হাই বন্ধুরা!

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি শ্যুটিং গেম “Armed Heist”. গেমটি প্লেস্টোরে বেটা ভার্সনে রিলিজ হয়েছে। গেমটি অনেকটা পিসি গেম “PayDay Crime War” এর মতো।গেমটির HD গ্রাফিক্স আর গ্রাফিক্স ডিটেইলস নজর কড়ার মত। অনলাইনে গেমটি খেলতে হবে তার মানে অবশ্যই নেট কানেকশন লাগবে গেমটি খেলতে।

তো চলুন দেখে নেই গেমটির ফিচারসমূহ,

#⃣গেম ফিচারঃ

 

1⃣ফার্স্ট পার্সন শ্যুটিং গেম

 

 

2⃣একশন প্যাকড শ্যুটিং

 

 

3⃣বিভিন্ন ব্যাংক,জুয়েলারি বা আর্মড ট্রাক লুট করে টাকা ইনকাম করা

 

 

4⃣ডাইনামিক কভার সিস্টেম,অর্থাৎ কভার নিয়ে বুদ্ধির সাথে খেলতে হবে

 

 

5⃣বিভিন্ন গ্রিপ,মাজল,স্কোপ,স্টক দিয়ে ওয়েপন কাস্টমাইজ করতে পারবেন ও গেম খেলে কয়েন দিয়ে লেভেল আপ ও ওয়েপন পার্চেস করতে পারবেন

 

 

6⃣৩০ টিরও বেশি ওয়েপন আছে,যেমন-পিস্তল,শটগান,এস.এম.জি,অসাল্ট রাইফেল,স্নাইপার রাইফেল,মেশিন-গান ইত্যাদি

 

 

7⃣বিশাল ম্যাপ থেকে বেছে বেছে মিশন করার সু্যোগ যেগুলোর প্রত্যেকটিই ভিন্নভিন্ন

 

 

8⃣৭০টিরও বেশি চ্যালেঞ্জিং মিশন

 

9⃣অসাধারন HD গ্রাফিক্স ও ডিটেইলস

 

 

এবার চলুন দেখে নেই গেমটির ইন-গেম এর কিছু স্ক্রিনশট,

 

#⃣স্ক্রিনশটঃ

 

 

তো আর দেরি কেন,দেখে নেই কি কি লাগবে গেমটি খেলতে,

 

#⃣রিকোয়ারমেন্টঃ

 

1⃣cpu-minimum 1ghz(any)

2⃣gpu-minimum 500mhz(any) মালি-400 তেও চলবে

3⃣ram-minimum 1gb

4⃣storage-minimum 1.2gb

5⃣internet চন্নেচতিওন-রেকুইরেদ

 

এবার দেখে নেই কিভাবে গেমটি খেলবেন,

 

#⃣কার্যপদ্ধতিঃ

 

1⃣প্রথমে প্লেস্টোর এ গিয়ে সার্চ করুন “Armed Heist” নামে।যদি না পান তাহলে নিচের লিংক থেকে প্রবেশ করুন,

✨গুগল প্লে-স্টোর লিংক

 

2⃣আপনার ডিভাইস যদি সাপোর্টেড না হয় তাহলে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, সেক্ষেত্রে নিচের “uptodown” লিংক থেকে xapk ফাইলটি ডাউনলোড করুন,

✨uptodown লিংক

 

3⃣এবার xapk-installer দিয়ে এই xapk ফাইলটি ইন্সটল করুন।

 

4⃣এভাবে না পারলে ”Z-Archiver” দিয়ে xapk ফাইলটি ওপেন করুন, তাহলে নিচের স্ক্রিনশট এর মতো আসবেঃ

 

5⃣এখান থেকে apk ফাইলটি ওপেন করে ইন্সটল করুন আর Android ফোল্ডারটি কপি করে আপনার ফোন স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজ এ পেস্ট করে দিন। Overwrite করতে চাইলে করুন।

 

6⃣এবার আপনার গেম রেডি, ডাটা কানেকশন অন করে খেলতে থাকুন।খুব বেশি ডাটা কঞ্জুম হয় না।

 

এরপরেও না বুঝলে ও গেম-প্লে দেখতে চাইলে নিচের ভিডিও দেখুনঃ

এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে। আর আমাকে ১০০০ সাবস্ক্রাইবার পেতে সাহায্য করুন।আপনারাই পারবেন আমি জানি!

 

⛔কোন সমস্যা হলে কমেন্ট করুন⛔

 

আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ

★ফেসবুক পেজ লাইক দিন

★ফেসবুক গ্রুপ জয়েন করুন।

তো আজ আমি যাচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোন গেম বা পোস্ট নিয়ে। ততক্ষন পর্যন্ত বিদায়। ভালো থাকবেন।

10 thoughts on "[Hot,Online,HD,New Shooting Game]মাত্র 1জিবি সাইজের মধ্যে “Armed Heist” গেমটি খেলুন সকল এন্ড্রয়েড ডিভাইসে। সাথে রিভিউ,গেমপ্লে,স্ক্রিনশট ও ইন্সটল করার নিয়ম থাকছেই"

  1. mohammad parvez Author says:
    Ayta third-person shoting game
  2. NS Sabur Legend Author says:
    ভাল
  3. SH Kapil Sharma Contributor says:
    good but everyone want to play multiplayer game.so we hope next time you will came wait that.
    1. A A Sakib Author Post Creator says:
      ok,but that got multiplayer too
  4. AK don Contributor says:
    Ofline a khela jabe na?
    1. A A Sakib Author Post Creator says:
      na
    1. A A Sakib Author Post Creator says:
      tnquuu

Leave a Reply