আমি এত গুছিয়ে কথা বলতে পারি না।
তাই যা বলার সরাসরি বলে ফেলছি।
একটা কথা বলতেই হবে:আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাধীন ভাই।আপনার জন্যেই ট্রেইনার পদ পেলাম।আমি আপনাকে ভাল করে চিনি না,আর আপনিও আমাকে চেনেন না।তবুও আমাকে অথর পদ দেওয়ার জন্য সাহায্য করলেন।আপনার এই ঋণ আমি কখনো ভূলব না।আল্লাহ আপনার উপর বরকত দান করুক এই কামনাই করি।
আচ্ছা,অনেক কথা বলে ফেললাম।
কাজের কথায় আসা যাক।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম প্লেস্টোরের একটি পেইড গেম।প্লেস্টোরে যার দাম ২৫০ টাকা।
নিচের স্ক্রিনশটটি দেখুন
গেম সাইজ:-৯২ এমবি।
৫ এর উপরে সব ভার্সনএ স্মুথলি খেলা যাবে।


তবে আমি থাকতে চিন্তা কিসের?
আমি আপনাদের ফ্রিতে ডাউনলোড করার লিংক দিয়ে দিচ্ছি।
DOWNLOAD
প্রথমেই বলে রাখি যে,এটা অনলাইন গেম।
আপনারা যদি গুগলে সার্চ দেন,তাহলে সব মুড এপ পাবেন।আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।কারন আমি নিজেই গুগলে সার্চ দিয়ে দেখেছি।

আচ্ছা,গেমটি খেলে আমার খুব ভাল লেগেছে।আপনাদের কেমন লাগবে সেটা জানি না।
তবে রেসিং গেম প্রিয় মানুষদের কাছে অবশ্যই ভাল লাগবে।
নিচে গেমের কিছু স্ক্রিনশট দেখে নিন।আরেকটা
কথা বলতে ত ভূলেই গেছি,গেমটাতে কিন্তু রেসিং
এর সাথে একশন ও রয়েছে।স্ক্রিনশট দেখে ভাল
নাও লাগতে পারে।গেমটি খেলে দেখুন ১০০% ভাল
লাগবে।

আশা করি গেমের স্ক্রিনশট দেখে বুঝতে পেরেছেন যে,গেমটি কেমন হবে?

যদি কোনো ভূল হয় তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।

26 thoughts on "ডাউনলোড করে নিন অসাধারণ একটি গেম Riptide GP Renegade প্লেস্টোরে যার দাম ২৫০ টাকা।এখনি গেমটি ফ্রিতে ডাউনলোড করে নিন"

  1. Shadin Contributor says:
    Published. Now Happy?
    1. Trickbd lover Author Post Creator says:
      thank you ভাইয়া
    2. Kawsar Azad Contributor says:
      স্বাধীন ভাই, আমি ট্রেইনার হমু কবে! আমার তো অলরেডি তিনটা পোস্ট পাবলিশ হয়েছে।
    3. Shadin Contributor says:
      আপনি আরেকটা ভালো মানের পেন্ডিং পোষ্ট করে, এখানে রিপ্লাই দিয়েন।
    4. Kawsar Azad Contributor says:
      স্বাধীন ভাই, আজকে আবার একটা পোস্ট করেছি। জানি না, ভালো মানের হয়েছে কি-না। তবে অবশ্যই আমি ভালো মানের করার আপ্রাণ চেষ্টা করেই পোস্টটি লিখেছি। পেন্ডিং এ আছে। একটু দেখবেন প্লিজ।
    5. Shadin Contributor says:
      অপেক্ষা করুন…
    6. Shadin Contributor says:
      দুঃখিত। ট্রান্সলেটেড পোষ্ট।
  2. sharker Contributor says:
    Mb koto….???
    #mms
    1. Trickbd lover Author Post Creator says:
      ৯২ এমবি
  3. iloveyoutrickbd Contributor says:
    দারুণ একটা গেম।
    খেলে খুব মজা পেলাম
  4. Babu24q Contributor says:
    Walton Primo GH6 ফোনে সাপোর্ট করবে।
    1. Trickbd lover Author Post Creator says:
      ললিপপ ভার্সন থেকে শুরু করে ওরিও।এক কথায় উপরের সব ৫+ থেকে শুরু করে সব ভার্সনেই সাপোর্ট দিবে।
  5. Murad333 Contributor says:
    offline naki online bai
    1. Trickbd lover Author Post Creator says:
      অফলাইনেও খেলতে পারবেন আবার অনলাইনেও খেলতে পারবেন
  6. Adnan Hossain Parvez Contributor says:
    Offline multiplayer game gulo review den
    btw,good post
    1. Trickbd lover Author Post Creator says:
      ভাই এই গেমটি অফলাইনেও খেলতে পারবেন আবার অনলাইনেও খেলতে পারবেন।
      আগামীকাল একটি একশন গেম নিয়ে পোস্ট দিব।
      সেটা অনলাইনেও খেলতে পারবেন আবার অনলাইনে ও খেলতে পারবেন।
  7. md mamun rahman sikder Contributor says:
    সব গুগল এর ss আপনার ফোনের না
    1. Trickbd lover Author Post Creator says:
      জি।

