Hello World!

কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

এই পোস্টটি আগের পোস্টের Sequel বলতে পারেন। মানে Next Part আর কি। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে পোস্টটি। চলুন টপিকে যাওয়া যাক।

(1) Game Name : Candleman

Game Developer : Candleman Games

Game Size : 716 MB

Game Type : Offline

Required OS : 5.0+

Game Released Date : March 27, 2018

Game Link : Revdl

আপনি যদি নিজে একজন জীবন্ত মোমবাতি হতেন তাহলে কেমন হতো? এটি একটি মোমবাতি নিয়েই গেম যেখানে মোমবাতিটি জীবন্ত এবং তার আলো শেষ হয়ে যাবে যদি আপনি গেমে না এগিয়ে যান।

এটি একটি Adventure Type Game। এখানে আপনি মোমবাতিটিকে Survive করাবেন এবং এভাবেই আপনাকে খেলে যেতে হবে।

এখানে যেসব লোকেশন দেওয়া আছে তা এক কথায় অসাধারন। Realistic Graphics এর সাথে এখানে পাবেন অনেক সুন্দর Soundtrack + Sound Effects। Smooth Gameplay এর জন্যে আপনার একটি ভালো ডিভাইস থাকা আবশ্যক।

এখানে Decent Story এর সাথে আরো এক্সট্রা অনেক কিছুই পাবেন। গেমটি খেলার সময় আপনি যদি ভালো Quality এর Earphone ব্যবহার করেন তবে আরো অসাধারন স্বাদ পাবেন।

কেননা এখানে HD Graphics, HD Sound সহ অনেক কিছুই আছে যা আপনাকে গেমটি খেলার সময় অন্যরকম Feel দিবে।

হতে পারে প্লে-স্টোরে এর দাম ৪২০ টাকা হওয়ায় বেশিরভাগ মানুষই গেমটি খেলতে তেমন কোনো ইচ্ছাবোধ করে না। এটাই স্বাভাবিক।
বেশি জনপ্রিয় না হলে প্লে-স্টোরে পেইড গেম বেশি ডাউনলোড হয় না।

গেমটি অনেক ভালো। আমি নিজে খেলে দেখেছি। আপনিও খেলে দেখতে পারেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

(2) Game Name : Modern Ops

Game Developer : Edkon Games GmbH

Game Size : 476 MB

Required OS : 4.4+

Game Released Date : March 19, 2019

Game Version : 7.57

Game Link : Playstore

Action গেমের কথা বলছি আর Shooting এর কথা বলবো না তা কি করে হয়?

এটি একটি ভালো Optimized Shooting Game। গেমটি ২০১৯ সালে প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটি প্লে-স্টোরে ৫ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

গেমটির গ্রাফিক্স + গেমপ্লে দুটিই বেশ প্রশংসাযোগ্য। কারন গেমটির গ্রাফিক্স মোবাইল গেমস এর তুলনায় অনেক ভালো।

সবকিছুরই ডিটেইল বেশ ভালো ভাবেই বিবেচনায় নিয়ে এসে গেমটিকে তৈরি করেছে ডেভেলপাররা।

এখানে আছে Multiplayer Mode, 5v5 Battles, Death Match সহ আরো বিভিন্ন ধরনের Game modes.

গেমটিতে ৩০টিরও বেশি Modern guns, pistols সহ ১০টিরও বেশি pvp action games পেয়ে যাচ্ছেন।

এছাড়াও গেমটিতে আপনারা বেশ ভালো গ্রাফিক্স পাচ্ছেন। গেমের Locations, Gun skins, Controls, Gameplay সব মিলিয়ে Overall অনেক ভালোই লেগেছে আমার কাছে।

তাই recommended থাকবে গেমটি খেলার জন্যে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(3) Game Name : Hello Neighbour

Game Developer : tinyBuild

Game Size : 1.22 GB

Game Type : Offline

Required OS : 6.0+

Game Released Date : July 25, 2018

Game Link : Playstore

এটি একটি 3D Game যেখানে আপনাকে একটি Character Play করতে হবে। গেমটি প্রতিবেশীকে নিয়ে। গেমটি খুবই কঠিন।

