অনেকদিন ধরে একটা বেপার খেয়াল করেছিলাম অনেকে কমেন্টস করছেন যে নতুন ফেসবুক আইডি খোলার সাথে সাথে ব্লক হয়ে যাচ্ছে। শুধু একজন না অনেক অনেক কমেন্ট দেখেছি আজ আমি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করব যে কেন আসলে নতুন আইডিগুলো ব্লক হচ্ছে আর এর সমাধানই বা কি?
নতুন আইডি খোলার সাথে সাথে ব্লক কেন হচ্ছে?
খেয়াল করে দেখুন তো কেও নতুন মোবাইল কেনার পরে বা যার এফ বি একাউন্ট নেই নতুন আইডি খুলেছে তার কিন্তু এমন হচ্ছে না। তবে আপনার এমন কেন হচ্ছে? কারন আপনার ব্রাউজারে বা ফেসবুকে এপে অলরেডি কয়েকটা আইডি খোলা আছে বা এক এর অধিক আইডি আছে আপনার। মূল কথা হচ্ছে আপনার ব্রাউজার বা ফেসবুক এপে থাকা আইডি গুলো লাইন বাই লাইন থাকে আর আপনার যখন যেটায় ইচ্ছা হুট করে ঢুকে পরেন আবার বের হয়ে যান এভাবে পরিবর্তন করেন এতে করে ফেসবুক বুঝে যে একই ডিভাইস থেকে এত গুলো আইডিতে লগিন করা হচ্ছে । তখন আপনার নতুন আইডি গুলো ডিজেবল করে দেয়৷
তাহলে কি করলে নতুন আইডি ডিজেবল হবে না?
আমরা সব সময় সহজ পথ খুঁজি তাই আসলে আমাদের সমস্যা গুলো হয়। জাই হোক আপনাকে যে উপায় বলব তাতে আপনার যে কয়টি আইডিই হোক না কেন নিরাপদ থাকবে তো চলুন শুরু করি।
প্রথমে আপনার মেইন আইডি ছাড়া একই ব্রাউজারে বা ফেসবুক এপে একাধিক আইডি থাকলে সেগুলো রিমুভ করে দিন।
১. ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন
২. এবার Newincognito tab এ ক্লিক করে একটি ট্যাব ওপেন করুন এখন ফেসবুকে চলে জান
৩. ফেসবুকে লগিন করুন বা নতুন আইডি খুলুন আপনার ইচ্ছা এখন আর আইডি ডিজেবল হবে না।
৪. নতুন আইডি খোলার পর বা অন্য আইডি লগিন করার পরে কাজ শেষ হলে লগআউট দিয়েই সরাসরি আবার অন্য আইডি এড করবেন না বা নতুন আইডি খুলবেন না। আপনি যে ট্যাবে আছেন ওই ট্যাবটি কেটে দিন।
৫. এবং নতুন করে আবার স্টেপ ২ এর মত new incognito tab ওপেন করে অন্য আইডিতে লগিন করুন বা নতুন আইডি খুলুন আপনার ইচ্ছা।
হতে পারে প্রত্যেকবার নতুন করে ট্যাব খুলে ফেসবুকে লগিন করতে হয় এটা ঝামেলা। কিন্তু আইডি ডিজেবল হওয়া থেকে বাচতে এটাই সহজ। (যাদের অনেক বেশি আইডির দরকার হয় বা নতুন আইডি খুলতে হয় তাদের জন্য অনেক কার্যকরী)
আমার ওয়েবসাইট – www.mohinbd24.com
ফেসবুক –Facebook
যতই অ্যাপ এর ডাটা ক্লিয়ার বা কাহিনী করেন না কেন… কারণ ফেসবুক বলে দিতে পারে আপনার ফোন দিয়ে কি কি কর্ম করেছেন গত কয়েকদিন..
Fb lite use kore dekte paren ?