সবাইকে আসসালামু আলাইকুম
আমরা সবাই হাঙ্গর নামক হিংস্র মাছের নাম সবাই জানি।
আপনি যদি কোনো কারণে সাগর বা মহাসাগরের মাঝে জাহাজ থেকে আলাদা হয়ে পানিতে পড়ে যান।
আর যদি কোন হাঙ্গরের কবলে পড়েন তাহলে আপনার মৃত্যু শতভাগ।
এই খুনিরা এসে আপনাকে দিয়ে তাদের ভোজন সম্পন্ন করবে।
তবে এরা কিন্তু সবসময় সুখি থাকে না।
কারণ সাগরের জলরাজ্যে খাবারের অভাব থাকার কথা নয় , তবুও শিকার করেই নিজের খাবার নিজেদরই জোগাড় করতে হয়।
আর সেই অনুভূতি কিছুটা হলেও পেতে পারেন
JAWS Revenge গেমটি খেলে।
Name:-Jaws Revenge
Size:-38 mb
JAWS গেমটিতে আপনাকে একটি ক্ষুধার্ত হাঙ্গর হয়েই খেলতে হবে।
গেমটিতে পানির নীচে রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন প্রজাতির মাছ।
আর পানির উপরে রয়েছে উড়ন্ত পাখি।
আবার পানির উপরের অংশে কিছুক্ষণ পর পর স্কেটিং বা সাতার কাঁটতে থাকা অবস্থায় আপনার স্বজাতীর ভাইদের দেখতে পারেন।
তখন কিন্তু দরদী হলে চলবে না।
কারণ,কিছুক্ষণ না খেয়ে থাকলে ক্ষুধায় মারা পড়বে হাঙ্গরটি।
আর তাছাড়াও প্রত্যেক লেভেলে রয়েছে আলাদা আলাদা মিশন।
গেমটির কিছু screenshot:-
দুঃখজনকভাবে এই গেমটি প্লে স্টোরে নেই।তাই apkpure.com এর লিংক দিলাম।
Downlod link:- Jaws Revenge
আশা করছি গেমটা আপনাদের খুবই ভালো লাগবে।
আজ এই পর্যন্তই।আবার দেখা হবে।
খোদা হাফেজ
Share:
6 thoughts on "JAWS_Revenge এবার হয়ে যান সাগরতলের খুনি।"