ইদানিং অনেকের ফেসুবক আইডি লক হচ্ছে বা ডিজেবল হচ্ছে
কিন্তু সাবমিট করার জন্য আইডির সাথে মিল আছে এমন কোন NID কার্ড নেই
কাস্টমভাবে অন্য কাউকে দিয়ে কার্ড মেক বা রিকোভার করতে গেলে দেখা যায় ১০০-৫০০ টাকার মতো খরচ হয়, আর এই পরিমাণ টাকা আসলে বেশিরভাগের কাছেই থাকে না।
যে কারণে এটা বানানো-
একবার আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম,
হঠাত আমার রিয়েল আইডিটা লকে পড়ে গেলো।
কাছে তো পিসিও নেই কার্ড মেক করে সাবমিট করবো। এদিকে আমার ওয়েবসাইট ZorexID ও তখন হোস্টিং এর প্রবলেমের কারণে বন্ধ। কোথাও ই কার্ড পাচ্ছিলাম না সাবমিট দেয়ার জন্য।
অনেকটা অসহায়ের মতো লাগছিলো নিজেকে।
তখন আমি বুঝলাম আপনারা কেমন ফিল করেন যখন নিজেদের আইডিটা লক হয়ে যায়।
একটা কার্ড মেকিং ওয়েবসাইট থাকলে সাথে সাথে মেক করে সাবমিট করা যায়।
আর সেটার জন্যই আমি এতো ব্যস্ততার মাঝেও আবার ফিরে এলাম নতুন একটি প্রোগ্রাম নিয়ে।
এবারের প্রোগ্রামের স্পেশালিটি হলো,
এটাতে শুধু নাম আর বার্থডেট দিলে অটোমেটিক কার্ড জেনারেট হবে,
তাও আবার হাতে নিয়ে ছবি তোলা স্মার্ট কার্ড!
আমি এটাতে ১০০% গেরান্টি দিবো না যে আপনার লক আইডি এটাতে রিকোভার হবেই। কারণ এটা কখনো কাজ করে কখনো করে না।
তবু এটা আপনাদের জন্য একটা আশার আলো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি Realistic ভাবে প্রোগ্রামটা তৈরির।
এবং এটা কাজও করে তবে সবসময় করে না।
এটার মেয়াদ ৫ দিন বলেছি, কারণ যারা ৫ দিনের ভেতরে বানাবেন তাদের কাজ হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে বেশি।
পরে জিনিসটা আদৌ কতটা কাজ করবে এটা নিয়ে আমার সন্দেহ আছে।
বানানোর নিয়মটা খুবই সিম্পল,
১. Just Zorexid.ml এ যাবেন,
২. Holding Smart Card এ ক্লিক করবেন
৩. এরপর নাম আর বার্থডেট দিয়ে মেক করে নেবেন।
এটাতে প্রতিবার নতুন কার্ড জেনারেট হবে, যার ফলে একটার সাথে অন্যটা মিলবে না। এবং ফেসবুক সহজে বুঝবেও না ইনশাল্লাহ
আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিও দিয়ে দিচ্ছি
এটি দেখে নিজের ছবি দিয়ে কিভাবে কার্ড বানাবেন সেটা বুঝতে পারবেন আশা করি
ফেসবুক সাধারণত নিজের ছবি দেখে না, এরপরো যারা নিজের ছবি দিয়ে কার্ড বানাতে চান, তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন
আর ফেসবুক আইডি আনলক কিভাবে করবেন সেটা সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও টি দেখে নিন
বানাতে গিয়ে যদি কোন প্রবলেম ফেস করেন তবে Facebook এ যোগাযোগ করতে পারেন আমার সাথে- Zorex Zisa
যদি ভালো লাগে তবে আমাদের গ্রুপ Zorex Zone এ Join হওয়ার আমন্ত্রণ রইলো
ইনশাল্লাহ আবার ফিরে আসবো নতুন কোন ইন্টারেস্টিং টপিক দিয়ে,
ভালো থাকবেন, আল্লাহাফেজ
সহজে বেক দিতে চায় না তারা
তয় যদি কোনো এক্টিভ আইডিতে এই কার্ড সাবমিট দেই তাইলে কি কোনো সমস্যা অইতে পারে ভাই উত্তর দিবেন???
মোবাইলে ম্যানুয়াল ভাবে আপডেট দিতে গিয়ে টু ফেক্টোর এর কোড হারিয়ে ফেলি এখন আর লগইন করতে পারছিনা আইডি টাও এখন লক হয়ে গেছে।
উপকৃত হবো যদি রিপ্লে দেন।
এবং ধন্যবাদ ভাই এত কার্যকর একটা টুল ক্রিয়েট করার জন্য।❤️
একটু হেল্প করবেন প্লীজ