Hello World!
কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।
অনেকদিন পর Gaming Related কোনো Post করতে যাচ্ছি। ভালো লাগলে জানাবেন Continue করবো।
এই পোস্টে আপনাদের সাথে এমন কিছু Games এর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো খুব সুন্দর এর বিভিন্ন Genre এর Offline কিছু গেমস।
যারা গেমস খেলতে ভালোবাসেন তাদের আশা করছি পোস্টটি ভালো লাগবে।
(১) Game Name : Returner 77
Game Developer : Fantastic, Yes
Game Size : 871 MB
Required OS : 4.4+
Game Type : Offline
Game Released Date : April 11, 2018
Game Link : Pdalife
গেমটি প্লে-স্টোরে Paid। তাই Pdalife Website থেকে ফ্রি তে ডাউনলোড করতে হবে আপনাকে।
এই গেমটির মূল Concept Space, Galaxy, Alien এসবকে ঘিরে তৈরি করা হয়েছে। গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন।
এটি একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে।
3D Realistic Graphics এর সাথে অনেক সুন্দর একটি Storyline আপনি পেয়ে যাচ্ছেন। গেমটির Overall Environment Highly Detailed ভাবে ডেভেলপ করা হয়েছে।
গেমটিতে আছে Beautiful Dynamic Sound। আপনি যদি Earphone ব্যবহার করে গেমটি খেলেন তাহলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন।
কেননা গেমটিতে এত সুন্দর গ্রাফিক্স + প্রত্যেকটি Object এর Details এত সুন্দর করে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না।
গেমটিতে Live Action Video Clips এর সাথে Story Mode পাচ্ছেন। One of the best first person games মনে হয়েছে আমার কাছে।
অবশ্যই খেলে দেখবেন।
নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(২) Game Name : realMyst
Game Developer : Noodlecake
Game Size : 619 MB
Required OS : 4.2+
Game Type : Offline
Game Released Date : January 25, 2017
Game Link : Pdalife
এটিও একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে।
Game টির একটি Android TV Version ও আছে Playstore এ। আপনার যদি বাসায় একটি Android TV থেকে থাকে তবে অবশ্যই গেমটি খেলে দেখবেন। বড় স্ক্রিনে এক অসাধারন স্বাদ পাবেন গেমটির।
এই গেমের গ্রাফিক্স এক কথায় অসাধারন ও অতুলনীয়। কেননা এই গেমে প্রত্যেকটি Object এর Details + Shadow সবকিছুই অনেকটাই Accurate ভাবে দেওয়া আছে।
কোনো কিছুরই Over Exposed Brightness, Contrast, Shadow না। সবকিছুই Accurate ভাবে দেওয়া। NoodleCake কোম্পানিটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন।
তারা অসাধারন সব গেম তৈরি করে যেগুলোর গ্রাফিক্স + সাউন্ড এফেক্টস অসাধারন হয়। এই কোম্পানিটি Alto’s Odyssey, Getting Over it সহ ৪৯ টি গেম Android Platform এ Release করেছে। এখানে আপনি অনেক সুন্দর গ্রাফিক্স এবং পাজল ও মিশন দেখতে পাবেন ও খেলতে পারবেন।
গেমটিতে আছে অনেক সুন্দর গ্রাফিক্স সহ অসাধারণ গেম প্লে। আপনাকে স্ক্রিনে ট্যাপ করে ধরে রেখে অথবা হোল্ড করে গেমটিকে কন্ট্রোল করতে হবে।
গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Mystery পাবেন যা আপনাকে একে একে solve করতে হবে। এখানে আপনি Time Machine নিয়েও খেলতে পারবেন, যেকোনো সময়ে অতীতে যেতে পারবেন।
গেমটির কন্সেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি গেমটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(৩) Game Name : Sarju : First Person Puzzle Game
Game Developer : Reactor Heart
Game Size : 174 MB
Required OS : 4.4+
Game Type : Offline
Game Released Date : September 11, 2020
Game Link : mob.org
