প্রতি মাসে ১৫০ কোটি সক্রিয়
ব্যবহারকারী নিয়ে বর্তমানে শীর্ষ
সামাজিক যোগাযোগ মাধ্যমের
আসনটি গেঁড়ে আছে ফেসবুক। তবে
ফেসবুকের এমন কিছু বিষয় আছে যা
অনেকেই জানেন না।
ফেসবুকের এমনই কিছু অজানা তথ্য আজ
আপনাদের সামনে তুলে ধরা হল:

১. ফেসবুকে ৭০ শতাংশ টিনএজার
তাদের বাবা-মা’র বন্ধু তালিকায়
রয়েছে।

২. ফেসবুকে ৬৬ শতাংশ টিনএজার কোন
না কোনভাবে নির্যাতনের শিকার
হয়।

৩. ফেসবুকে একজন ব্যবহারকারী যেদিন
রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে,
সেদিন তার অন্যান্য পোস্টে
ইন্টারঅ্যাকশনের পরিমাণ ২২৫ শতাংশ
পর্যন্ত বৃদ্ধি পায়। তবে মাত্র ২৮ শতাংশ
বিয়ের এক ঘন্টার মধ্যে রিলেশনশিপ
স্ট্যাটাস পরিবর্তন করে।

৪. যুক্তরাষ্ট্রে ১৯.৪ শতাংশ মানুষ
কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে
পারে না। তবে দেশটির ৩০ শতাংশই
আবার কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে
থাকে।

৫. বিভিন্ন টিভি অনুষ্ঠানের মধ্যে
সবচেয়ে বেশি ফেসবুক ফ্যান আছে দ্য
সিম্পসন-এর। এরপর আছে মি. বিন।

৬. ১০ কোটিরও বেশি ফ্যান নিয়ে
ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় সংগীত
তারকা শাকিরা। ৯ কোটির বেশি

ফ্যান নিয়ে দ্বিতীয় অবস্থানে
আছেন এমিনেম এবং ৮ কোটির বেশি
ফ্যান নিয়ে তৃতীয় অবস্থানে
রিহানা।

৭. ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয়
ব্যবহারকারী আছে কানাডায়।

সৌজন্যঃTunebd24.Com

One thought on "জেনে নিন ফেসবুকের অজানা ৭টি তথ্য!"

Leave a Reply