বর্তমানে বাংলাদেশে Clash Of
Clans এর ব্যাপক জনপ্রিয়তা লক্ষ করা
যায়। আসলে বাংলাদেশের
গেমারদেরকে দুই ভাগে ভাগ করা
যায়। এক যারা ক্লাশ অফ ক্লান্স
খেলে দুই যারা ক্লাস অফ ক্লান
খেলে না। মনে হয় না এই ছোট
করেও এর জনপ্রিয়তা বুঝানো যাবে।
ক্লাশ অফ ক্লান আসলে একটি
স্ট্র্যাটেজি গেম তাই অনেক সময়
নিয়ে খেলতে হয়। আর এর ফলে অনেক
নতুন প্লেয়ারই সহজ উপায়ে কিভাবে
খেলা যায় তা খুজতে থাকেন।
গেমটি যেহেতু অনলাইনে খেলতে
হয় আর এর সমস্ত ডাটা ক্লাশ অফ ক্লানস
এর সার্ভারে স্টোরেজ থাকে তাই
Clash of Clans গেমে আসলে খুব বেশি
একটা ট্রিক্স কিংবা টিপ্স নেই। তবুও
যারা নতুন তাদের জন্য এই অল্প
কিছুটা ট্রিকস এবং টিপসই খুবই
সহযোগিতা করবে। তো চলুন দেখে
নেই ক্লাস অফ ক্লান্স এর ট্রিক্স এবং
টিপ্সগুলো

1. ক্লাস অফ ক্লান্স
হ্যাকিং: প্রথমে
গেমটির হ্যাক করা নিয়েই
আলোকপাত করলাম। কেননা যারা
নতুন প্রথমেই খুজে কিভাবে
তাড়াতাড়ি কিছু করা যায়। এজন্য
তারা হ্যাকিং এর চিন্তা করে।
ফেসবুক কিংবা অন্য কোন সাইটে
ফ্রী জেম এর অফার দেখা যায়।
ভুলেও ঐদিকে পা বাড়াবেন না।
ওদের সাইটে গেলে প্রথমেই
হয়তোবা একটা সার্ভে পূরণ করতে
বলবে এবং কোন একটা ফাইল
ডাউনলোড করতে বলবে। অনেক সময় এর
মাধ্যমে মোবাইলে এবং পিসিতে
ভাইরাস প্রবেশ করতে পারে। আসলে
এটা পুরাই ভুয়া। আর আরেকটা কথা
ক্লাস অফ ক্লান্স গেমের ডাটা
অনলাইনে স্টোরেজ থাকায় এটা
আজ পর্যন্ত হ্যাক করা সম্ভব হয়নি।

2. টাউন হল ম্যাক্স না করেই আপগ্রেড
দেওয়া : অনেকেই দেখি টাউন হল
ম্যাক্স না করেই টাউন হল আপগ্রেড
দিয়ে দেয়। টাউন হল ম্যাক্স করা
হলো ঐ টাউন হল থাকা অবস্থায় সকল
কিছু ম্যাক্সিমাম আপগ্রেড করা। যদি
আপনার টাউনহল ৭ এ থাকে তবে ৭ এর
সকল কিছু ডিফেন্স, ট্রুপস, মাইন,
কালেক্টর ইত্যাদি ম্যাক্সিমাম
পর্যন্ত করে তবে টাউন হলকে ৮ এ
আপগ্রেড দিন। ম্যাক্স না করে
আপগ্রেড দিলে উপরের লেভেলের
প্রাপ্ত লুট দিয়ে পরে সকল কিছু
আপগ্রেড দেওয়া কঠিন হয়ে পরে। আর
লুটও কম পাওয়া যায়। তাই টাউন হল

ম্যাক্স করার আগে কখনোই টাউন হল
আপগ্রেড দেবেন না।

3. Revenge নেওয়া : অফলাইনে
থাকাকালে নিজের থেকে লুট
নিয়ে গেলে খারাপ লাগেই। তবে
এটা অনেক সময় ভালো কিছুও বয়ে
আনে। যেমন রিভেন্জ নেওয়া। ক্লাস
অফ ক্লানসে রিভেন্জ এটাক নেওয়া
সত্যিই দারুন একটা সুযোগ। কারন এর
ফলে আপনি আগেই অপোনেন্ট এর
বেস দেখে, সেই অনুযায়ী অ্যাটাক
স্ট্র্যাটেজী করতে পারবেন।