      কারন গেমটা আমার মোবাইলে ১ মিনিটের বেশি খেলতে পারিনা।

      মোবালটা সাড়ে চার ইঞ্চি।
      আশা করি বাকিটা বুঝতে পেরেছেন।

    2. Muhammad Saiful Islam Contributor says:
      অনলাইনেও খেলতে পারবেন আবার অফলাইনেও খেলতে পারবেন।এইতো।

      আমার পোস্ট পাবলিশ হয়না এজন্য পোস্ট করতে মন চাইনা

    3. Trickbd lover Author Post Creator says:
      আপনি কন্ট্রিবিউটর, তাই পোস্ট পাবলিশ হয় না
    4. Muhammad Saiful Islam Contributor says:
      তো কি করলে আমার পোস্ট পাবলিশ হবে? সেটা একটু বলুন
    5. Trickbd lover Author Post Creator says:
      আপনি ৩ টি মানসম্মত পোস্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করুন।
  8. Trickbd lover Author Post Creator says:
    না বুঝলে করার কিছুই নাই
  9. Kawsar Azad Contributor says:
    প্লেস্টোর থেকে খুঁজে খুঁজে এপস ডাউন দিছি। অতঃপর ইউজ করেছি। অতঃপর ভালো লেগেছে। তারপর সেই প্লেস্টোরে অ্যাপসের সাথে সম্পৃক্ত রিভিউগুলো কিছুটা পড়েছি। তরপর নিজের ভাষায় ও উক্ত রিভিউগুলোর সারকথাকে একত্রিত করে লিখিছে। এবং প্লেস্টোরের স্কিনশটগুলোই দিয়েছি। কেননা, আমার ফোনে শট ভালো উঠছে না। এটাও কি করা যাবে না ভাইয়া? যদি না যায়, তবে কিচ্ছু করার নেই। আরো ভালো কিছু লিখে অপেক্ষা করতে হবে হয়ত। ধন্যবাদ।
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ভাই কিছু মনে করবেন না।
      স্বাধীন ভাইয়ের কথার মতে,আপনি ট্রান্সলেট করেছেন।
      তার উপর আবার স্ক্রিনশট গুলা প্লে স্টোর থেকে নিয়েছেন।
      এটা ত ভাই ঠিক না।
      আপনার ব্যবহার করা এপস গুলা যদি আপনার মোবাইলে সাপোর্ট করে থাকে, তাহলে স্ক্রিনশট যেমনই হোক না কেন?তা নেওয়া উচিত ছিল।
      আর এপস গুলার রিভিউ যদি ট্রান্সলেট না করে নিজের ভাষায় লিখতেন,তাহলে আপনার ট্রেইনার হওয়ার সম্ভাবনা ১০০% ছিল।
      ভূলটা ত আপনারই।পোস্ট বেশি সুন্দর করতে গিয়ে ধরা খাইছেন।
      একটা কথা ত জানেন যে, সব সুন্দর সুন্দর নয়।
      আশা করি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন?

Leave a Reply