebook এ চলেন, নিচের Screenshot এর মতো লগইন পেইজ পাবেন। ওই জায়গাই যেখানে নম্বর অথবা ইমেল ঠিকানা দেন ওই বক্স এ একাউন্ট এর ইউজার নামটা দিবেন তারপর লগইন এ ক্লিক করবেন Screenshot এর মতো।
এখন Did you forget your password? লেখায় ক্লিক করুন।
এখন নিচের Screenshot এর মতো দেখতে পাবেন No longer have access to these? লেখায় ক্লিক করুন।
এখন I cannot access my email account এ ক্লিক করুন।
এখন নিচের দুইটা বক্স এ আপনার ইমেল ঠিকানা দিন, যেটাই ফেসবুক থেকে আপনার সাথে যোগাযোগ করবে, তারপর Continue বাটন এ ক্লিক করুন।
এখন নিচের মতো একটা ফর্ম পাবেন Full Name এই বক্স এ আপনি তার নাম দিবেন মানে যার একাউন্ট হ্যাক করবেন তার আইডির সম্পন্ন নাম দিবেন।
এখন দেখুন Your ID এই জায়গাই আপনি তার ওই ফেইক ডকুমেন্ট আপলোড করে দিন যেটা আপনি তৈরি করেছেন।
আপনার সব কাজ শেষ, এখন একটু নিচে গেলে দেখতে পাবেন Send বলে একটা বাটন আছে ওটাই ক্লিক করুন।
এখন নিচের মতো পেইজ আসবে, এখন অপেক্ষা করুন পাঁচ মিনিট এর ভেতর রিভিউ আসবে, আমার এখন বাঁজে সকাল ৫:২৩ মিনিট।
এখন দেখুন আমার দেওয়া ইমেল ঠিকানায় একটা ইমেল এসে গেছে, এখন সকাল ৫:২৬ মিনিট আমার তিন মিনিটে রিভিউ এসেছে দেখুন।
এখন ভালো করে খেয়াল করুন আমার Identity Confrim হয়ে গেছে আমার বানানো ডকুমেন্ট ফেসবুক গ্রহণ করেছে এবং আপনাকে এই একাউন্ট ঢুকার Permission দিয়ে দিছে, একটু খেয়াল করুন আমি সাবমিট এর সময় যে ইমেল দিছিলাম ওই ইমেল একাউন্ট ই এটাই।
এখন কথা হলো কীভাবে ওই আইডি – তে ঢুকবেন, এখন দেখুন নিচে একটা লিংক দিয়ে দিছে ফেসবুক ওই লিংক এ প্রবেশ করুন, আর একটা কথা মনে রাখবেন এই লিংক এর মেয়াদ থাকবে সাতদিন, সাতদিন পর আর এই লিংক এ কাজ করবে না।
লিংক এ প্রবেশ এরপর পাসওয়ার্ড Change করে নিতে বলবে, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে Next লেখায় ক্লিক করেন।
এখন আপনার পছন্দমতো একটা অপশন সিলেক্ট করে Continue বাটন এ ক্লিক করুন।
এখন Not Now বা Ok করে দিন যেটা আপনার ইচ্ছা।
এখন দেখুন আমি তার একাউন্ট এ প্রবেশ করতে সক্ষম হয়েছি।
এখন দেখুন তার আইডির ইমেল অপশন এ আমার ইমেল এড হয়ে গেছে।
বি.দ্রঃ এই কনটেন্ট সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্যে। কোনো রূপ নীতি বিরুদ্ধ কাজের ক্ষেত্রে আমি বা ট্রিকবিডি দায়ী থাকবো না।
এই কনটেন্ট সর্ব প্রথম পাবলিশ হয় TrickRed.com এ, এবং TrickRed.com এ প্রতিটা মানসম্মত কপি পেস্ট বাদে পোস্ট এর জন্য ১০ থেকে ১৫ টাকা দেওয়া হয়। আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসার জন্য সবাইকে দেওয়াত থাকলো সকল রকম আপডেট টিপস পাবেন।
সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।
ডকুমেন্ট কিভাবে বানাবো??
99%
এটাতে ক্লিক করলে তো আমার I cannot access my email account এটা শো করে না
ভাই আপনি Browser ইউজ করছেন।
আমার একটা আইডির পাসওয়ার্ড ভুলে গেছি, যেই সিম দিয়ে একাউন্ট খুলেছি ঐ সিম সরকার বন্ধ করে দিয়েছে, ঐটাতে শুধু জন্মসাল দেখাচ্ছে, কি করবো?
