আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও গুলো সবথেকে সহয উপায়ে মাত্র এক ক্লিকে ডাউনলোড করে ফেলবেন। মূলত এর আগে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য এর থেকে সহয উপায় কেউ শেয়ার করেছে বলে মনে হয়না। সো আর দেড়ি না করে চলুন জেনে নিয়া যাক সেই সহয উপায়টি কি….

নোটঃ এই কাজটি করতে হলে অবশ্যই আপনার ফোনে টেলিগ্রাম অ্যাপটি থাকতে হবে। আশা করি সাইটের ৮০% মানুষের ফোনেই টেলিগ্রাম আছে। যাদের নাই তারা ডাউনলোড করে নিবেন।

  • সো প্রথমেই আপনারা যে ভিডিওটি ডাউনলোড করবেন তার লিংকটি কপি করে নিন।

  • তারপর টেলিগ্রাম অ্যাপটি অপেন করে নিন এবং সার্চ করুন Facebook Downloader লিখে। সবার প্রথমে যে বোটটি পাবেন সেটাতে ক্লিক করুন।

  • Start বাটনে ক্লিক করুন।

  • তারপর ভিডিওর লিংকটি সেন্ড করে দিন।

  • ব্যাস সাথেসাথে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

সো আশা করছি আজকের ট্রিকটি আপনাদের ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া বুঝার জন্য নিচের ভিডিও টিউটোরিয়ালটি তো আছেই। সো না বুঝলে ভিডিওটিও দেখে নিতে পারেন।

ভিডিও টিউটোরিয়াল


আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

এরকম আরো টেক রিলেটেড হেল্প এবং আপডেট সবার আগে পেতে গ্রুপে জয়েন হতে পারেন।



35 thoughts on "টেলিগ্রাম দিয়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করুন এক ক্লিকে | Telegram Bangla Tutorial"

  1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
    যারা না বুঝবেন তারা ভিডিওটা দেখে নিন। আর কেউ প্লিজ হেল্প করুন কিভাবে ভিডিও ইম্ভেড করবো পোষ্টে? আমি যেভাবেই করিনা কেন ইম্ভেড হচ্ছেনা। প্লিজ হেল্প
    ভিডিওঃ https://youtu.be/I1CHNgCoSfQ
  2. Avatar photo jahid71 Contributor says:
    টেলিগ্রাম বটের লিংক দেন।সার্চ করে পাইনাই
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      @facedlldownloaderbot

