[start]
সবাই হয়ত এ গেমটা খেলে না তবে যারা খেলে তাদের নেশা হয়ে গেছে ৷
কয়েক ফটো দিলাম দেখে নিন;
Angry Birds গেমটা খেলতে দারুন লাগে ৷ ৫ খন্ডের ৫০টা করে লেভেল থাকে ৷
বাটুল থেকে ডিল ছারলে ঢিলে টাস করলে ঢিলগুলা অন্য৷রকমের শব্দ হয় ৷
ঢিল গুলা কখনো কখনো বোমার মত ফাটে,
পাখির ডিমও হয় পড়ে বোমার মতো ফাটে,
কখনো কখনো পুরা পাখিই ঢিল হয় টাস করলে তিনটা হয় ৷
আরো আছে বন্দুকের গুলির মত ঢিল এবং ঘাস কাটা কেচির মতো সব কেটে সাফ করে দেয় এমনটা ও আছে ৷
আরো কতগুলা জায়গার ডিজাইন অন্য রকম, তারার দেশেও খেলাতে হয় ৷
মহা শুন্য খেলা হয়,
পাহাড়ের চরাই, সাগরের তীরে, বরফের দেশে, ইত্যাদি জায়গাতে খেলতে হয়
যখন পাখি গুলা মক্তি পাই তখন অদের আলন্দ অন্য রকম চেচামেচি হয়ে যায় ৷
আর যদি হারেন তাহলে ভিলেন গুলার হাসিত আরো ওসাম হা হা হা হি হি হি এরকম হাসি ৷
আমি প্রতিদিন খেলি আমার কাছে নতুন পুরাতন ১০টা গেম আছে নতুন আপডেট হলেই নামিয়ে নেয় ৷
তো দেরি করছেন কেন ডাওনলোড করুন ↴
Download Now
• File Name: Angry Birds
• Size: 44.39 MB
More Game
আমার দুটা পেস্ট চেক করে দেখুন
আমার পোস্ট৷চেক করুন প্লিজ
কিন্তু পোস্ট submit হয় না|