হ্যালো বন্ধুরা,

কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম।যে কিভাবে আপনি আপনার জিপি সিমে Free MB অথবা ফ্রি SMS নিতে পারেন ।না দেখে থাকলে এখানে ক্লিক করে দেখে নিন।

আজ আমি ফেসবুক এর নতুন আপডেট ও রক্তদান নিয়ে বলবো‌।আসুন রক্তদান সম্পর্কে কিছু তথ্য জেনে নিই প্রথমে।

রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়।

উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে, আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বলতা অনুভব করেন।
তথ্য সূত্র: উইকিপিডিয়া

ফেসবুক যদি আপনার আপডেট করা থাকে তবে আপনি ফেসবুক এ্যাপে প্রবেশ করে ডান সাইটের একদম উপরের কর্নার এর ৩ ডট এ ক্লিক করুন।

এইরকম দেখতে পারবেন।এখানে Blood Donation নামে একটি অপশন দেখতে পাবেন।


এখানে দেখতে পারবেন সব ধরনের রক্ত ডোনেটোর পাবেন।আপনি রক্ত দিতে পারবেন।আবার Sign UP করার মাধ্যমে এর সদস্য হয়ে আপনি রক্ত নিতেও পারবেন।


স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয় অথবা অনেক সময় কোনো দূর্ঘটনায় ঘটলে আমাদের রক্তের প্রয়োজন হয়‌। জরুরী ভিত্তিতে তখন রক্ত না পেলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়।নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী

8 thoughts on "[Hot Post]ফেসবুক এর নতুন আপডেট এ জরুরী ভিত্তিতে রক্ত? পেতে পারেন খুব শীঘ্রই![বিস্তারিত পোস্ট]"

    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?
  1. Islam Contributor says:
    Akhane blood ar jonno post korvo kibave
    1. Loriex Author Post Creator says:
      You need to Sign UP first
  2. Forhad Rahman Author says:
    Good post, after a long time, in TrickBD 🙂
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?

Leave a Reply