      সার্চ দিন এটা লেখে।

    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      @facedlldownloaderbot

      এটা লেখে সার্চ দিন।

  3. Avatar photo jibon roy Author says:
    video dekhte mb lagbe na…?
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      লিংক সেন্ড করার পর যখন ভিডিওটা টেলিগ্রাম বোটে শো করবে তারপর আপনি ডাটা অফ করে ভিডিওটা দেখতে পারবেন। সব ভিডিও হবে কিনা বা সবার ফোনে হবে কিনা জানিনা। আমার ফোনে হয়ছে সেটা আমি প্রুভ দিয়ে দিসি। আর তাছাড়া ফেসবুকের ভিডিও ইজিলি এতো সহযে ডাউনলোড করার উপায় আর কেউ দেথাতে পারবে বলে আমার মনে হয়না।
  4. k bolse phone er storage beche jabe? janen kisu
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      ভাই আমার ফোনে আমি ট্রাই করার পর যেটা নিজে বুঝছি সেটাই বলছি & শেয়ার করছি। বাকিটা আপনার ফোনে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি নিজে বুঝবেন। সেটা তো আর আমার করার কিছু না। আমার ফোনে এমবি লাগে নাই সো আমি বলছি যে ফোনের স্টোরেজ বেচে যাবে। ভুল কিছু তো আর বলিনি।চাইলে আপনাকে ফেসবুকে ভিডিও প্রুভও দিতে পারবো যে ফোনের স্টোরেজ বেচে গেছে। আর বেচে যাবার কারন হচ্ছে আমি যেহেতু পরে সেটা অফলাইনে দেখতে পারবো সেহেতু ভিডিওটা গ্যালারিতে সেব করার দরকার কি। সেহেতু স্টোরেজ বেচে যাবে আশা করি বুঝতে পারছেন।
    2. আপনার অ্যাপ catch বা junk file সম্পর্কে ধারনা নাই।আপনার টেলিগ্রাম অ্যাপ এর সেটিং এ গিয়ে data storage than storage usage এ ক্লিক করেন।তারপর বসে একটু পানি খান চাইলে নিজেকে ২টা থাপ্পড় মারতে পারেন ধন্যবাদ।আশা করি পরেরবার পোস্ট করার আগে সেই বিষয় নিয়ে জেনে নিবেন।
    3. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      ভাইরে ভিডিওটা ফোনে কোনো ফোল্ডারেই খুজে পাইনি + আমার ফোনের স্টোরেজ যতোটুকু যাওয়ার ততোটুকু যায় নি। সো কেমনে কি বোঝাবো সেটা নিজেই বলেন। হয়তো আপনি ঠিক বাট আমার ক্ষেত্রে সেটা হচ্ছেনা। সো বাকিটা নিজেই নিজেরে বুঝান। দরকার পড়লে কিছু ঢেলে দিয়ে দেখেন বুঝতে পারেন কিনা।
    4. “মূর্খদের বুঝাতে যাবেন না তারা দুগ্ধ শিশু”– ইয়ান বোথাম
  5. King Bad Boy??? Contributor says:
    eita free hoy kmne kew amk bujhan ?
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      বলেই দিসি প্রথম কমেন্টে। হয়তো আপনার একটু মেনটালিটি প্রব তাই প্রথম কমেন্ট দেখেও আবার এটা বলতেছেন। আর যেখানে এক এমবি দিয়ে ১জিবির কাজ চালানো যায় সেটাকে ফ্রি না বলে পেইড বলা টা খুব বেশি একটি যুক্তি সংগত দেখায় না। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের একটা মুভি আছে নাম হয়তো পাগল সেই মুভিটা দেখুন। ধন্যবাদ
    2. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      আর তাছাড়া ফেসবুকের ভিডিও যে এতো ইজি ডাউনলোড করা যাচ্ছে সেটা আপনি বুঝলেন না। আপনি কি ভুল ধরতেছেন ফ্রি কেমনে? আসলে বাঙ্গালি তো এজন্যই এই অবস্থা।
  6. HASIBUL420 Contributor says:
    vai er video mone hoy offline e mongol grohe save kore rakhe . tai bolse phone er storage o beche jabe?. amra to ar rakhte pari na tai storage o bache na…??
  7. HASIBUL420 Contributor says:
    vai er video mone hoy offline e mongol grohe save kore rakhe . tai bolse phone er storage o beche jabe?. amra to ar rakhte pari na tai storage o bache na…??
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      আমার ভিডিও মঙ্গল গ্রহেই হয়তো সেব হয়ে থাকে। বিকজ আমার স্টোরেজ খাই নাই। চাইলে লাইভ প্রুভ দিতে পারি।