এই গেমটি Masterpiece এর সত্যিকার উদাহারন। এই গেমটিতে আমার দেখা Android Games এর সবচেয়ে ভালো ও Accurate Graphics মনে হয়েছে।
এখানে Shadow Area থেকে শুরু করে গেমের Ingame Gameplay তে কোনো ত্রুটিরই দেখা আমি পাইনি। Accurate Graphics + Detail এর কথা আর কি বলবো।
পানির যে Waterdrop + Sunny Shadow Effects গুলো আছে তা এত সুন্দর ডিটেইল এর মাধ্যমে গেমটিতে Portray করা হয়েছে যে মনে হবে আপনি বাস্তবিক কিছু দেখছেন।
অনেকটাই বাস্তবের মতোই Feel দেয়। আর এর সাউন্ডট্র্যাক এর তো কোনো জবাবই নেই। পুরাই মাস্টারপিস একটা। ২ নং ও এই ১ নং এই দুটি গেমটি অবশ্যই খেলে দেখবেন যদি আপনি ভিন্ন কিছুর স্বাদ পেতে যান।
নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(৪) Game Name : Once Upon A Tower
Game Developer : Pomelo Games
Game Size : 54 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : September 20, 2017
Game Link : Playstore
এই গেমটির কন্সেপ্ট একটু ভিন্ন। এখানে আপনি গেমের শুরুতেই একটি Dragon ও বিভিন্ন Character দেখতে পারবেন।
গেমের শুরুতেই Story mode play হবে। যেখানে ভিন্ন একটি কন্সেপ্ট দেখায় যা আমাদের পড়ে ও শুনে আসা রাজা রানীর কাহিনী এর সম্পূর্ণ বিপরীত।
এখানে আপনাকে একজন Princess কে Tower থেকে বাচিয়ে মুক্ত করতে হবে কারন তার Knight/Prince Dragon এর হাতে শুরুতেই মারা যায় বাচাতে আসার সময় ?।
গেমটির Funny Concept টা আমাকে হাসিয়েছে। মানে ভেবে দেখুন আমাদের সচরাচর শুনে আসা কাহিনীর সম্পুর্ন বিপরীত গল্প এখানে।
Princess নিজেই নিজেকে বাচায় Tower ও Dragon এর হাত থেকে।
গেমটিতে আপনাকে একটি মেয়ে ক্যারেক্টার এবং একটি Hammer দেওয়া হবে। আপনাকে সেই Hammer দিয়ে Tower এর নিচের দিকে বিভিন্ন Guards, Traps, Enemies ইত্যাদিকে মেরে মেরে Mission Complete করতে হবে।
গেমের গ্রাফিক্স + গেমপ্লে + কন্ট্রোল + কন্সেপ্ট সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। কেননা একটু ভিন্ন কিছুর স্বাদ পেলে মাঝে মাঝে মন্দ হয় না।
গেমটিতে অনেক Upgrades পাবেন।তাই mod version download করে খেলার জন্যে সাজেশন রইলো।
নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(৫) Game Name : Ninja Tobu
Game Developer : CerebralFix
Game Size : 77 MB
Required OS : 5.1+
Game Type : Offline
Game Released Date : October 4, 2016
Game Link : Playstore
এটি একটি Platformer Type Ninja Action-Adventure Game যেখানে আপনাকে Swipe করে ও বিভিন্ন Gesture এর মাধ্যমে উপরে উঠতে হবে।
আপনি যতই উপরে যাবেন ততই Enemy, Traps ইত্যাদির সম্মুখীন হবেন। গেমটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও গেমটি আসলে কিছুটা হলেও কঠিন আছে।
আপনি ইচ্ছা করলে এর Mod version টিও ডাউনলোড করে খেলতে পারবেন। গেমটিতে Slow Motion ও আছে। এখানে বিভিন্ন Game Modes আছে।
আপনি Mission Type অথবা Endless Type সহ আরো নানান ধরনের Game Mode এ খেলতে পারবেন গেমটি।
সাথে Enemy Movement সহ বিভিন্ন ধরনের Traps যেগুলো নিজে নিজে Move করে এগুলো আপনাকে খেলতে অনেক মজা দিবে।
যারা কম সাইজের ভিতরে এই ধরনের গেম পছন্দ করেন তারা গেমটি অবশ্যই ডাউনলোড করে দেখতে পারেন। নিরাশ হবেন না আশা করছি।
এখানে অনেকগুলো Ninja Character পাবেন নিয়ে খেলার জন্যে। গেমটির কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন কোনো ল্যাগ বা সমস্যা ছাড়াই।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…
2 thoughts on "খুব সুন্দর গ্রাফিক্সের কিছু মজার Android Games!"