কি অবস্থা জনগন। অনেকদিন পর আবারো ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মেসেন্জার গ্রুপ চ্যাটে একটি গ্রুপ কন্ট্রোলার বট এডড করবেন এবং আপনার গ্রুপকে আকর্ষণীয় করে তুলবেন এবং ইজিলি কন্ট্রোল করবেন।

আপনারা যারা টেলিগ্রাম/ডিসকর্ড ব্যবহার করেন তারা সকলেই জানেন টেলিগ্রাম/ডিসকর্ডে বিভিন্ন ধরনের বট ব্যবহার করে অনেক কাজ সহযেই করা যায়। পাশাপাশি নিজের গ্রুপকেও সহযে কন্ট্রোল করা যায়। তো আজকের এর টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা এখন থেকে ফেসবুক মেসেন্জারেও সেই কাজ গুলো করতে পারবেন সহযেই।

স্টেপ – ১

প্রথমেই FACEBOOK MESSENGER এ ডুকে আপনার গ্রুপ চ্যাট অপেন করুন এবং Meta Hydra আইডিটি এডড করুন।

বট এপ্রুভাল

গ্রুপে বটটি এডড করলেই কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে [TELEGRAM ID] এখানে নক করবেন এপ্রুভাল দিয়ে দিয়া হবে।
 

কমান্ড তালিকা

বর্তমানে এই বটের মধ্যে 35টি কমান্ড রয়েছে। সামনে আরো অসংখ্য কমান্ড এডড করা হবে।


⁂শর্টকার্ট টুলসঃ

  • /all – গ্রুপের সকল মেম্বারকে ম্যানশন করতে পারবেন।
  • /autoreply – অটো রিপ্লাই সেট করতে পারবেন গ্রুপে। যেমনঃ /autoreply HI => HLW। তাহলে গ্রুপে কেউ HI লিখলে HLW রিপ্লাই যাবে অটোমেটিক।
  • /unsend – Check Unsend Message
  • /bomb – মেসেজ বোম্বার। মেসেন্জারেই ব্যবহার করতে পারবেন বোম্বার।
  • /box info – গ্রুপের পুরো ডিটেলস শো করবে।
  • /box – গ্রুপ কন্ট্রোলার।
  • /uid – নিজের আইডি কোড বা যাকে ম্যানশন করবেন তার আইডি কোড
  • /search – গুগল সার্চ রেজাল্ট
  • /trans – ল্যাঙ্গুয়েজ ট্রাস্টলেটর
  • /meme – রেনডম MEME পিকস
  • /math – সিম্পল ম্যাথ সোলব। যেমনঃ /math 100+19-37
  • /covid – কোবিড আপডেট। যেমনঃ /covid Bangladesh
  • /mobile – মোবাইল সার্চ করতে পারবেন ব্রেন্ডের নাম লেখে। যেমনঃ /mobile Huawei
  • /smobile – মডেল থেকে মোবাইলের পুরো ডিটেলস
  • /ss – যেকোনো লিংক থেকে স্ক্রিনশর্ট নিয়ে সেন্ড করবে আপনাকে
  • /v – টেক্সট থেকে ভয়েস কনভার্টার
  • /money – কারেন্সি কনভার্টার। যেমনঃ /money USD BDT 1 রেজাল্টঃ 86 টাকা। কারন 1USD = 86 টাকা।
  • /qr – টেক্সট থেকে QR কোড জেনারেট
  • /short – URL শর্টনার। BITLY শর্টনার
  • /quiz – কুইজ খেলা

⁂ডাউনলোডার টুলসঃ

  • /yt2mp3 – ইউটিউব ভিডিও MP3 আকারে গ্রুপে পাবেন
  • /yt2mp4 – ইউটিউব ভিডিও টু MP4 ডাউনলোড
  • /tmp3 – টুইটার ভিডিও টু MP3
  • /tmp4 – টুইটার ভিডিও টু MP4
  • /tiktok – টিকটক ভিডিও/অডিও ডাউনলোডার
  • /fb audio – ফেসবুক ভিডিও টু MP3 ডাউনলোডার
  • /fb video – ফেসবুক ভিডিও ডাউনলোডার
  • /imp4 – ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার
  • /link – Direct Movie Download Link
  • /ytsearch – ইউটিউব ভিডিও সার্চ

সমস্যাগুলো

  1. যেহেতু এটা জুকার কাকুর ফেসবুক, সেহেতু আইডিকে কখন ভড়ে দিবে ঠিক নাই। অনেকসময় মেসেজ ব্লোক করে ফেলে তখন বট গ্রুপে কাজ করবেনা। আবার অনেক সময় আইডি ডিজেবল হয়ে যাবে। আইডি ডিজেবল হয়ে গেলে যোগাযোগ করবেন [TELEGRAM] নতুন বট আইডি দিয়ে দিবো।
  2. এটা যেহেতু ফ্রি সার্বার এবং পিসি ছাড়া ফোনেই বটটি আমি রানিং রাখতেছি সেহেতু অনেক সময় এটা স্লো কাজ করে।
  3. Youtube/Facebook/Tiktok/Twitter/Instagram ভিডিও গুলো একটু ডাউনলোড হতে সময় নিবে, কারন ফ্রি API & ফ্রি সার্বার ইউজ করা হচ্ছে। তবে MP3 ডাউনলোড হতে কোনো সময় নিবেনা।

বি.দ্রঃ আমি কোনো প্রোগ্রামার বা কোডার না। তাই এতো ভালোকিছু এডড করা সম্ভব হয়নি আমার দ্বারা।? তবে আপনাদের মধ্যে মোটামোটি ব্যাসিক জানেন এমন কোনো জাবাস্ক্রিপ্ট বস থাকলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই বটের মধ্যে আরো অসংখ্য টুলস এডড করতে চাই। তাই সাহায্য করবেন প্লিজ?


