বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক মাধ্যম হলো ফেসবুক। 
তবে এই ফেসবুকটা ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু মেগাবাইটের। 
আমরা অনেকেই আছি যারা এই মেগাবাইট গুলো সংগ্রহ করতে পারিনা। 
তারা অনেকেই খুঁজে বেড়াই যে কিভাবে ফেসবুকটা আমরা ফ্রিতে ব্যবহার করব? 
আসলে সত্যি কি ফেসবুক ফ্রিতে ব্যবহার করা যায় ?  
এটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে।  সন্দেহ থাকারই কথা কারনঃ ফেসবুক তৈরি করা হয়েছে ফ্রিতে নয় এটা একটা পেইড সার্ভিস ফ্রিতে কিভাবে ব্যবহার করব?  
সে বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব।  সে বিষয়টা নিয়েই মূলত আজকের এই পোস্টটি। 
আশাকরি আমি সকলকে সুন্দর ভাবে বোঝাতে পেরেছি পোষ্টের মাধ্যমে যারা এই পোস্টটি দেখে বুঝতে পারবেন নিচে আমি তাদের জন্য ভিডিও তৈরি করেছি।  
ভিডিওটি দেখতে পারেন আশা করি 100% বুঝে যাবেন,।

আসলে আপনারা সকলেই জানেন বাংলাদেশে অপেরটারদ্বারা আমরা যখন নতুন একটি ফেসবুক একাউন্ট তৈরি করি সাধারনত ওই অ্যাকাউন্টটা ব্যবহার করে আমরা 7 থেকে 15 দিন পর্যন্ত ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারব। 
এই সুযোগটি ব্যবহার করব। 
এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে তাহলে এত নাম্বার কোথায় পাবো ? 
ফেসবুক অ্যাকাউন্ট খুলতে তো নাম্বারের প্রয়োজন হয় আমাদের কাছে তো নাম্বার নাই তাহলে আমরা এতগুলো নাম্বার কোথায় পাবো?  
এটা একটা প্রশ্নের বিষয় আজকে আমি যে কাজটা করব ফেসবুকের সাথে একটু দুই নাম্বারি কাজ করব।  
মানে আমরা যখন ফেসবুক একাউন্ট খুলতে চাই তখন আমাদের কাছে একটা ইমেইল অথবা ফোন নাম্বার চাওয়া হয় আজকে আমরা কি করব আজকে আমরা ওইখানে ফোন নাম্বার দিব তবে ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার এখন ওই ফোন নাম্বারটাতে তো আমাদের ভেরিফাই লিংক যাবে ভেরিফাই কোড যাবে তাহলে সেটা কোথায় পাব এটাও একটা প্রশ্নের বিষয় তবে আমরা ওই নাম্বারটাই ভেরিফাই করব না।  
নাম্বারটা ভেরিফাই না করে কিভাবে একাউন্ট তৈরি হবে? 
  এটা একটা প্রশ্ন সেটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই কাজটা করার সময় কোন ভয় পাবেন না এটা কোন রিক্স নাই। 
এভাবে আপনি একটি ফোন দিয়েই হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর এই একাউন্ট গুলা দিয়ে আপনি ফেসবুকের যে কোন আইডির যেকোন প্রোফাইলের প্রত্যেকটা পিকচার দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। 
  তাহলে চলুন আর কথা নয় সরাসরি কাজে চলে যায়। 
সবার প্রথমে যে কোন একটা ব্রাউজার এ প্রবেশ করুন এরপর নিচের দেওয়া লিংকে ভিজিট করুন।Free.Facebook.Comএবার “Create an account” এ ক্লিক করুনআপনার সামনে একটা ফর্ম আছে সুন্দরভাবে পূরণ করে দিন৷ 
শুধুমাত্র ফোন নাম্বারের জায়গায় আপনি যে নাম্বারটা দিবেন সম্পূর্ণ ভুয়া নাম্বার দিবেন মানে নাম্বারটা থাকবে তবে এমন একটা নাম্বার দিবেন। 
যেটা আপনি চিনেন ও না এরকম একটা নাম্বার দিবেন। 
বাদবাকি প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ ঠিকভাবে দিয়ে সাইনআপ এ ক্লিক করে দিন।এবার দেখানো জায়গায় ক্লিক করে দিন।এখানে আপনার ফোন নাম্বারটা কে ভেরিফাই করতে বলা হচ্ছে কোন রকম ভয় না পেয়ে সামনে এগিয়ে যান।
কারণ আমরা আগেই বলেছি যে আমরা এই নাম্বারটা কি ভেরিফাই না করেই ফেসবুকটা ব্যবহার করব এজন্য নিচের দিকে “Setting and privacy” লেখায় ক্লিক করুন।আপনার ফেসবুকের সেটিং টি ওপেন হয়ে গেছে। 
আপনি ওই দিকে নজর না দিয়ে সরাসরি উপরের দিকে ফেসবুকের সার্চ দিয়ে আপনি যে একাউন্টের ছবিগুলো দেখতে চান সে একাউন্টের নাম লিখে সার্চ করুন।এইবার একাউন্ট বেছে নিন। 
আমি আমার একাউন্টে প্রবেশ করলাম আপনাদের কে দেখানোর জন্য।এইবার ঐ একাউন্টে প্রত্যেকটি ছবি দেখার জন্য “Timeline” লেখায় ক্লিক করুন।আমরা আগে জানতাম ফ্রী ফেসবুকের মাধ্যমে শুধুমাত্র প্রোফাইল পিকচারটা দেখা যায় 
তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে কভার ফটোও দেখা যাচ্ছে এখন আরো ছবি গুলো দেখতে নিচের দিকে এগিয়ে যান।দেখুন এই একাউন্টের প্রত্যেকটা পিকচার আপনি দেখতে পাচ্ছেন আমি 100% প্রমান সহকারে আপনাদেরকে এই পোস্টটিতে দেখিয়ে দিলাম। 
তাহলে ভাইয়ারা এই পোস্ট দেখার পরে আপনাদের কোন জায়গায় সমস্যা হয়েছে কি পোস্টে তাহলে এখনি নিচের ভিডিওটা দেখুন।


