গেম লাভারদের জন্য নিয়ে হাজির হলাম ফাটাফাটি একটি অ্যাকশন গেমস নিয়ে যার নাম Max Payne 2.
জেনে নেওয়া যাক গেমসটি সম্পর্কেঃ
গেমসটি প্রকাশ হয়েছিল ১৪ই অক্টোবর ২০০৩ইং সালে
যে সকল প্লাটফর্ম থেকে খেলা যাবে Microsoft Windows, Xbox 360, PlayStation 2, PlayStation 3, Xbox
গেমসটির ডেভেলোপার এবং ডিজাইনার Remedy Entertainment, Rockstar Vienna
গেমসটি মূলত Max Payne 2 সিরিজের ২য় খন্ড, এটা একটি অ্যাকশন শুটিং ধাচের ভিডিও গেমস।যেখানে প্রথমেই নিজেকে আবিস্কার করবেন হাঁসপাতালে এবং কিছু ক্লিপ এর মাধ্যমে আপনি দেখতে পাবেন কিছু ঘোলাটে অতীত। যেহেতু আপনি হাসপাতালে থাকবেন সেহেতু বুঝে নিতেই হবে আপনার সাথে ঘটে গেছে অবাঞ্ছিত কোন কিছু আপনার সাথের অথবা কাছের মানুষ গুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে।কিছু ক্ষনের মাঝে দেখা হয়ে যাবে মুখোশ পরা অস্ত্রহাতে দুজনের সাথে তাদের খুন করে নিজেকে বাচিয়ে নিয়ে যেতে হবে আপনাকে আর এর মাধ্যমে শুরু হয়ে যাবে আপনার প্রথম মিশন।
আর খেলতে খেলতে মনে পড়ে যাবে আসলে অতীতে কি হয়েছিল কারন কিছু ছোট ছোট ক্লিপ এর মাধ্যমে জানতে পারবেন। আর যত মিশন শেষ করতে সক্ষম হবেন ততটাই নিজেকে খুজে পাবেন গেমসটিতে।
আপনি পাবেন অস্ত্র, গোলা-বারুদ আপনার শত্রু পক্ষের সাথে মোকাবেলা করার জন্য।তো যদি ডাউনলোড করতে চান তবে প্রস্তুত হয়ে থাকুন খেলার জগতে হারিয়ে যাওয়ার জন্য তবে সাবধান নিচের কনফিগ না থাকলে শুধু শুধু MB নষ্ট করতে যাবেন না।
সর্বনিম্ন কনফিগারেশনঃ
প্রসেসর = Pentium IV CPU 1.6 GHz
র্যামঃ ৫১২ MB
সাইজঃ ১৯৭ MB
ভিডিও মেমোরীঃ ৯৬ MB
অপারেটিং সিস্টেমঃ Windows 98 XP Vista 7 and Windows 8.1/windows 10
ডাউনলোড ফাইল সাইজ ২১৭.৯ MB
Password:www.movie4tag.ga
সবশেষে
যদি গেমস অথবা পোষ্টট টি আপনাদের ভালো লেগে থাকে তবে মতামত জানাতে ভুলবেন না কিন্তু।
আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
# সাপোর্ট টিম এর জন্য এক লাইন
আমি জানি আপনারা প্রতিটি পোষ্ট রিভিউ করেন তাই আপনাদের উদ্দেশ্যে আমি জানিনা কোন কোন সাইটে আমার লেখা গুলো পাবলিশ হয় এবং কারা করে আমি শুধু TrickBD এবং Movie4Tag সাইটে পোষ্ট গুলো পাবলিশ করি ।
আর আপনাদের সুবিধার্থে এখন থেকে আমার পোষ্টগুলো একদিন আগে TrickBD তে প্রকাশ করবো তার ১দিন পর নিজ সাইটে তাহলে আশা করি আপনাদের ভেরিফাই করতে সুবিধা হবে।
আর কেউ যদি প্রমান দিতে পারেন যে আমি কপি করেছি তাহলে তাকে আমার Author আইডি গিফট করে বিদায় নিবো।ধন্যবাদ সবাইকে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং DarkMagician
@Cyber_Prince Bro!
Ar linux niya full ekta tutorial den