আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ। সবাই কেমন আছেন।

২০১৯ সাল তো Dark Mode এর সাল। সবকিছু্তেই Dark Mode চাই। আমরা অধিকাংশ মানুষই মোবাইলে ফেসবুক ব্যবহার করি। ফেসবুকের সাদা ক্রিন চোখকে ক্ষতি করে এবং মোবাইলের ব্যাটারি খরচও বেশি হয়।  Mi 6 Pro মোবাইল ব্যবহার করি। এটিতে অধিকাংশ সেটিংস ই ডার্ক মোড রূপান্তরিত করতে পেরেছি। আজ আমি দেখাব কিভাবে ফেসবুক কে কিভাবে Dark Mode রূপান্তরিত করতে পারবেন। ফেসবুকে ডার্ক মোডটি আসতে অনেক সময় লাগছে, তবে অবশেষে এটি আসতে শুরু করেছে।

আপনি ডেস্কটপে ফেসবুক দেখার সময় আপনাকে Google Chrome ব্রাউজারে এটি প্রয়োগ করতে পারবেন। কিন্তু আজ আমি মোবাইলে ব্যবহার করার পদ্ধতি দেখাবো। সেদিন খুব বেশি দূরে নয়, অফিশিয়ালি ভাবে ফেসবুক Dark Mode সবার কাছে পৌঁছে যাবে। অপেক্ষায় থাকুন।

পদ্ধতি:

প্রথমে আপনার কাছে Chrome এর সর্বশেষতম সংস্করণ রয়েছে তা নিশ্চিত হোন।

এজন্য মোবাইলে Chrome ব্রাউজার গিয়ে সবার উপরে ডানদিকে 3 dot এ চাপ দিন। তারপর settings এ যান, তারপর about Chrome এ যান। নিশ্চিত হয়ে নিন আপনার  Chrome browser টি বর্তমান আপডেট রয়েছে।

 

 

আমার মোবাইলে Chrome browser টি বর্তমানে 77.0.3865.116 তে আপডেট রয়েছে। আপনাদের যদি কারো 78 ভার্সন থাকে, তাহলে কষ্ট করে সেটিংস পরিবর্তন করতে হবে না। আর যদি 78 ভার্সন না পান, তাহলে Google Chrome কে Dark Mode এ রূপান্তরিত করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

Google Chrome এ গিয়ে সার্চ বারে লিখুন

chrome://flags/

Search flags এ লিখুন Dark Mode।

তিনটি অপশন পাবেন।

তিনটি অপশন ই Default করা রয়েছে।

নিচ থেকে প্রথমে

Security interstitials dark mode টি Enabled করে দিন।

তারপর Relaunch Now এ ক্লিক করুন।

এরপর Android Chrome UI dark mode টি একই পদ্ধতিতে  Enabled করে দিন ও Relaunch Now এ ক্লিক করুন।

সবশেষে Android web contents dark mode টি একই পদ্ধতিতে  Enabled করে ও Relaunch Now এ ক্লিক করুন।

দেখুন আপনার Google Chrome browser টি Dark Mode এ রূপান্তরিত হয়ে গেছে। ??

পরীক্ষা করার জন্য 3 ডটে গিয়ে সেটিংস অপশনে যান, দেখুন এবার Theme অপশনটি দেখা যাচ্ছে।

 

এইবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে Dark Mode এ দেখার জন্য ব্রাউজার টি প্রস্তুত হয়েছে।

এখন আপনাকে আর কিছুই করতে হবে না। শুধুমাত্র ফেসবুক একাউন্ট টি তে Login করুন, দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডার্ক মোড এ রূপান্তরিত হয়ে গেছে।

বুঝতে সমস্যা মনে হলে ভিডিও দেখবেন

সবাই ভালো থাকবেন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ইনশাআল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করবো।

18 thoughts on "কিভাবে ফেসবুক কে Dark Mode এ দেখবেন কোন ধরনের অ্যাপস্ ছাড়া এড্রোয়েড মোবাইলে!"

