আসসালামু আলাইকুম।আশাকরি সকলেই ভালো আছেন ।আজ আপনাদের মাঝে নিয়ে এলাম wcc2 তে কিভাবে Player দের পাওয়ার ফুল করবেন । ক্রিকেটের গেমের ভিতর সবচেয়ে ভালো গেম Wcc2।
Player দের পাওয়ার ফুল করার মাধ্যমে সহজে চার,ছয় মারতে পারবেন ।প্রতিটি বলে চার ,ছক্কা হাকাতে পারবেন ।উইকেট নিতে পারবেন সহজে
এই কাজটি করতে যা যা প্রয়োজন
১.Wcc2 সাপোর্টেট মোবাইল ।
২.Unroot মোবাইল ।
৩.Es File Explorer .আশাকরি এই অ্যাপটি সবার ফোনে।যাদের এই অ্যাপ নাই তারা Play Store থেকে ডাউনলোড করুন ।
Start the Work
প্রথমে Es File Explorer অ্যাপে ঢুকুন।
তারপর Es File Explorer অ্যাপের Show hidden files চালু করুন ।
তারপর যে কোন দেশের দলেরData ফাইলে ঢুকুন ।আমি ঢুকলাম .Ban ডাটায়।
আর Test খেলায়.TM_Ban আসবে। যেকোনো দলের Data না আসলে সেই দল নিয়ে এক ম্যাচ খেলুন ।তবু ও যদি দলের Dataনা আসে তবে Player দের নাম পরিবর্তন করবেন ।
তারপর এরকম আসবে । Text এ ঢুকুন ।
তার পরEs Note Editor এ ঢুকুন ।
তারপর এরকম আসবে ।তার পর Edit করুন
তারপর যেখানে bat Avg 100,isBowler1,bowl Avg 100 করবেন । সব player দের এগুলো করবেন ।
তারপর সেভ করবেন ।
দেখুন আমার player দের পাওয়ার ফুল ।ওভারের খেলায় 85 হলে Player দের পাওয়ার ফুল ।টেস্ট খেলায় 100 হলে power ফুল হবে
পোস্টটি ভালো লাগলে লাইক ,কমেন্ট করুন ।কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন ।আল্লাহ্ হাফেজ ।
একেবারে মনের কথাটা বলছেন।
এই পোস্টটা ট্রিকবিডির হোমপেজে দেখেই বুঝে গেছি, যে কি নিয়ে লিখবে, তাই জানাতে এলাম।
এই পোস্টটা অলরেডি করা আছে আর এক/দেড় বছর আগেই।
তাই এখন রাগটা কিভাবে ঠান্ডা করি?
old post ki amader sob prothom theke dekhe aste hobe???
Good post