তারা তাদের Security HIGH করেছে এখন, সেজন্য NID Number ও চেক করে দেখা হবে। সেজন্য আমার মনে হয় না এখন আর এই পদ্ধোতি কাজ করবে।
তারপর Access এর বিষয় কথা বলবেন, এখন আমাকে বলুন ফেসবুক – কে এই ক্ষমতা কে দিছে যে বাংলাদেশের ন্যাশনাল ডকুমেন্ট এর নম্বর Check এর?
বলতে পারবেন?
আর আপনাদের বছর কেনো এ কাল ও কাল পার হলেও Rejected হবেন। সিস্টেম তো ফলো করেন না আবার এই দিকে ঘুড়ার ডিমও জানেন না কেউ শেয়ার করলে অসুস্থ রোগীর তো করেন। মেইল বক্স দেখেন ভালো করে সস তো দিছিই সবই তো ব্যাক আর সব মেইক করা ডকুমেন্ট এখন বলেন আপনি তাহলে কোন লেভেল এর।
আপনার হ্যাক হলে ভালো।।
ডকুমেন্ট বানাতেও তো পারেন না! তাহলে কেমনে বললেন কাজ করে না?
আর আমি কী আদি কালের পোস্ট দিছি ট্রিকবিডি – তে এই নিয়ে কোনো কনটেন্ট আছে? লিংক দেন ঘুরে আসি, লিজেন্ড হয়ে লেবেল ছাড়া লোক এর মতো কথা বলেন কেনো এটাই বুঝি না, এসেন ক্লাস করামু Access কী আগে নিজে শিখবেন আশা করি।
একাউন্ট ডি মারা কেনো?
একটিভ করেন???
আপনি না লিজেন্ড?
আগে আমারটা হ্যাকান তারপর আপনি না পারলে আপনাকে হেল্প সেন্টারে দিয়ে আসুম খেলবেন?
লিংক দিবো?
Challenge নেন দেখি কেমন লিজেন্ড হয়েছেন।
আর Trusted থাকলে শুধু Access আসে না।
মনে হয় সে নিজেই এটা আবিস্কার করে এখানে পোস্ট করেছে।
আবার বাংলা লেখাও ভুল ধরে!
ভাই আপনি কিসে পড়েন রে ভাই! আপনার পোস্টে যে কত ভুল আছে সেটা জানেন আপনি?
নিজেরে কি অনেক পাকনা মনে করেন নাকি?
সরকার যে পরিচয় সেবা বাহির করে সব প্রতিষ্ঠানকে দিছে এনআইডি ইন্সট্যান্ট যাচাই করার জন্য সেটা আপনি জানেন?
হয়তো ফেইসবুকও সেই এক্সেস নিয়ে নিবে।
আপনিতো অনেক আইডি হ্যাক করেছেন,
আসেন দেখি রিয়েল টাইমে একটা আইডি হ্যাক করে দেখান। আপনি বললে আমি আইডির লিংক দিবোনে
সহজে ট্রিকবিডিতে কমেন্ট করিনা।
বাট আপনার মত বা* পাকনার পোস্ট আর কমেন্ট দেখে কমেন্টটা না করে পারলামনা
মনে হয় সে নিজেই এটা আবিস্কার করে এখানে পোস্ট করেছে।
আবার বাংলা লেখাও ভুল ধরে!
ভাই আপনি কিসে পড়েন রে ভাই! আপনার পোস্টে যে কত ভুল আছে সেটা জানেন আপনি?
নিজেরে কি অনেক পাকনা মনে করেন নাকি?
সরকার যে পরিচয় সেবা বাহির করে সব প্রতিষ্ঠানকে দিছে এনআইডি ইন্সট্যান্ট যাচাই করার জন্য সেটা আপনি জানেন?
হয়তো ফেইসবুকও সেই এক্সেস নিয়ে নিবে।
আপনিতো অনেক আইডি হ্যাক করেছেন,
আসেন দেখি রিয়েল টাইমে একটা আইডি হ্যাক করে দেখান। আপনি বললে আমি আইডির লিংক দিবোনে
সহজে ট্রিকবিডিতে কমেন্ট করিনা।
বাট আপনার মত পাকনার পোস্ট আর কমেন্ট দেখে কমেন্টটা না করে পারলামনা
কিন্ত সব একাউন্টে Access Email বসে না।
আর Fake Documents বানানো তো দেখালেন না ভাই।
Notification Bar Changer ব্যবহার করে টাইম সেট করছেন,,,??
