কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চরম গরম একটা টিপস। অনেকদিন ধরেই খুজছিলাম কিভাবে ফেসবুক প্রোফাইলের URL/ Username বদলানো যায়। পদ্ধতিটা অনেক সহজ তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়ত আমার মতো কারো কাজে লাগে যাবে। আমি আগেই বলে নিচ্ছি এই পদ্ধতিতে শুধু আপনার পারসনাল প্রোফাইলের URL বদলানো যবে ফ্যান পেজের না।

আসুন দেখে নেই স্টেপগুলোঃ

১) প্রথমে যেকোনো নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলেন (Gear আইকনে ক্লিক করে Create Page) পেজ খোলার সময় “www.facebook.com/username” এর ঘরটা ফাকা রেখে বাকি সব ঘর পুরন করে পেজ বানান।

দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!

২) পেজ ওপেন হওয়ার পর, “Update Page Info” তে ক্লিক করে “Facebook Web Address” এ আপনার বর্তমান ফেসবুক প্রোফাইলের URL (“www.facebook.com/yourname”) টা Http:// ছাড়া কপি করুন।

৩) এবার ফেসবুক একটা ওয়ার্নিং দেবে যে আপনার দেওয়া URL টা আপনার পারসনাল প্রোফাইলের URL এর সাথে মিলে গেছে। তখন জিজ্ঞেস করবে আপনি URL Transfer করতে চান? তখন Transfer এ ক্লিক করুন।

৪) এবার আপনার ফেসবুক প্রোফাইলের সেটিংএ গিয়ে দেখুন আপনার Username Reset হয়ে গেছে। এখন আপনার কাংখিত URL দিয়ে সেভ করুন।

দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!

৫) কাজ শেষ করে যে পেজটা বানিয়েছিলেন সেটা ডিলিট করে দিন।

তাড়াতাড়ি করে নিন। এইসব ফাক ফুকরের কথা জানতে পারলে হয়তো ফেসবুক এটাও বন্ধ করে দেবে। ইদানিং সে অনেক চালাক হয়ে গেছে।

কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। টিউন ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে আমার গানটা শুনে আসবেন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো ? ? )

 

2 thoughts on "ফেসবুকের পোকা [পর্ব ১০] :: ফেসবুক প্রোফাইলের URL (fb.com/name) একাধিকবার বদলান খুব সহজেই।"

  1. Mahiul Author says:
    pari a ta aky taky
  2. rashustboy Contributor says:
    Owao. Vai ei tric tato kaj kore… ami akhoni amar id er url ta clear korlam…. It’s work.

Leave a Reply