    2. HASIBUL420 Contributor says:
      dile vhalo hoy..??
  8. Avatar photo Rakib ahammed Contributor says:
    আরে কি মিয়া কি হইল বুজলাম না।
    সবকিছু করলাম এখন ভিডিও দেখব ডাটা অফ করছি।
    এখন আর হয় না।
    ফাইজলামি করেন এই বুটে লোক এড করানোর জন্য।
    এই বুট আপনার আপনি বুট মেইক করার টিউটোরিয়াল দিছিলেন আর আপনি আপনার বুটে বেশি লোক এড করার জন্য এই ফেইক পোস্ট।
    (Reported)
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      হো ভাই। বোট তো আমার। আমি বোট বানাইছি ঐটা। আমার বোটে লোক বাড়ানোর জন্যই মূলত আমি পোষ্টটা করছি। বাই দ্যা ওয়ে আপনার এলাকায় মনে হয় গাজার দাম একটু কম এজন্যই অল্প বয়সে গাজা খাওয়া ধরছেন। বিকজ এই বোটটা আরো ৮ মাস আগের। বাট আমি টেলিগ্রাম একাউন্টই খুলছি ২/৩মাস হলো। সো মাথার থেকে পিনিক টা আগে সরান তারপর কমেন্ট করবেন। ধন্যবাদ
    2. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      আর চোখের মধ্যেই কি ইয়াবা ডাইলা রাখে দিসেন নাকি? বোট অপেন করলেই তো লেখা উঠে যে ঐটা কার বোড কার কি। সেটা কি দেখেন নাই নাকি ইয়াবা নিয়া বিজি ছিলেন? যত্তরসব।
  9. Avatar photo Rakib ahammed Contributor says:
    পোস্টের টাইটেলে একটা বলছেন
    পোস্টে লিখছেন আরকটা
    এটা আবার কেমনে ফ্রি হল।
    টাইটেল ঠিক করেন।
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      টেলিগ্রাম দিয়ে ফ্রিতেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করুন – এক ক্লিকে ডাউনলোড হবে যেকোনো ভিডিও | Telegram Bangla Tutorial টাইটেল এটা। এক ক্লিকে ডাউসলোড হচ্ছে তো তাইনা? সো টাইটেল ঠিকই আছে। আর প্রথমে যে লেখা ফ্রি সেটার কারন মানুষের আর্কষন বাড়ানোর জন্য যেমনটা আপনি আপনার চ্যানেলে করে থাকেন ফ্রি রিচার্জ যতোখুশি ততো & ফ্রি রিচার্জ নিয়ে আজ আপনি বড়লোক্সও হয়ে গেছেন।জোসসসস
  10. Ripon Paul Contributor says:
    পুরা ফালতু ভিডিও। ডাউনলোড করতে গেলে ভিডিওর সাইজ অনুযায়ী mb খরচ হয়।
  11. Avatar photo Oryhn Rayhan Contributor says:
    ব্যাবহার এর জন্ন Report দিলাম
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      জি স্বাভাবিক ভাবে দিতেই পারেন। বাট আমি কোনোদিন কাউকে আগে থেকে খারাপ কিছু বলিনা। বাট আমাকে কেউ বিনা অপরাধে বিনা দোশে খারাপ কিছু বললে সেক্ষেত্রেও ছাড় দেইনা। সেটা নিজের ফ্যামিলির মানুষ হোক বা যে কেউই হোক না কেন আই ডনট কেয়ার।
  12. Sajid Contributor says:
    গাধা মার্কা পোস্ট
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      যেহেতু এক ক্লিকে ইজিলি ডাউনলোড করা যাবে সেহেতু এটা গাধা মার্কা পোষ্ট। যদি SaveFrom সাইট নিয়ে পোষ্ট করা হতো সেক্ষেত্রে সেটা জিনিয়াস টাইপের পোষ্ট হতো।
  13. Avatar photo Rakib ahammed Contributor says:
    ????
    হ ভাই ভালা চালাইয়া যাইন।
    এভাবে পোস্ট করেন।
    আপনি trickbd তে সিলেব্রিট হতে পারবে।
    ?????
    সবাই কমেন্টে ভালোই বলতেছে।
    জোসস
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      মানুষ কি বললো না বললো ঐডা দেইখা আমার কি কোনো লাভ আছে? মানুষের যেডা ইচ্ছা বলুক। তাতে আমার কি যায় আসে। সালমান মুক্তাদিররেও মানুষ কিছুদিন আগে দেখতে পারে নাই। বাট তাতে কি তার *** হয়ছে।তার কোনো প্রব হয়নি। সো আমার পোষ্টে এরা খারাপ কমেন্ট করলে করুক। তাতে আমার কিছু যায় আসেনা।
  14. Avatar photo Rakib ahammed Contributor says:
    hmm আপনি বড় হইতে পারবেন
  15. Ripon Paul Contributor says:
    পুরা ফালতু ভিডিও। ডাউনলোড করতে গেলে ভিডিওর সাইজ অনুযায়ী mb খরচ হয় ?

Leave a Reply