আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি,

অ্যান্ড্রোয়েডের সেরা ছয়টি story based game,
যেগুলো স্টোরি তো ভালো হবেই,তার সাথে গেমপ্লেও অনেক ভালো হবে এবং আপনি সেটা enjoy করবেন।

তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক:-

6.That Dragon,Cancer

Size:-862 mb

Ratings:-4.4

BDT 420 Taka

Offline Game



Play Store:-That Dragon,Cancer

Revdl:-
That Dragon,Cancer
আপনারা এটি খুব ভালো করেই জানেন যে একজন বাবা মার কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন তাদের ঘরে একটা বাচ্চা জন্ম নেয়।

কিন্তু কি হবে যখন এটা জানা যায় যে সেউ বাচ্চাটার ক্যান্সার হয়েছে।

ঠিক এই স্টোরির ওপর এই গেমটি তৈরি হয়েছে।

এরকম পরিস্থিতিতে বাচ্চার বাবা মা কি রকম ফিল করে,তার সাথে বাচ্চার কি অবস্থা হয়,সে কিভাবে নিজের লাইভ ইনজয় করে,

এসব বিষয়গুলো গেমটিতে তুলে ধরা হয়েছে।

5.Best Luck

Size:- 147 mb



Rexdl:-Best Luck

এই গেমটির মেইন ক্যারেক্টার যখন ঘুমিয়ে পড়ে,
তখন তার স্বপ্নে একটি মেয়ে আসে।

আপনাকে এখন মেয়েটির সাথে যেতে হবে বিভিন্ন পাজেল সলভ করতে হবে গেমটিতে।

তার সাথে আপনারা মেয়েটি কেনো মেইন ক্যারেক্টারের স্বপ্নে আছে,তার সাথে অতীতে কি হয়েছিলো,

এই সবকিছু আপনারা গেমটি খেললেই জানতে পারবেন।

গেমটি স্টোরি সত্যিই খুব অসাধারণ তাই ভুলেও গেমটি মিস করবেন না।

4.Never alone

Size:- 282 mb

BDT 400 Taka

Offline game



Play Store:-Never Alone

Rexdl:-Never Alone

সত্যি বলতে এটা আমার ফেভারেট অ্যান্ড্রয়েড গেম।

গেমটির গেম-প্লে একদম অসাধারণ তার সাথে যে স্টোরিলাইনে গেমটি চলতে থাকে সেটাও অসাধারণ।

গেমটিতে আপনার ক্যারেক্টার নুনা নামের একটি মেয়ের এবং তার সাথে থাকবে একটি শিয়াল।এদেরকে নিয়ে আপনাকে বেচে থাকতে হবে।

3.Lost Land (1-7)

Ratting:-4.7

Offline Game



Play Store:-Lost Lands 1

বাকি পার্টগুলো Play Store এ সার্চ দিলে ফ্রিতেই পেয়ে যাবেন।

এই গেমটির মোট ৭ টা পার্ট রয়েছে।

গেমটির মুল ক্যারেক্টার জঙ্গলের মধ্যে হারিয়ে যায়।

তারপর সে চলে যায় অন্য এক জগতে।সেখানে এখন আপনাকে স্টোরি অনুযায়ী চলতে হবে, সারভাইভ করতে হবে এবং বিভিন্ন পাজেল সলভ করতে হবে

2.Forgotten Anne

Size:-1.2 gb

Rattings:-4.7



Play Store:-Forgotten Anne]
এটিও প্লে স্টোরে থাকা সেরা একটি স্টোরি মোড অ্যানড্রোয়েড গেম।

গেমটিতে আপনাকে Anne নামের একটি মেয়ের ক্যারেক্টার প্লে করতে হবে।তারসাথে বিভিন্ন পাজেল সলভ করতে হবে।

গেমটির গ্রাফিক্স একদম Anime টাইপের।
তাই Anime লাভারারা অবশ্যই গেমটি একবার হলেও ট্রাই করবেন।

1.Brother a tale of two sons
Size:-747 MB
Rattings:-4.1
Offline Game
BDT 250 Taka



Play store:-[Brother a tale of two sons

Free Download:-brother a tale of two sons

এই গেমটির ব্যাপারে আমার মনে হয় না বেশি কিছু বলতে হবে।কারণ বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজার আমার মনে হয় গেমটি অবশ্যই খেলেছেন।

এটি একটি award-winning গেম।গেমটির স্টরি থেকে এনিমেশন সবকিছুই একদম পারফেক্ট।কোন কিছুতে কমতি দেখতে পারবেন না।

গেমটি মুলত দুই ভাইয়ের ওপর ভিত্তি করে চলতে থাকে।যারা কিনা নিজের বাবার জন্য ঔষধ আনতে যায়।তারপর শুরু হয় তাদের ভিন্ন রকমের অ্যাডভেঞ্চার।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|

আল্লাহ হাফেজ

10 thoughts on "অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা ছয়টি হাই গ্রাফিক্সের Story Based Game"

    1. Abir Ahsan Author Post Creator says:
      Thanks
  1. Abedin Contributor says:
    সব গুলোর মধ্যে brothers a tale of two sons গেইমটা বেস্ট।এটার কোনো তুলনা হয়না….সেই একটা কাহিনী।
    1. Abir Ahsan Author Post Creator says:
      একদম ?
    1. Abir Ahsan Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Mr_S@k!6 Contributor says:
    the walking dead series koi??
    1. Abir Ahsan Author Post Creator says:
      সেটা নিয়ে আমার আলাদা পোস্ট আছে।
  3. স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট
  4. Jahid Hasan Contributor says:
    জীবনের প্রথম যে মুভি দেখে কেঁদেছিলাম সেটা হলো “Miracle in cell no. 7 (2013)

    আর যে গেমটা খেলে কেঁদেছিলাম সেটা “Brothers; a tale of two sons”.

Leave a Reply