4. Elixer সেভ করা :Baracks গুলো দিয়ে
আপনি সহজেই বেশ কিছু ইলিক্সিয়ার
সেভ করতে পারবেন। কিভাবে?
ব্যারেকস গুলোতে ট্রুপস ট্রেইন করতে
দিয়ে। বুঝাতে পারলাম? আচ্ছা ধরুন
আপনার কাছে ১০০০০০০ ইলিক্সিয়ার
আছে। কিন্তু আপনি এখন COC থেকে
বের হয়ে যাবেন। তো এক্ষেত্রে
Baracks গুলোতে ট্রুপস ট্রেইন করতে
দিতে পারেন। যেমন যদি আপনি
একটা ব্যারেক্সে ৬০ টা ট্রুপস ট্রেইন
করতে পারেন তবে ৩ টি ড্রাগন
ট্রেইন করতে দিলেই ২৭*৩= ৮১
হাজার Elixer রাখতে পারবেন।
ড্রাগন রাখতে না পারলে ওয়াল
ব্রেকার রাখতে পারেন। কারন Wall
Breaker, ২ স্পেস নিলেও অনেক
ইলিক্সিয়ার ব্যবহার করে। এভাবে ৪
টা ব্যারেকস এ ৮১*৪ =৩২৪ হাজার
ইলিক্সিয়ার রাখতে পারবেন এবং
তখন ইলিক্জিয়ার স্টোরেজে Elixer
থাকবে মাত্র ১০০০০০০-৩২৪০০০=
৬৭৬০০০। আবার আপনি স্পেল
ফ্যাক্টরিতেও স্পেল তৈরি হতে
দিতে পারেন। ফলে কোন প্রতিপক্ষ
রেইড করলে অ্যাভেইলেবল লুটও কম
দেখাবে। এভাবে আপনি ডার্ক
ইলিক্সিয়ারও সেভ করতে পারবেন।

5. প্রাপ্ত শীল্ডের সর্বোচ্চ ব্যবহার
শীল্ড থাকাকালে কেউ
আপনাকে
এটাক করতে পারবে না। কেউ যখন
আপনার টাউন হল ভেঙ্গে ফেলে বা
৫০% ধংস করে তখন আপনি ১২ ঘন্টা
শীল্ড পাবেন। আর ১০০% ধংস করলে ১৬
ঘন্টা শীল্ড পাবেন। অনেক সময়
দেখা যায় শীল্ড এ আছেন তবুও দু
একটা অ্যাটাক করে COC থেকে বের
হয়ে যান। এতে আপনি কতই বা লুট
করতে পারবেন? কিন্তু অপোনেন্ট
কিন্তু ঠিকই আপনার থেকে লুট করে
নিয়ে যাবে। তাই তখনই শীল্ড
ভাঙ্গুন যখন আপনি একনাগারে
অনেকক্ষণ খেলবেন। সুতরাং
শীল্ডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত
করুন।

6. টাউন হল : অনেক সময় অ্যাটাক করতে
গেলে দেখবেন টাউন হল বাইরে
রাখা। আপনি ভাবতে পারেন এ
কোন বোকা যে টাউন হল বাইরে

রাখে। কিন্তু এর পেছনেও কারন
আছে। কারন আপনি যখন টাউন হলটা
ভেঙ্গে আসবেন তখন সে শীল্ড
পেয়ে যাবে। এতে তার থেকে লুটও
কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে
ফার্মিং বেস গুলোতেই টাউন হল
বাইরে রাখা হয়। তবে ট্রফি বেসেও
টাউন হল বাইরে রাখতে পারেন।
তবে ট্রফি বেসে সাধারনত টাউন হল
ভেতরেই রাখা হয়।

7. ক্লান ওয়ার চলাকালে
নিরাপত্তা : ক্লান ওয়ার চলাকালেt
ক্লান নতুন কোন মেম্বার না নেওয়াই
ভালো। কারন হতে পারে সে
প্রতিপক্ষ ক্ল্যানের মেম্বার।
এক্ষেত্র সে আপনাদের সবার ওয়্যার
বেস দেখে যেতে পারবে। এমনকি
হাইড থাকা জায়ান্ট বোম্ব, এয়ার
মাইনস, বোম্ব, স্প্রিং, টেসলা
ইত্যাদি কোথায় কি আছে তাও
দেখে নিতে পারবে। তাই ক্লান
প্রিপারেশন ও ওয়ার ডে তে নতুন
কোন মেম্বার নি নেওয়াই ভালো।

