Trickbd তে সবাইকে আমি স্বাগত জানায়, আমি অভি আছি আপনাদের সাথে, যদি আমার কথায় ভুল ত্রুটি থাকে নিজ গুনে ক্ষমা করবেন।

২০০৪ সালে ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যম এর যাত্রা শুরু হয়

এবং এটি বেশ জনপ্রিয় এক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ।

বর্তমানে ফেসবুক একাউন্ট নেই এমন কোনো মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না, সবাই যোগাযোগ এর জন্য এটি ব্যবহার করে।

ফেসবুক কিছু কিছু মানুষদের জন্য ভেরিফিকেশন সিস্টেম করেছিল যা রাজনৈতিক দলের লোক বা সেলিব্রিটিলোক জন এর মধ্যে ছিল।

কিন্তু অনেক এর ইচ্ছে ছিল যে তাদের নিজস্ব একাউন্ট গুলো ভেরিফাইড হবে, ,, কিন্তু চাইলেই সেটা সম্ভব ছিল না।

নির্দিষ্ট কিছু মানুষদের জন্য ভেরিফিকেশন সিস্টেম ছিল সবার জন্য নয়।

মেটা মালিকানাধীন ফেসবুক এইবার গ্রাহকদের কথা বিবেচনা করে সাবস্ক্রিপশন এর বিনিময় করে ব্লু ব্যাচ ভেরিফিকেশন চালু করে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার নিজস্ব চ্যানেল এ এটি ঘোষণা করেন যে,, সাবস্ক্রিপশন এর বিনিময় ব্লু ব্যাচ পাবেন গ্রাহকরা

অ্যান্ড্রয়েড এবং আইফোন গ্রাহকরা মাসিক ১৪.৯৯ ডলার দিয়ে ব্লু ব্যাচ ভেরিফিকেশন নিতে পারবে গ্রাহকরা।

আর যারা কম্পিউটার ভার্সনে ইউজ করবেন তারা মাসিক ১১.৯৯ ডলার দিয়ে ইউজ করতে পারবে।

আপাতত এটি যুক্তরাষ্ট্রে চালু হয়েছে, আশা করা যায় ২০২৩ সালের শেষ দিকে বিশ্বব্যাপী সাবস্ক্রিপশন সুবিধা দিয়ে ভেরিফিকেশন চালু হবে।

এর আগে টুইটার এই সেবা চালু করে গত বছর ,এইবার মেটা মালিকানাধীন ফেসবুক এটি চালু করলো।

যখন এটি বিশ্বব্যাপী চালু হবে গ্রাহকরা নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবে।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।

4 thoughts on "এইবার সাবস্ক্রিপশন দিয়ে নিতে পারবেন ফেসবুক গ্রাহকরা ব্লু ব্যাচ ভেরিফিকেশন!!"

    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Bangladesh pratidin
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      100%

Leave a Reply