কিন্তু আপনি যদি ভালোভাবে গেমের সবকিছু বুঝে যান তবে অনেক মজা পাবেন।

গেমের শুরুটা হয় একটি ছোট ছেলেকে নিয়ে। সে বল খেলতে যায় তার Neighbourhood এ। এবং তার বলটি গিয়ে একজন প্রতিবেশীর বাসায় চলে যায়।

এখন আপনি হচ্ছেন সে ছেলেটি এবং আপনাকে সে প্রতিবেশীর বাসায় গিয়ে বলটি খুজে নিয়ে আসতে হবে।

খুবই সহজ শোনা যাচ্ছে না? আসলে এতটা সহজ না। আপনি যখনই সেই প্রতিবেশীর ঘরে ঢুকবেন তখন খুবই অল্প সময় পাবেন বলটি খোজার জন্যে।

না হলে সেই প্রতিবেশী এসে আপনাকে ধরে ফেলবে এবং Game over হয়ে যাবে। আবার শুরু করতে হবে।

আপনি বিভিন্ন উপায়ে সেই প্রতিবেশীর বাড়ি এবং Neighbourhood এর চারপাশে আপনার বুদ্ধি খাটিয়ে ঘুরে ঘুরে দেখে বলটি পুনরুদ্ধার করতে হবে।

এখানে যে Neighbour টি আছে সেটি হচ্ছে একটি Intelligent AI যেটি আপনার Movement গুলো নিজে নিজে বুঝে আপনাকে পাকড়াও করতে পারবে।

তাই আপনাকে নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। তবে গেমটি খেলে অনেক মজা পাওয়া যায়। কারন অনেকটা সত্যিকার মানুষের সাথে খেলছি এমন Feel দেয়।

গেমটিতে খুবই সাধারন একটি Storyline আছে। তবে প্রথমে মনে হতে পারে গেমটি খুবই সহজ এবং ছোট।

কিন্তু আপনি যখন গেমটি আস্তে আস্তে খেলতে থাকবেন তখনই বুঝতে পারবেন গেমটি কেমন।

আসলে গেমটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। যাদের ছোটবেলায় খেলাধুলার সময় বল প্রতিবেশীদের বাসায় গিয়ে পড়েগিয়েছিল এবং অনেক কষ্ট করে সে বল ফেরত পেতে হয়েছিল তারাই এই গেমটির সাথে শৈশবের স্মৃতিগুলো Relate করতে পারবেন।

গেমটির PC Version ও আছে। Android এ সম্প্রতি ২০১৮ সালে গেমটি রিলিজ করা হয়।

রিলিজ এর সময় অনেক সাড়া ফেলেছিলো গেমটি। এই গেমের Beta version এ প্রচুর Player রা অংশগ্রহন করেছিল।

আমার মনে আছে ২০১৮ সালে YouTube এ গেমার দের কাছে অনেক সাড়া ফেলেছিলো গেমটি।

গেমটির Soundtrack শুনে আপনার কাছে কিছুটা Horror আর Thrilling Feel দিতে পারে। গেমটিতে যে Ferson Person Camera Angle দেওয়া আছে তাতে আপনাকে সত্যিকার চোখে দেখার মতো Feel দিবে।

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। গেমটিতে 60 FPS এ তেও Play করার সুযোগ পাবেন। Setting এ গিয়ে Change করে নিবেন।

আর হ্যাঁ, ভালো একটি ডিভাইস থাকা আবশ্যক।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(4) Game Name : Thor : The Dark World

Game Developer : Gameloft

Game Size : 800 MB+

Required OS : 2.3+

Game Released Date : October 22, 2015

Game Version : 1.2.2a

Game Link : Pdalife

Marvel এর Thor Character টিকে কে না ভালোবাসে? আপনিও যদি একজন Thor Fan হয়ে থাকেন তবে এই গেমটি আপনারই জন্যে।

এখানে Thor এর বিভিন্ন Hammer সহ বিভিন্ন Skills, Upgrades, Powers, Teleportation, Magic, Healing, Warriors ইত্যাদি পেয়ে যাবেন।

গেমটি একটি RPG Action Game। এখানে আপনি একটি Decent Storyline পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা Loki এর Fan আছেন তাদের জন্যেও এই গেমটি।

কারন এখানে আপনি Loki এর Character + powers সবই পেয়ে যাবেন। এই গেমটি আপনি প্লে-স্টোরে পাবেন না।