8. ট্রুপ ডোনেশন : অনেকেই ট্রুপ
ডোনেশন করতে চায় না। কিন্তু মনে
রাখবেন ট্রুপ ডোনেশন করলে Experience
Level ও বাড়ে। এক্ষেত্রে আপনি যতটুকু
ট্রুপ দেবেন ততটুকু Experience Point ই
পাবেন। তাই ডোনেশন করতে থাকুন।
এছাড়া ডোনেশনের ক্ষেত্রে
Achievement আনলকের ব্যাপারও আছে।
এতে অনেক জেমও পাওয়া যায়।
আসলে Clash of Clans একটু সময় ও ধৈর্য
নিয়ে খেলতে হয়। আপনি চাইলেও
এটি তাড়াতাড়ি খেলতে পারবেন
না। আর Clash of Clans এর তেমন টিপস
এবং ট্রিকসও নাই। তবে আপনি উপরে
উল্লেখিত ক্লাস অফ ক্লানস টিপস ও
ট্রিকস গুলো দেখতে পারেন। এগুলো
ছাড়াও আরো কিছু ছোট ছোট টিপস ও
ট্রিকস আছে যেগুলো আপনি ক্লাস
অফ ক্লানস খেলতে খেলতেই শিখে
যাবেন। তোই হ্যাপি ক্ল্যাশ অফ
ক্ল্যান্সিং

ফেইসবুক Singel নাম, Photoverify,
এবং ফেইসবুকের যেকোনু
প্রয়োজনে, আমার সাথে

যোগাযোগ
fb.com/merouf

or number

+8801725975667

28 thoughts on "Clash of Clans গেম খেলার খুঁটিনাটি"

  1. faqrux Contributor says:
    Bai…amar village 1ta friend use kore name ta change kore felche?
    Supercell a o email korte parchi na

    Vai please amake 1ta bebostha kore then

    1. Rouf Author Post Creator says:
      :'(
    2. Md Fahim Author says:
      contact me on fb
      fahim al farhan
  2. Rashedul karim Contributor says:
    Bhai robite free mb ba free net ace???
  3. mango468 Contributor says:
    oi rana tui ki kana…amare trainer bana…..@!@
  4. Rayhan Contributor says:
    amar ak boro vai ai games ta unlimited games baniye niche hack kore…
    r tomi bolo hack kora jay na?
  5. Robert Contributor says:
    kono chodnar power nai coc games hack korar ….tor boro vai mod version khale … online games hack kora hard na impossible
  6. S.H.Shimul Contributor says:
    Good post…
  7. Asif Mahmood Contributor says:
    Moder Combat 5
    খেলতে চাই 🙁
  8. Alifujjaman002 Contributor says:
    Vai jantam…..eibar r ooo clear holam….thnx vai
  9. sumontoma981 Contributor says:
    aj amiamar ekta hack hoya jaua coc game back anciii. kau ki amon problem a asan takle bolen.. fb link…. sumon.khoksha.5
  10. Al-amin Author says:
    CoC Game ki moja paoya jai ki????
  11. Zakaria king Contributor says:
    coc id Banned হইছে এখন আবার আনবো কিভাবে?
  12. Woali Contributor says:
    কোক ইসলাম বিরোধী গেম তাই আমি আমার টাউনহল ৮ Max হওয়ার পরও খেলা বাদ দিয়েছি।
    1. Rouf Author Post Creator says:
      vai anake diye den
    2. Woali Contributor says:
      ভাই আমার আইডি টা অনেকজন কিনতে চায়ছে,আমি দেয়নাই।কারণ ওখানে আমার নাম আছে।
  13. Jahedul Alam Contributor says:
    ফালতু গেমস আমি খেলিনা B-)
  14. sdmasum Author says:
    আমার আইডি permanently banned হইছে।। আমি কি id ফিরে পাব।plz janaben
  15. sharia jaman Contributor says:
    আমি নিয়ম গুলো জানি।।।:-)
  16. KOMOL12 Contributor says:
    ভাই. কেমন করে ঠিক. করবো আমার. 10 Bidan বাদ. হরছে please. ভাই. আমাকে এটু বলেন না……..
    1. Rouf Author Post Creator says:
      ১৫৮
    2. Rouf Author Post Creator says:
      fb te jogajog koren fb.com/merouf
  17. Skrobi Contributor says:
    Help Koren joni keo jajnen coc game name change kora ja tahole bolen amar id hack hoye giye chilo kintu ami amar id reply niye eshechi kintu amar coc nam change kore feleche jodi TRICKBD vaiy o bondu keo janen coc nam charge kora jay tahole bolen please help me
    1. Princezz Author Post Creator says:
      ami parbo contact fb.com/merouf
  18. Md Polash Khondokar Contributor says:
    জেমস বাড়াবো কি করে
  19. Ruhel ahmed Contributor says:
    ইতা আমার ভালা লাগে না এই সব পালতু

Leave a Reply