  1. Loriex Author says:
    Google Chrome niye amr already post ase…so post delete korun
    1. Nurul Islam Author Post Creator says:
      আমিতো গুগল ক্রোম নিয়ে পোস্ট করিনি ভাই!
    2. Sakibur Rahman Contributor says:
      তাহলে এখন কী প্রত্যেকটা আলাদা আলাদা সাইটের ডার্ক মুড নিয়ে আলাদা আলাদা পোষ্ট করবেন নাকী??
    1. Nurul Islam Author Post Creator says:
      Thanks vi
  2. AlifHasan71 Contributor says:
    Already post ache erokom.. delet koren ata
    1. Nurul Islam Author Post Creator says:
      কোন পোস্ট, লিংক দিন
    2. AlifHasan71 Contributor says:
      null

      বিস্তারিত=> https://trickbd.com/android-tips/619720

  3. Sakibur Rahman Contributor says:
    করলে কাজের পোষ্ট করেন।
    এরকম একটা একটা সাইটের নাম দিয়ে ডার্ক এর পোষ্ট দিয়ে পরিবেশটা নষ্ট কইরেন না।
    গতকালই দেখলাম গুগল ক্রোমের ডার্ক মূড নিয়ে পোষ্ট, সো, আজকে এই গুগল ক্রোম থেকে ফেসবুকের ডার্ক করার কোন মানেই হয়না।
    1. Nurul Islam Author Post Creator says:
      গতকালের পোষ্টের সঙ্গে, আমার পোস্ট কোনো মিল খুঁজে পেয়েছেন কি? কিংবা কপি-পেস্ট করা হয়েছে কি? পোস্ট রিলেটেড কোন কিছু জানার থাকলে প্রশ্ন করুন? ইনশাআল্লাহ উত্তরেই বুঝতে পারবেন!
    2. Sakibur Rahman Contributor says:
      মিল অমিলের কথা বললে আপনাকেই মানুষ আবাল বলবে।
      আমি কী বুঝাতে চাচ্ছি আপনি তা ভালোই বুঝতে পারছেন,তাই আর গলাবাজী না করে পারলে নিজের ভুলটা সুধরে নিতে শিখেন। তা না হলে লোকেদের গালাগাল খেতে রেডি থাকেন।
      আর আপনি যদি গতকালের পোষ্টের সাথে এটার মিল খুজে নাই পান তাহলে বাকীরা যারা কমেন্ট করেছে তারা কী ভিত্তিহীন কমেন্ট করলো।

      থাক বাদ দেন আপনার কথা,যে বোঝার সে এক কথায় বোঝে কিন্তু আপনি বুঝবার লোক নন।
      #আবাল?

  4. Loriex Author says:
    আমার পোস্ট এর সাথে সম্পূর্ণ মিল ।আমি দেখাছি কিভাবে গুগল ক্রোম কিভাবে ডার্ক করা যায় এখানে আপনিও দেখাইছেন । স্কিনশট এক‌ই
    1. Nurul Islam Author Post Creator says:
      https://trickbd.com/technology-updates/584940

      উপরের লিংকটি দেখুন, আমি 6 মাস আগে থেকেই ক্রোম ডার্ক মোড ব্যবহার করছি। গুগল ক্রোমে দেখতে পারেন সব সাইট ডার্ক হয়নি ফেসবুকে যখন ডার্ক মোড এ কাজ করছে, তখনই আমি পোস্ট করেছি। আপনার পদ্ধতির সাথে আমার পদ্ধতি কিন্তু পুরোপুরি মিল নেই, সবাইকে সুযোগ দেওয়া উচিত ভাই। ?

  5. RMS ABUBOKOR Contributor says:
    তাহলে এখন কী প্রত্যেকটা আলাদা আলাদা সাইটের ডার্ক মুড নিয়ে আলাদা আলাদা পোষ্ট করবেন নাকী?? আবাল xoda
  6. oni136901 Contributor says:
    কোন দেশি আবুল ভাই??

Leave a Reply