গেমটি যেহেতু অনেক পুরোনো (২০১৫ সালে রিলিজ হওয়া) তাই এই গেমটি প্লে-স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে।

Gameloft এর বেশিরভাগ পুরোনো ভালো ভালো গেমই প্লেস্টোরে আপনি পাবেন না। তারা রিমুভ করে দিয়েছে। এই গেমগুলোর আর কোনো আপডেট আসবে না জীবনেও।

লেটেস্ট ভার্সনটিরই লিংক আমি দিয়েছি। তাই গ্রাফিক্স কন্ট্রোল এগুলো নিয়ে অভিযোগ করেও লাভ নেই। আর তাছাড়া গেমটিতে যে খারাপ গ্রাফিক্স আছে এমনটা কিন্তু না।

২০১৫ সালের গেম অনুযায়ী বেশ ভালো গ্রাফিক্সই আপনি পেয়ে যাচ্ছেন। আর কন্ট্রোলও মোটামোটি ভালোই।

সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনাকে তেমন কোনো High End Device ব্যবহার করতে হবে না গেমটি খেলতে।

যেকোনো ডিভাইসেই অনায়াসেই ভালোভাবেই গেমটি Smoothly কোনো Lag বা Hang করা ছাড়াই খেলতে পারবেন।

গেমটিতে প্রচুর পরিমানে Powers এর ব্যবহার রয়েছে। তাই আশা করছি যারা এ ধরনের গেমস পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(5) Game Name : Payback 2 : The Battle Sandbox

Game Developer : Apex Designs Entertainment, Limited

Game Size : 102 MB

Required OS : 5.0+

Game Released Date : October 14, 2010

Game Link : Playstore

যারা GTA Type Action Games পছন্দ করেন তাদের অবশ্যই গেমটি ভালো লাগবে। অনেকে আবার হয়তোবা গেমটি সম্পর্কে জানেনও।

এটি বেশ জনপ্রিয় একটি গেম। গেমটিতে আপনি অনেক ভালো গ্রাফিক্স পাবেন। ১০০ এম্বির ভিতরে এত সুন্দর গ্রাফিক্স তা-ও আবার এই ধরনের গেমে পাওয়া সত্যিই এক প্রশংসনীয় বিষয়।

কেননা এই গেমে পাবেন প্রচুর গেম মোড যা আপনি রাত দিন খেলেও শেষ করতে পারবেন না। আমি অবশ্যই Recommend করবো Mod Version Download করে খেলার জন্য।

তাহলে সব লেভেল আর অন্যান্য জিনিসগুলো আনলক করা পাবেন। প্লে-স্টোরের টায় সব লক করা। খেলে খুব একটা মজা পাবেন না।

এই গেমের নিজস্ব কোনো সাউন্ড বা মিউজিক নেই। জি, বিষয়টা অবাক করা হলেও এই গেমের সাউন্ড কোথা থেকে আসে জানেন?

আপনার ফোন মেমোরি তে থাকা সমস্ত অডিও ফাইলই এই গেমটিতে একের পর এক Randomly Shuffle হবে যতক্ষন আপনি গেমে আছেন ততক্ষন।

বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই গেমের বিভিন্ন ধরনের Control আছে যা সেটিংস এ গেলে পেয়ে যাবেন।

এছাড়াও এখানে আপনি প্রচুর Levels পাবেন খেলার জন্য। সাথে পাবেন First person (FPS) এবং Third Person (TPS) Viewing experience। জি এখানে FPS + TPS দুটিই আছে।

আপনার যেভাবে ইচ্ছা খেলতে পারবেন। এখানে অনেক গেম মোড আছে। সাথে আছে চোখ ধাধানো গ্রাফিক্স।

রাতের আকাশের তারা থেকে শুরু করে সবকিছুর ডিটেইলসই এত সুন্দর ভাবে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না।

এক কথায় অসাধারন একটি গেম। অবশ্যই Recommended থাকবে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

5 thoughts on "Unique কিছু High Graphics এর Android Games যা আপনার খেলা উচিত!"

  1. SH Ridoy Khan Contributor says:
    Download speed Onek Slow
    Onno link den
    Thor er ta
  2. SH Ridoy Khan Contributor says:
    G-Drive link takla den atao onk slow
  3. Md Sihab Ali Contributor says:
    Pc game suggest action or racing

Leave a Reply