Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » খুব সহজে ফেসবুক ফ্রেম create করুন এবং Try it আপশন এড করুন [A to Z] ( must see)

খুব সহজে ফেসবুক ফ্রেম create করুন এবং Try it আপশন এড করুন [A to Z] ( must see)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমদে বেশ ভালোই আছেন। আমি আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা ফেসবুকে নিজের তৈরি করা ফ্রেম আপলোড দিতে পারবেন। ফেসবুক প্রোফাইলে আমরা প্রায় সময় ই বিভিন্ন ধরনের ফ্রেম ব্যাবহার করি। কিন্তু সেই ফ্রেম গুলো অন্য কেউ তৈরি করে ফেসবুকে আপলোড করে দিয়ে থাকে।আপনারা হয়তো কখনো একবার হলেও ভেবেছেন যে এই ফ্রেম কিভাবে কাজ করে অথবা কিভাবে এই ফেসবুকে আপলোড করদে হয়। তো আজকে আমি আপনাদের সামনে এমন টিউটোরিয়াল নিয়ে হাজির যার মাধ্যমে আপনারা ফেসবুকে নিজের ফ্রেম আপলোড দিতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক —


প্রথমেই আমরা আমাদের এনড্রয়েড থেকে যেকোনো ভালো ফটো এডিটর ওপেন করে নিবো।এক্ষেত্রে আমি Pixel Lab ব্যাবহার করছি।
প্রথমে আমাদের 1024 width এবং 1024 height এর প্রজেক্ট খুলে নিতে হবে।

এবার ছবিটিকে আমাদের transparent করে নিতে হবে।

এবার আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ছবিটাকে ভালোভাবে এডিট করে ফেলুন যেভাবে একটি ফ্রেমের এডিট করা হয়ে থাকে।
আমি আমার মনমতো একটি ডিজাইন এখানে দেখালাম।

ছবিটি এডিট হয়ে গেলে তা আপনার গ্যালারি তে সেভ করে নিন।

এবার এই লিংকে ক্লিক করুন।


Click_here

লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটি ওয়েবপেইজ এ নিয়ে আসা হবে-
এখানে Create a frame এ ক্লিক করো।

একটু নিচে স্ক্রল করে আসলেই দেখবে Create frame নামে একটা বাটন দেয়া আছে। তাতে ক্লিক করুন।

এবার Get started এ ক্লিক করো।

এবার Upload art এ ক্লিক করো।

এবার আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে। প্রথমে যে ফটো এডিটর দিয়ে আমরা একটি ফ্রেম তৈরি করেছিলাম তা সিলেক্ট করে আপলোড করে দিতে হবে।

ছবিটি আপলোড হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।

এবার প্রথম বক্সে আপনার ফ্রেম এর নাম দিন। যেহেতু আমি TipsJano24.com এর ফ্রেম তৈরি করেছি তাই এখানে নাম হিসাবে আমি TipsJano24.com দিয়ে দিলাম।এবং পরবর্তী কিওয়ার্ড বক্সে আমাদের কিছু রিলেটেড ট্যাগলাইন দিতে হবে। যেমন আমি TipsJano এর কিছু ট্যাগলাইন দিবো। এখানে এমন কিছু ট্যাগলাইন দিতে হবে যাতে লোকেরা সহজেই সার্চ করে আমার ফ্রেম টি পেতে পারে।
যেমন – TipsJano,TipsJano24,TipsJano24.com,TipsJano frame ইত্যাদি…।।
কিওয়ার্ড দেয়া হলে Next বাটনে ক্লিক করতে হবে।

এবার Publish লেখাতে ক্লিক দিলে আমাদের ফ্রেম টি সফলভাবে আপলোড হয়ে যাবে।

এখানে আবারো Ok বাটনে ক্লিক করে দিবেন।

এবার Done এ ক্লিক করুন।

এখানে আপনি আপনার ফ্রেম এর আপলোড অবস্হা দেখতে পারবেন। সাধারণত ফ্রেম আপলোড দেয়ার সাথে সাথেই তা এপ্রুভ করা হয়ে থাকে। তবে অন্য কারোর ফ্রেম নিজে কপি করলে বা কোনো কপিরাইট ছবি নিয়ে ফ্রেম তৈরি করলে তা ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিবে অথবা ফ্রেম Pending এ রেখে দিবে।

এভাবেই আপনারা আপনাদের নিজস্ব ফ্রেম তৈরি করে তা ফেসবুকে আপলোড দিতে পারবেন।
ফেসবুক ফ্রেম কিভাবে প্রোফাইলে সেট করতে হয় তা নিশ্চই সবার জানা আছে?
— তাহলে ভালো থাকুন সবাই…ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো post এ। —

5 years ago (Jan 27, 2020)

About Author (3)

Atikur Rahman Joy
contributor

Legen Carried

Trickbd Official Telegram

13 responses to “খুব সহজে ফেসবুক ফ্রেম create করুন এবং Try it আপশন এড করুন [A to Z] ( must see)”

  1. স্বপ্ন Author says:

    Ai topic niya already onek post ace vai

  2. Mehedi+Hasan Contributor says:

    Chorome browser deya download dela speed 70-80 kbr upor uthe na kno kau bolte parben…
    Wifi use kori….

  3. jahid71 Contributor says:

    নিচে TipsJano এর লিংক দিলেন না?

  4. BigBoss Contributor says:

    photo edit er jonne kon app use korsen?? আমার ত গ্যালারিতে সেভ করলে সবটা ব্ল্যাক হয়ে যায়

  5. Farhan Contributor says:

    Apni tipsjano theke sto copy kortecen kno??
    1st amar post copy korlen,,
    Credit dilen na…akhn arekjon er post copy korlen,,
    Credit dilen na…
    Ata je copy post tar proman pawa jabe ei link a gele…–>https://tipsjano24.com/facebok-tricks/20482/

  6. Tasrif24 Contributor says:

    1024 *1024 size dile majkhane ashe

Leave a Reply

Switch To Desktop Version