যেহেতু আইডিটা ডিজেবলের রিস্ক আছে সেহেতু এই বট কানেক্টেড আইডিটি কতোক্ষন বা কয়দিন ঠিক থাকবে জানা নাই। তবে কেউ যদি পার্সোনাল ভাবে এরকম বট নিজের জন্য তৈরী করে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগঃ
যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক মেসেন্জার গ্রুপ চ্যাটে

21 thoughts on "টেলিগ্রামের জনপ্রিয় গ্রুপ কন্ট্রোলার বট ব্যবহার করুন ফেসবুক মেসেন্জারে? বোম্বিং থেকে ভিডিও ডাউনলোডার সব হবে এখন ফেসবুকে?"

  1. Avatar photo MD Shakib Hasan Author says:
    অনেক সুন্দর লিখেছেন ?
  2. Rayhan.Jp Contributor says:
    Outstanding vau
  3. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    Post টি ভালো লিখেছেন কিন্তু আপনার এই bot ব্যাবহার করলে তো ইউজার দের প্রাইভেসি থাকবে না। কারণ আপনি সহজেই আপনার bot এ ঢুকে অ্যাড করা গ্রুপ এর সকল তথ্য দেখতে পারবেন। কে কি মেসেজ করলো না করলো। কিন্তু টেলিগ্রাম গ্রুপ ম্যানেজিং বট এর এমন কিছু হয় না।
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      ফেসবুক & টেলিগ্রাম সেম না। সো টেলিগ্রামে যেটা হবে সেটা সেম ভাবে ফেসবুকে হবেওনা। টেলিগ্রামে আলাদা বট এডড করা যায় গ্রুপে বাট ফেসবুকে এটা করা যায়না। এমন কোনো ফিচারও নেই ফেসবুকে। সো কিছুই করার নাই। আর ফেসবুকের প্রাইভেসি স্বয়ং ফেসবুক নিজেই দিতে পারেনা?
  4. Avatar photo Torikulking Contributor says:
    সুন্দর পোস্ট, এমন পোস্ট হলেই ট্রিকবিডি মনে হয় ?
  5. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    থাক বাদ দিলাম সব। কিন্তু আপনার bot তো ফেসবুক এ সার্চ দিলে খুজেই পাওয়া যায় না। মানে মেসেজিং অপশন কি শুধু ফ্রেন্ডস করে রাখছেন?
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      আইডি পাবলিক রাখলেও সমস্যা অনলি ফ্রেন্ডস করলেও সমস্যা? পাবলিক রাখলে সাথেসাথে ডিজেবল হয়ে যাচ্ছে, আবার প্রাইভেট রাখলে নাকি পাবলিক খুজেই পাচ্ছেনা।? খুজে না পেলে আইডিতে যেন রিকোয়েস্ট সেন্ড করে সেজন্য লিংকই দিয়ে রাখসি। বাট বাঙ্গালি ফ্যাক্ট, সেটা কারো চোখে পড়েনা? [যদিওবা আইডিটা অলরেডি জুকার কাকু লকড করে দিসে]?
  6. Avatar photo Majedul Sonju Contributor says:
    Messenger এ খুঁজে পাইনি
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      আইডির ডাইরেক্ট লিংক তো দিয়ে রাখসি। সেটাতে ডুকে রিকোয়েস্ট তো সেন্ড করতে পারেন?
  7. Avatar photo MD FAYSAL Contributor says:
    অনেক সুন্দর পোস্ট
  8. M. M. Anik Contributor says:
    Request accept koren vai, nahole add korar somoy khuje pacchi na
  9. mdronykhan75612 Contributor says:
    আমাকে ১ টা বোম্বিং সাইট বানিয়ে দিতে পারবেন
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      আমার কাছে বোম্বিং রিলেটেড কিছুই নাই। এসব API খুজা অনেক ভেজাল লাগে?। আমি নিজেই এই বটের মধ্যে যে বোম্বিং API গুলো ইউজ করসি সেগুলা “MAO2116” থেকে নিচি?
  10. Avatar photo Khaled Roxx Author says:
    আইডিতে রিকোয়েস্ট দেওয়া যায়না + মেসেঞ্জারেও খুজে পাওয়া যায়না ?
  11. Avatar photo Taufiq Contributor says:
    kaj korce na tho
    1. Avatar photo বোতল বাবা? Author Post Creator says:
      id locked kore dise facebook again?
  12. Avatar photo ARAtik169 Contributor says:
    Akhon r Kaj kore na to??
  13. Avatar photo Lincoln Six Echo Contributor says:
    Bhai messenger group bot make korar ekta tutorial den…
  14. Avatar photo Tahasan Tanvir Contributor says:
    Akhon Ki Kaj Kore

Leave a Reply