হ্যালো বন্ধুরা গেম খেলতে কার না ভালো লাগে আমরা সকলেই অবসর সময় পেলে কমবেশি গেম খেলে থাকি তাই আজকে আমি আপনাদের সাথে 5 টি এন্ড্রয়েড ফোনের সেরা গেম নিয়ে হাজির হয়েছি।
যে গেম গুলা খেলে আপনার সত্যিই অনেক ভালো লাগবে তো চলুন দেখি কি কি সেই গেম গুলা।

আপনি ঢাকার জামে প্রতিদিন অসহায় হয়ে বসে থাকলেও তার মাঝেও শান্তি খুঁজে পাবেন Asphalt 8: Airborne কিংবা Asphalt Nitro গেম খেলি দুটোই রিলিজ হয়েছে game loft থেকে।
প্রথমটা আপনাকে খেলতে হবে ভাঙাচোরা রাস্তায় অনেকটাই বামে ঠিক যেন ঢাকার অনেক ফ্লাইওভারের আশে পাশের রাস্তা ওয়ার্নারের মাল্টিপ্লেয়ার মোডে খেলার সুযোগ আছে।
যোত সামনে এগোবেন পাবেন নতুন নতুন সব গাড়ি অন্যদিকে Asphalt 8: Airborne কিছুটা পুরাতন গেম কিন্তু এর দারুন দারুন সব ফিচারের জন্য একবার শুরু করলে শেষ না করে আপনি উঠতে চাইবেন না।
গেমটা মাল্টিপ্লেয়ার মোডে ও খেলতে পারবেন সব থেকে বড় কথা হচ্ছে জেমের উড়ে যাওয়ার সুযোগ পাবেন এই গেম খেলে দুটোই Google play store থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
এই গেমটি এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


শুরুতেই হইচই বেঁধে দিয়েছে যে গেমগুলো তার মধ্যে অন্যতম Critical Ops এই গেমসটিতে শহরের নানা পরিবেশে আপনি সাদাসিধে শক্ত মুকাবিলা করবেন কিংবা চাইলে আপনি নিজেও ডন হয়ে খেলতে পারবেন।
ইতিমধ্যেই অনেকে এই মাল্টিপ্লেয়ার মোডে খেলার স্বাদ নিয়েছে তো চাইলে আপনি বিশাল কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন বন্ধু হতে পারেন অনেকের গেম ডেভলপার এখনো এর পিছনে নিজের মেধা লাগিয়ে যাচ্ছেন।
তার মানে বুঝতেই পারছেন প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন সব ফিচার আর চ্যালেঞ্জ।
তো চাইলে আপনি এই গেমটি play store থেকে ফ্রিতে ডাউনলোড করে খেলার স্বাদ নিতে পারেন।
এই গেমটি এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


2015 সালের সাড়া জাগানো Fallout Shelter এর কথা মনে আছে ? সে বছরের অন্যতম সেরা নিজের গেম ছিল Fallout Shelter এই গেমে আপনাকে Shelter house বানাইতে হবে।
সেখানে আশ্রয় প্রার্থীদের আশ্রয় ব্যবস্থা করতে হবে আর তাদের বেঁচে থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে আপনার সামনে চ্যালেঞ্জ হয়ে আসবে দাবানল কিন্তু আপনি যদি Simulation Game এর ভক্ত হয়ে থাকেন তাহলে কোন চ্যালেঞ্জি ই আপনাকে দমাতে পারবেন না।
তো চাইলে গেম কে একবার খেলে দেখতে পারবেন প্লে স্টোর থেকে গেমটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
এই গেমটি এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


Harststone – Heroes Of Warcraft সেখানে Trailing করে নতুন নতুন কার আনলক করতে হবে আপনাকে নতুন Drake বানাইতে হবে আর তাদের অন্য খেলোয়াড়দের মুকাবিলা করতে হবে আপনি চাইলে একের অধিক Drake বানাতে পারেন।
যত সামনে এগুবেন ততই সব নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে হাজির হবে এই গেমের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো আপনি চাইলে আপনার pc থেকেও এই গেমটি ওপেন করে খেলতে পারেন।

এই গেমটি এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তোর বন্ধুরা আজকের পোস্টে পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী এপিসোড ততক্ষণ সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
নিরাপদ ~ নিশ্চিন্তে Dollar buy sell Exchange করুন এই ফেসবুক পেজ থেকে।

15 thoughts on "এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সেরা ৪ টি গেম।"

  1. Piprar Doctor (Shahin) Author says:
    ভালো পোষ্ট
    1. MD Shemanto Subscriber Post Creator says:
      Thank you sir…
  2. Abdus Salam Author says:
    যদি কেউ PubG খেলে থাকেন তবে আর অন্য কোন গেমস খেলতে চাইবেন না। ২০১৮ সালের সেরা গেম এইটি!
    1. MD Shemanto Subscriber Post Creator says:
      ডাউনলোড করতে গেলে সবকিছু দেখতে পারবেন স্যার।
    1. MD Shemanto Subscriber Post Creator says:
      Thank you sir…
  3. Fallout shelter গেমটা খেলছি।তবে মোবাইল হ্যাং হয়ে যায় বলে আর খেলতে পারিনি।তবে গেমটি অসাধারন।আরও কিছু স্ক্রিনট দিলে ভালো হতো।আশা করি এরকম গেম নিয়ে আরও পোস্ট করবেন।
    1. MD Shemanto Subscriber Post Creator says:
      Thank you sir…
  4. md mamun rahman sikder Contributor says:
    Bro Pls see jodi sob ta game er size likten better hot amar mone hoy
  5. গেমস/এপ্স রিভিউ করার ক্ষেত্রে অবশ্যই সাইয উল্যেখ করবেণ।আর হ্যাঁ পোষ্ট এডিট করুন।
  6. Joy Biswas Contributor says:
    PUBG নাই কেন? 🙁
    1. WhiteShadow Contributor says:
      PUBG is for pros….
      Why are you trying to fing PUBG in this noobie games???
      B-)
    2. Joy Biswas Contributor says:
      well, did he mention 4 best android games for *newbies*?
  7. Sk Hadi Contributor says:
    ay gam gula ki online

Leave a Reply