আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

 আপনারা যারা আমার মত গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের  একটি অ্যাকশন RPG গেম Legeng of Roland. এটা একটি ন্যাচারাল গ্রাফিক্সের গেম। ন্যাচারাল গেমগুলোতে প্রাকৃতিক সিনারীগুলো খুবই আকর্ষণীয় হয় এবং এটা চোখের জন্যও ভাল। এর কারণ হল মানুষ আদিমযুগ থেকেই প্রকৃতির কাছে থেকে বিস্তারলাভ করেছে তাই সবুজ প্রাকৃতিক দৃশ্যে চোখ স্বস্তিলাভ করে। প্রমাণস্বরূপ বলা যেতে পারে গ্রামের লোকজন খুব কমই চশমা ব্যবহার করে। অন্যদিকে শহরের দালান-কোটার ভিড়ে বন্দী লোকজন প্রকৃতির ছোয়া পায় খুব অল্প। ফলে চোখের সমস্যা বেশি দেখা দেয় এবং চশমা বেশি ব্যবহার করতে দেখা যায়। যাহোক মূল কথায় ফিরে আসি। আমার শেয়ার করা অধিকাংশ গেমই অনেক বড় সাইজের তাই সকলে ডাউনলোড করে হয়ত খেলতে পারেন না বা সকলের ফোনে চলে না। তাই কম এমবি এর মধ্যে এই গেমটি শেয়ার করছি যেন সকলেই খেলতে পারেন এবং সবার ফোনেই চলে। তো চলুন শুরু করা যাক। 

গেমটির স্টোরিলাইনঃ

 একটি অল্প বয়স্ক সাহসী এডভেঞ্চারারকে সাহায্য করুন এবং বিশ্বকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করুন। বিপজ্জনক দানবের বিরুদ্ধে এবং একটি রহস্যজনক উচ্চ ফ্যান্টাসি RPG গেম খেলার মাধ্যমে আপনার দক্ষতা পরীক্ষা করুন! 
একটি প্রাচীন শয়তানি শক্তি জাগ্রত হয়েছে, এবং Alfred নামে একজন গ্রেট ঋষি এটাকে আটকানোর একটি উপায় খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন। বিশ্বজগতের ভারসাম্য বজায় রাখা মৌলিক উপাদানগুলো বিঘ্নিত হয়েছে এবং Mutant নামে পরিচিত একটি রহস্যময় দৈত্য আবির্ভূত হয়েছে।
Roland যে কিনা এই গেমের নায়ক, এবং Charlotte ও তার বিশ্বস্ত ধর্মীয় সহচরকে পাঠানো হয়েছে, এই রহস্যময় Mutant কে শিকার করার জন্য যেন মিশরে শান্তি পুনরুদ্ধার হয়।
Roland এবং Charlotte এর সাথে বিভিন্ন ইভেন্টের মিশনে যোগ দিন যা বিশ্বকে বরাবরের মত পরিবর্তন করে দেবে এবং শুরু করুন আপনার মহৎ ভ্রমণ। যুদ্ধ এবং শতাধিক রণ কৌশলের প্রশিক্ষণ নিন। যুদ্ধে টিকে থাকতে নিজের ইকুইপমেন্টকে সর্বদা আপগ্রেডেড রাখুন। এই যাত্রায় আপনাকে বন্ধুদের মুখোমুখি হতে হবে। তাদের সাথে ভ্রমণ করুন এবং Mutant এবং গ্রেট ঋষি এর পতন রহস্য উন্মোচন করুন।

একনজরে ফিচারসমূহঃ

  • এটি একটি এনিম ভিত্তিক আর্ট-স্টাইল গেম
  • চলমান স্টোরিলাইন এর সাথে ঐতিহ্যবাহী RPG অভিজ্ঞতা পাবেন।
  • সাবলীল এবং অনুমানপ্রবণ গেম কন্ট্রোল
  • Mix-Match সিস্টেম ব্যবস্থা, খেলোয়ার ১৩ জন চরিত্রের মধ্য থেকে তার উপযেগী চরিত্র পছন্দ করে নিতে পারবেন।
  • প্রত্যেক চরিত্রের আছে নিজস্ব রণ-কৌশল
  • শতাধিক যুদ্ধ-কৌশল
  • শত্রুকে পরাজিত করার জন্য রয়েছে সুপার ম্যাজিক আনলক মোড
  • ডজন খানেক গেম Quest বা মিশন
  • গেমে টিকে থাকার জন্য রয়েছে নিজেকে এবং অস্ত্রকে আপগ্রেড করার সুবিধা
  • নিজের ইচ্ছামত চরিত্র কে ফিট করে নেওয়ার সুবিধা
  • গেমটি খেলার জন্য সর্বনিম্ন হার্ডওয়্যার কনফিগারেশনঃ

