আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?
আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি বলতে গেলে বর্তমান সময়ে facebook একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন।
গ্রাম থেকে শহরের যে কোন মানুষের এখন বর্তমানে কিছু থাকুক বা না থাকুক যদি একটি স্মার্ট ফোন থাকে নিশ্চয়ই একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক এই ফেসবুকের মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি খুব সহজেই।
যে আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আমূল পরিবর্তন এনেছে এবং বেশ উপকৃত করেছে।
ফেসবুকে এতদিন যোগাযোগ ভিডিও কল বা অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করেছি
কিন্তু আপনি কি জানেন ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের ইন্টারনেট স্পিড জানতে পারবেন?
বর্তমান ২০২৩ ফেসবুক আপডেটের পরে এটি এসেছে সকল ফেসবুক অ্যাপে,
মূলত ফেসবুক লাইট এপ্স দিয়ে আপনারা এটি হয়তো বা পারবেন না আপনাদের এই জন্য অফিসিয়াল ফেসবুক অ্যাপস এর প্রয়োজন পড়বে।
যদি ফেসবুক অফিশিয়াল অ্যাপটি আপডেট না করা থাকে তাহলে আপডেট করে নিবেন।
এবার আপনি সরাসরি আপনার facebook অ্যাপ এ প্রবেশ করে থ্রি ডট আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন।
Setting and privacy লিখা রয়েছে এখানে ক্লিক করবেন।
Wi-Fi and cellular performance লিখা রয়েছে এখানে ক্লিক করবেন।
এবার দেখতে পাবেন এখানে আশেপাশে আপনার এরিয়াতে যতগুলো নেটওয়ার্ক রয়েছে সব কিছু নেটওয়ার্কের ইন্টারনেট স্পিড জানতে পারবেন।
তবে আপনি যদি আপনার নিজের ফোনের ইন্টারনেট স্পিড জানতে চান তাহলে আপনি youre speed লিখতে ক্লিক করবেন।
তাহলে এখানে আপনি পরবর্তী পেজে আপনার ফোনের স্পিড সম্পর্কে আপনি দেখতে পাবেন সবকিছু তথ্য।
এছাড়াও আপনার স্পিড অনুযায়ী আপনি কি কি বর্তমানে ভালোমতো ব্যবহার করতে পারবেন সেটিও নিচে উল্লেখ করা থাকবে।
সত্যিই বেশ প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছে ফেসবুক, ধন্যবাদ জানাই ফেসবুককে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।
যার ফলে অন্যান্য কোন থার্ড পার্টি অ্যাপসের সহায়তা না নিয়ে সরাসরি ফেসবুকের মাধ্যমে নিজের ইন্টারনেট স্পিড সম্পর্কে জানা যাবে।
তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ট্রিকবিডি এর সাথেই থাকুন
One thought on "ফেসবুক অ্যাপস থেকেই জেনে নিন আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড!!"