আসসালামু আলাইকুম,

ফেসবুকের নিরাপত্তার এপিসোডে আপনাকে স্বাগতম।

প্রথমে জেনে নিন,

রিকভারি কোড কি?
ফেসবুকে আমরা 2FA ব্যাবহার করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করি। কিন্তু কখনো যদি 2FA এক্টিভ করা সিম অথবা 2FA এর গোপন কোড যদি হারিয়ে ফেলি তাহলে ফেসবুক আইডি ফেরত আনা মহা মুশকিল হয়ে পরে। এজন্য রিকভারি কোড সিস্টেম।
অর্থাৎ 2FA কোডের কাজ রিকভারি কোড দিয়ে সাময়িক ভাবে সম্পন্ন করতে পারবেন।

রিকভারি কোড ব্যাবহার:
রিকভারি কোড ব্যবহার করে আপনি 2FA কোড ছাড়াই আপনার আইডিতে এক্সেস নিতে পারবেন।
একবারে আপনি ১০ টি রিকভারি কোড পাবেন। এবং এগুলো একবার মাত্র ব্যাবহার করতে পারবেন।
মনে করুন আপনি ইমার্জেন্সি ফেসবুকে লগিন করবেন কিন্তু আপনি 2FA সিস্টেম কোনো কারনে ব্যাবহার করতে পারছেন না। তো এই মুহুর্তে আপনি 2FA কোডের স্থলে রিকভারি কোড ব্যাবহার করতে পারবেন। তবে এই ১০ টি কোডের মধ্যে যেই কোড টি ব্যাবহার করে ফেলেছেন সেটি পুনরায় ব্যাবহার করতে পারবেন না।

রিকভারি কোড কিভাবে পাবেন:
ধাপ ১: একাউন্টের 2FA নিরাপত্তা সিস্টেম চালু করুন।
ধাপ ২: লগিন করে Setting এ যান।
ধাপ ৩: Security And Login এ যান

ধাপ: ৪: Use Two-Factor Authentication এ ক্লিক করুন।

ধাপ ৫: Recovery Codes এর পাশে যে তিনটি ডট দেখছেন সেটায় ক্লিক করুন।


ধাপ ৬: Show codes এ ক্লিক করুন।

ধাপ ৭: এখন আপনি আট ডিজিটের ১০ টি কোড পাবেন।

এগুলো নিরাপদে সংরক্ষন করুন। আপনার যখন প্রয়োজন হবে তখন ব্যাবহার করবেন। যদি আপনার এই সবগুলো কোড ব্যাবহার করা হয়ে যায় অথবা কোনো কারনে নতুন কোড লাগে তাহলে নতুন কোড পাওয়ার জন্য Get New Codes এ ক্লিক করুন।

বি:দ্র: যারা 2FA অপশন চালু করতে পারেন না তারা ট্রিকবিডির ফেসবুকে 2FA অপশন চালু সম্পর্কিত পোস্ট অনুসরণ করুন।

সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

20 thoughts on "[?হট]?ফেসবুক রিকভারি কোড। নিরাপত্তার আরেকটি ধাপ। ফেসবুক ব্যাবহারকারীরা সবাই দেখবেন।"

    1. হামিম Contributor Post Creator says:
      জাজাকাল্লাহ ব্রাদার ?
  1. Neel Contributor says:
    Tnx bro
    1. হামিম Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. Hasib Contributor says:
    ✌✌✌✌
    1. হামিম Contributor Post Creator says:
      ✌✌
  3. Ri Ad Contributor says:
    ei ta keda na jane………….?????
    1. হামিম Contributor Post Creator says:
      যে না জানে তার জন্য ?
    2. Ri Ad Contributor says:
      ohhhhhhhhhhhhhhhh
  4. Dip Dey Contributor says:
    Hmm.Jani Anyway Good Post
    1. হামিম Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই
  5. MosTofaEisha Contributor says:
    এগুলো তো অনেক আগে থেকেই জানি
  6. Raihan1122 Contributor says:
    ata ki vabe kaj kore
  7. Abul kalam Azad Contributor says:
    Vai..ami to calu korechilam…kintu akhon ar sms a code astisa na…tay id te login korti parchi na…keu aktu help koren
  8. sagor786 Contributor says:
    bro ami phn restart dawer pore fb te login korle fb approve code asce na sim e. onek bar try korce bt code asce na.apni ki ektu help korte parben?

Leave a Reply