    > ১ গিগাহার্জ CPU
    > ৫১২ এমবি Ram
    > সব ধরনের GPU তে গেমটি চলবে। 

    গেম বিবরনী

    নাম: Legend of Roland: Action RPG
    গেম ভার্সন: 1.1.3
    গেম মোড: Offline
    গেম সাইজ: ১২৬ এমবি
    এন্ড্রোইড ভার্সন: 4.0 এবং এর উপরের ভার্সনে চলবে

    নিচ থেকে ডাউনলোড করে নিনঃ

    প্লে-স্টোর লিংক 
    যারা গেমটির মোড ভার্সন অর্থাৎ আনলিমিটেড কয়েন এবং হাই লেভেল প্লেয়ার চান তারা নিচ থেকে মোড apk ডাউনলোড করে নিন
    Mod apk-10 mb

    মোড apk ইনস্টল পদ্ধতিঃ

    ১. প্রথমে প্লে-স্টোর থেকে গেমটি ইনস্টল করুন
    ২. এবার File manager এ যান। তারপর Internal memory/phone memory>android>obb ফোল্ডারে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন


    ৩. Rename করার পর File manager থেকে বের হয়ে আসুন এবং apk ফাইলটা Uninstall করে দেন।
    ৪. এবার উপরের লিংক থেকে মোড Apk ডাউনলোড করে ইনস্টল করুন।
    ৫. এবার আবার File manager এ যান। তারপর Internal memory/phone memory>android>obb ফোল্ডারে যান এবং ডাটা ফোল্ডার Rename করে দিন অর্থাৎ শেষের 1 মুছে দিন। নিচে দেখুন

    ৬. কাজ শেষ এবার উপভোগ করুন গেমটি

    নিচে কিছু স্ক্রিনশট শেয়ার করলামঃ















    স্ক্রিনশটের পাশাপাশি নিচে গেম-প্লে ভিডিও শেয়ার করলাম, দেখতে পারেন

    আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।




    25 thoughts on "[ন্যাচারাল গ্রাফিক্স গেম রিভিউ] গেমপ্রেমীরা খেলুন কম এমবি এর ভিতর একটি অ্যাকশন RPG গেম Legend of Roland মোড ভার্সন (বিস্তারিত পোস্টে)"

    1. Md Burhan Uddin Contributor says:
      Bro nice post thanks
      1. Anik Contributor Post Creator says:
        my pleasure vai
      1. Anik Contributor Post Creator says:
        ?
    2. Anik Contributor Post Creator says:
      ৪.১
    3. Hasan. 112 Contributor says:
      vai,
      apnar ei phonetet nam jante pari?
      1. Anik Contributor Post Creator says:
        নকিয়া ৫
    4. IMDAD SHUVRO Author says:
      125 MB তারপরেও কম এমবির গেম হলো এটা,,??
      1. Anik Contributor Post Creator says:
        আমি তো হাই এন্ড গেম শেয়ার করি ভাই যেগুলো ২-৩ জিবি সাইজ। সেই তুলনায় কম এমবি হল না? ?
    5. HashTrick Contributor says:
      bro tomar gta sa ta koto mb ar phone version koto
      1. Anik Contributor Post Creator says:
        ভাই আপনার বোধহয় ভুল হচ্ছে। আমি তো এখনো gta sa নিয়ে কোনো পোস্ট করিনি। তবে ইচ্ছা আছে gta sa এর মোড প্যাক নিয়ে পোস্ট করার
      2. HashTrick Contributor says:
        Are vai…oito tomar obb folder e dekhlam gta er file..tar mane tumi khelo..tai bollam
      3. Anik Contributor Post Creator says:
        ওহ তাই বলেন ? ওটা ২.৫ জিবি ভাই। ওরিজিনাল obb ফাইল
      4. HashTrick Contributor says:
        Otar download size koto???????
      1. Anik Contributor Post Creator says:
        ???
    6. Nirob_HossanNH Contributor says:
      Vlo post…vai
      1. Anik Contributor Post Creator says:
        ধন্যবাদ ভাই
    7. YASIR-YCS Author says:
      পোস্ট করতে কয় দিন লাগসে???
      1. Anik Contributor Post Creator says:
        ভাই আপনি এই কথাটা জিজ্ঞাসা করলেন! আমার পোস্ট করতে একটু সময় লাগে। আমি ২-৩ দিন ধরে সময় নিয়ে একটা পোস্ট করি। আমি পোস্ট করি যেন সবাই গেম সম্পর্কে একটা ধারণা পায়। এবং ডাউনলোড করে খেলে। কষ্ট করে পোস্ট করি কারণ এটা করতে আমার ভাল লাগে। নিজের পোস্ট দেখে নিজেই আনন্দ পাই
      2. YASIR-YCS Author says:
        এইভাবে পোস্ট করতে গেলে আমার ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে??
      3. Anik Contributor Post Creator says:
        কী যে বলেন। আপনার পোস্টও অনেক সুন্দর হয়
      4. YASIR-YCS Author says:
        ??আপনার চেয়ে হবে না

    Leave a Reply