এখন একটা আইডি এক্সস দিতে কমপক্ষে ৬ ঘন্টা লাগে।
ইমেল এর টাইম মিলাও খোকা??
SpamBox এ এসএমএস আসার সাথে সাথে সস নিছো,, তারপর Notification Bar Changer ব্যবহার
করে পোস্ট করে এখন আমাকে অশিক্ষিত বলছো,,
অনেক আইডি হেকাইছি,,তোমার মতোন অশিক্ষিত যারা তারাই বলবে তিন মিনিটে আইডি এক্সেস নেয়া যায়।
কয়টা Access নিছেন সস দিয়েন??
আর Access নিতে পারলে পোস্ট করতেন এই রকম Contributor হয়ে পড়ে থাকতেন না, লেবেল এ আসেন?? লেভেল ছাড়া লোকজন এর সাথে কথা বলার রুচি নাই।
পড়ি। কোনো দিন পোস্ট করি নাই তাই বলে কিছু জানি না তা না। আমি আজকে যখন দেখলাম যে তিন মিনিটে আইডি হেক করা যায়। তাই কমেন্ট করার ইচ্ছে হলো,,তাই আমি আজকে ট্রিকবিডিতে আইডি লগইন করছি। আর ট্রিকবিডি এমন রোলস নাই যে কেউ কমেন্ট করতে পারবে না। আর কোনটা সত্য কোনটা মিথ্যা অইটা সবাই কমেন্ট করে যানাবেই। তাই বলে তুমি অশিক্ষিত বলবে এইটা ঠিক না।
তাহলে মানবো।
আর ডকুমেন্ট হিসেবে আমার নিজের রিয়েল NID দিয়ে.
.
http://chapabuzz.info/free/index.php
Pabo koi????
No email access/no phone access dekai kno?
ডকুমেন্ট কেম্নে বানাবো সেটা তো বলবেন প্লিজ?
প্লিজ পোস্ট দিব কিভাবে ফেক ডকুমেন্ট বানাবো যেটা ফেসবুক গ্রুহন করবে।
এসব ধান্দাবাজি পোস্ট দেখলে বিরক্ত হই সবাই।
আর ট্রিকবিডি রেখে বাকি পোস্টের জন্য অন্যসাইটে ক্লিক করতে বিব্রত লাগে।
এটি একটি বাজে পোস্ট , ট্রিকবিডি কে ছোট করার অপচেস্টা।
ধন্যবাদ।
একটা প্রশ্নের উত্তর দিবেন???
Recovery form ta এখন পরিবর্তন হয়েছে
এখন documents এর সাথে ফোন নাম্বার ও দিতে হবে,,
এখন কথা হলো এই ফোন নাম্বার টা কার দিবো?
আমার নাকি যার আইডি তার?
প্লিজ ব্ল্যাংক ডকুমেন্ট তৈরীর একটা ভিডিও পোস্ট দিন,,Picsart এর Clone Tool দিয়ে তো তৈরী করতে পারছিনা,,ক্লোন করতে গেলে জলছাপ, চিহ্ন সব উল্টাপাল্টা হয়ে যায়,,আর এতে ১০০% বুঝা যায় যে এটা ফেইক।
প্লিজ,, একটা পোস্ট দিন।
ভিডিও আপলোড দিয়ে কনটেন্ট সব মিলিয়ে গুছানো সম্ভব হবে বলে মনে হয় না।
আমি আসলে দেখতে চাই আপনি কীভাবে লেখা গুলো বসিয়েছিলেন যার ধরুন এত তাড়াতাড়ি ফেসবুক রিভিউ করলো
GMail : [email protected]
তাও সেয়ার করার জন্য ধন্যবাদ ৷?
এটা পুরুটা নির্ভর করবে ডকুমেন্ট এর উপর, , ,
যদি ডকুমেন্ট পারফেক্ট হয় , , আইডি এক্সেস দিবে সিওর , , ?
ey link e jawar por, sob id te email er option ta ashe na, kisu kisu id te email er option ashe.
soluation ki?
সোশ্যাল নেটওয়ার্ক লিংকঃ
https://social.trickred.com