আশা করি সে সমস্যার সমাধান পাবেন যদিও সে সমস্যাটার সমাধান না পেয়ে থাকেন। 
তাহলে এখনি আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি কিছুক্ষণের মধ্যে রিপ্লাই আপনার সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। 
আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালোই লাগবে ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটি । 



হয়তো আমি ভালো করে ভিডিও তৈরি করতে পারিনা তবে যেটুকু পারি সেটুকু মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশাকরি সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 
আমি আমার চ্যানেলের লিংকটা দিয়ে দিলাম।
































25 thoughts on "আনলিমিটের ফ্রী ফেসবুকের সকল ছবি দেখুন সম্পূর্ণ ফ্রীতে।"

  1. Fahim Contributor says:
    Nice & Good Post.

    But এতোগুলো একাউন্ট খুলব শুধুমাত্র এই ছবি দেখার জন্য ?

    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Sorry Vai.
      Ami jetuku jani tai janalam.
      Ektu to upokar hobe
  2. Sadikur Rahman Author says:
    Great Post..
    But Without Create a New ID Can i See Picture in fb for Used Free ?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      No
    2. Sadikur Rahman Author says:
      Oh Yeah!
      Thanks For Share!
  3. Nazmul Huda Contributor says:
    Nice But Onno Kono Way Thakle Valo Hoto
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Hm
  4. Sarkar Contributor says:
    Abal baler post
  5. riad Contributor says:
    Pic deke ki hobe ?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Khaben.
  6. Uzzal Mahamud Pro Author says:
    এটা শুধু নতুন একাউন্ট এর জন্য পুরাত একাউন্টে ছবি দেখা যাবে না..????
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Na
  7. RK RAYHAN ✔ Contributor says:
    এটা কোন পোষ্ট,,??
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Dekhe ki mone hoi j khasir gosh
  8. jahid71 Contributor says:
    ভালো
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
  9. riad Contributor says:
    এইরকম আবুল মার্কা পোষ্ট বাদ দেন মিয়া
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      আসলে আপনাদের মতো মানুষকে রিপ্লাই দেওয়ায় উচিৎ না।
      আপনারা মূর্খ।
      এই কারণে কন্টিবিউটার আছেন।
      কাজ শুধু অন্যের পোস্টে বাজে মন্তব্য করা।
      আর কোনো কাজ নেই।
      নিজে তো কিছু জানেন না।
      অন্যকে জানাতেও দেন না।
  10. Dip Dey Contributor says:
    গুলি পোস্ট
  11. MD Shakib Hasan Contributor says:
    নতুন দের জন্য
  12. asmasagor Contributor says:
    খারাপ না মাঝে মাঝে এটা করাটাও জরুরী হয়ে যায়…ধন৽বাদ

Leave a Reply