আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন! কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল পোস্টে।।

আজকে আমি ফেসবুক এর কীবোর্ড শর্টকাট কী গুলো এবং তাদের কাজ আপনাদের জানাব। এতে করে ফেসবুক ব্যাবহার করার সময় আপনার সময় অপচয় কম হবে। ফেসবুক এর অনেক এরিয়াতে যেতে সময় লাগে অথবা আপনার ইন্টারনেট এর স্পীড খুব কম তখন আপনি এই পদ্ধতি ব্যাবহার করে খুব সহজ এ কাজটি করে নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী বোর্ড এর শর্টকাট কী গুলোঃ

Alt+1– এই কী টি ব্যাবহার করে আপনি খুব সহজ এ হোম মেনু তে আসতে পারবেন।

Alt+2 –  এই কী ব্যাবহার করে আপনি খুব সহজ এ আপনার ওয়াল এ যেতে পারবেন।

Alt+3 – এই কী চাপলে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট লিস্ট দেখাবে।

Alt+4- এটি আপনাকে মেসেজ লিস্ট দেখাবে।

Alt+5- এটি আপনাকে নোটিফিকেশান দেখাবে।

Alt+6- এটি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সেটিং দেখাবে।

Alt+7- এই কী আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিং এ যেতে সাহায্য করবে।

Alt+8- এই কী ব্যাবহার করে আপনি গ্রুপ লিস্ট দেখতে পারবেন।

Alt+9- এই কী আপনাদের ফেসবুক এর নিয়ম ও নীতিমালা উপস্থাপন করবে।

Alt+0- এটি আপনাদের ফেসবুক এর হেল্প সেন্টার এ নিয়ে যাবে।

Alt+m- এই কি এর সাহায্যে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন।

Alt+? – এই বাটন চাপার সাথে সাথে আপনার মাউস কোর্সর সার্চ ফিল্ড এ চলে যাবে।

তো এই গুলো ছিল আমার জানা ফেসবুক এর শর্টকাট কী। আরও অনেক ধরনের শর্ট কাট কী থাকতে পারে যা আমি জানি না। জানলে অবশ্যই আপনাদের জানাব।

[কোন কারণে তাদের শর্ট কাট কিগুলো পরিবর্তন করে এর জন্য আমি দায়ী নয়]

এবার কাজের কথাই আসি উপরের দেওয়া সব কী গুলো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করবে। যদি আপনি মোজিলা ফায়ার ফক্স ব্যাবহার করে থাকেন তাহলে দয়া করে সব গুলো কী ব্যাবহার করা পূর্বে  shift বাটন ব্যাবহার করতে হবে। তাহলে সকল কীগুলো মোজিলা তে কাজ করবে।  আজকের এই পোস্টটি কেমন লাগল আশাকরি কমেন্ট এ জানাবেন। সবাই ভাল ও সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

11 thoughts on "আপনি কি কম্পিউটার দিয়ে ফেসবুক ইউজ করেন তাহলে জেনে নিন শর্টকাটগুলো ১০০% কাজে আসবে।।"

  1. mdrazumiaR Contributor says:
    vai 1 ta number diye koy ta id khula ache.ba number diye id ber korar ki kono upay ache
    1. Roksana Ovi Author Post Creator says:
      Forget e den then number diye search koren.
      Jodi number hide Kora na thake tahole je koita khula ace sob dekhte paben
    1. Roksana Ovi Author Post Creator says:
      Hmmm
    1. Roksana Ovi Author Post Creator says:
      Tnx bro
    1. Roksana Ovi Author Post Creator says:
      Hmmm bro
  2. Shakil Rana Contributor says:
    Age thekei jani
    1. Roksana Ovi Author Post Creator says:
      Gd
  3. Md Zakir Hossen Author says:
    Microsft edge er ta den

Leave a Reply