আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে Top 5 High Graphics Adventure Games এর ১ম পর্ব। এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা High Graphics Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু প্রায় একই। কিন্তু ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।

এত সুন্দরও যে Android Games এর Graphics হতে পারে তা আমি এই গেমগুলো না খেললে জানতাম না। হ্যাঁ, এর আগেও আমি বিভিন্ন ক্যাটাগরিতে অনেক High Graphics এর Games খেলেছি।

তবে এত সুন্দর করে Feel পাইনি। প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।

শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

 

5) Game Name : Returner 77

Game Developer : Fantastic, Yes

Game Size : 871 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : April 11, 2018

Game Version : 1.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

গেমটি প্লে-স্টোরে Paid। তাই Pdalife Website থেকে ফ্রি তে ডাউনলোড করতে হবে আপনাকে।

এই গেমটির মূল Concept Space, Galaxy, Alien এসবকে ঘিরে তৈরি করা হয়েছে। গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন।

এটি একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে।

3D Realistic Graphics এর সাথে অনেক সুন্দর একটি Storyline আপনি পেয়ে যাচ্ছেন। গেমটির Overall Environment Highly Detailed ভাবে ডেভেলপ করা হয়েছে।

গেমটিতে আছে Beautiful Dynamic Sound। আপনি যদি Earphone ব্যবহার করে গেমটি খেলেন তাহলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন।

গেমটির প্লে-স্টোরে মূল্য দেওয়া আছে বাংলাদেশী টাকায় ৪৯০ টাকা। তবে আমি বলবো গেমটি এত টাকা দিয়ে কিনলেও Worth it হবে।

কেননা গেমটিতে এত সুন্দর গ্রাফিক্স + প্রত্যেকটি Object এর Details এত সুন্দর করে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না।

গেমটিতে Live Action Video Clips এর সাথে Story Mode পাচ্ছেন। One of the best first person games মনে হয়েছে আমার কাছে।
অবশ্যই খেলে দেখবেন।

গেমটির আরো কিছু ফিচার এর কথা নিচে উল্লেখ করা হলোঃ

✔ Engaging single-player puzzles with unique and surprising designs

✔ Stunning 3D graphics with highly detailed environments. As good as a console game!

✔ Beautiful dynamic sound design

✔ Never get stuck on any of the puzzles with an intuitive AI system

✔ An ad-free premium experience

✔ No micro-transactions, pay once and get the full game

✔ Story with live-action video clips

✔ Auto-save feature so you can pick up where you left off

✔ Intuitive interface and sleek design

✔ Frequent updates and added features

গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


4) Game Name : realMyst

Game Developer : Noodlecake

Game Size : 619 MB

Required OS : 4.2+

Game Type : Offline

Game Released Date : January 25, 2017

Game Version :

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটিও একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে।

Game টির একটি Android TV Version ও আছে Playstore এ। আপনার যদি বাসায় একটি Android TV থেকে থাকে তবে অবশ্যই গেমটি খেলে দেখবেন। বড় স্ক্রিনে এক অসাধারন স্বাদ পাবেন গেমটির।

তবে এর জন্যে আপনার একটি Gamepad এর প্রয়োজন হতে পারে কন্ট্রোল করার জন্যে।

যাই হোক, এই গেমের গ্রাফিক্স এক কথায় অসাধারন ও অতুলনীয়। কেননা এই গেমে প্রত্যেকটি Object এর Details + Shadow সবকিছুই অনেকটাই Accurate ভাবে দেওয়া আছে।

কোনো কিছুরই Over Exposed Brightness, Contrast, Shadow না। সবকিছুই Accurate ভাবে দেওয়া। NoodleCake কোম্পানিটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন।

তারা অসাধারন সব গেম তৈরি করে যেগুলোর গ্রাফিক্স + সাউন্ড এফেক্টস অসাধারন হয়। এই কোম্পানিটি Alto’s Odyssey, Getting Over it সহ ৪৯ টি গেম Android Platform এ Release করেছে।

অনেক বড় একটি কোম্পানি। তাদের প্রত্যেকটি গেমই অতুলনীয়। এই গেমটি ও তার ব্যতিক্রম নয়। এখানে আপনি অনেক সুন্দর গ্রাফিক্স এবং পাজল ও মিশন দেখতে পাবেন ও খেলতে পারবেন।

গেমটিতে আছে অনেক সুন্দর গ্রাফিক্স সহ অসাধারণ গেম প্লে। আপনাকে স্ক্রিনে ট্যাপ করে ধরে রেখে অথবা হোল্ড করে গেমটিকে কন্ট্রোল করতে হবে।

গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Mystery পাবেন যা আপনাকে একে একে solve করতে হবে। এখানে আপনি Time Machine নিয়েও খেলতে পারবেন, যেকোনো সময়ে অতীতে যেতে পারবেন।

গেমটির কন্সেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি গেমটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

গেমটির কিছু ফিচার এর কথা নিচে উল্লেখ করা হলোঃ

• All the original Myst Ages plus bonus Rime Age

• Full Myst gameplay and interaction

• Dynamic environments – rippling water, falling rain, waving trees

• Haunting Myst music score and dynamic 3D sounds

• Simple navigation – touch and hold to move, swipe to turn

• Advanced navigation – run, move backward, invert look, & more

• “Interaction Guides” demonstrate how to interact with objects

• “Bookmark” feature to save & restore progress

• realMyst Hint Guide – get past that one puzzle that’s got you stumped

 

গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Shadowmatic

Game Developer : Triada Studio Games

Game Size : 298 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : February 26, 2017

Game Version : 1.4.3

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটির Concept একটু ভিন্ন। একে Adventure Type বলাটা ঠিক হবে না। এটা Puzzle Type একটি গেম। তবে এই গেমটির গ্রাফিক্স অনেক ভালো।

এই গেমে আপনাকে বিভিন্ন Object দেওয়া হবে যেগুলোর Shadow বা ছায়াকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে Rotate করে একটি জীব বা বস্তুর Shape এ নিয়ে আসতে হবে।
যেমনঃ খরগোশ, মাছ, ঘোড়া ইত্যাদি।

গেমটিতে আপনি ১০০ টিরও বেশি লেভেল ও ১২ টিরও বেশি Environment পাবেন খেলার মতো। এখানে Arcade Mode & Hints এর জন্যে আলাদা Option পাবেন।

গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

✔ More than 100 levels in 12 unique environments

✔ Gorgeous graphics

✔ Secondary objectives

✔ Assistant Button

✔ Nonlinear level progression

✔ 3D parallax view

✔ Achievements

✔ Hints system

✔ Arcade Mode

গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : The Last Adventurer

Game Developer : DormRoom

Game Size : 255 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : August 7, 2021

Game Version : 1.21

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

আমার দেখা One Of The Best High Graphics Game With Beautiful Graphics Details। গেমটির সবচেয়ে আকর্ষনীয় ও ভালো দিক হচ্ছে এর Graphics + Details।

এক কথায় Masterpiece। গেমটির গ্রাফিক্স এ কোনো Detail ই Miss করেনি এর ডেভেলপাররা। এখানে প্রত্যেকটি Object যেমন Trees, Buildings, Shadows, Gun, Grass, Bus, Car, Sky ইত্যাদি সবকিছুরই Details একদম Accurate।

গেমটি পুরাই সবুজে ঘেরা। গেমের চারপাশে আপনি শুধু সবুজই সবুজ পাবেন। গেমটি একটি Zombie Type Shooting Game। তবে এখানে Adventure + Free World Exploration পাবেন।

গেমটিতে একটি সমস্যা হচ্ছে আপনি যদি একবার কোনো Zombie এর হাতে মারা যান তবে আপনাকে গেমটি পুনরায় শুরু করতে হবে। Graphics এর দিক দিয়ে গেমের কোনো তুলনা হবে না।

গেমটির গ্রাফিক্স এর সাথে এর সাউন্ডও অসাধারন। আপনাকে Lofi Music এর Feel দিবে। এছাড়াও আপনাকে অনেক শান্ত ও নিরব এবং এমন এক সুন্দর জায়গার Feel দিবে যে আপনার মনে হবে আপনি গেমটির ভিতরেই আছেন।

আপনাকে Relax Feel করাবে এর সাউন্ডট্র‍্যাক। গেমটিকে এই দিকগুলো থেকে প্রশংসা করা যায় অনেক। This is basically a masterpiece।

তবে কিছু Bugs + Problems আছে যা Fix করা একান্ত প্রয়োজন।

গেমটির ফিচারগুলো হচ্ছেঃ

– Beautiful Visuals
– Immersive soundtracks
– Engaging Storyline
– Relaxing Gameplay

গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Sarju : First Person Puzzle Game

Game Developer : Reactor Heart

Game Size : 174 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : September 11, 2020

Game Version : 0.43

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটি Masterpiece এর সত্যিকার উদাহারন। এই গেমটিতে আমার দেখা Android Games এর সবচেয়ে ভালো ও Accurate Graphics মনে হয়েছে।

এখানে Shadow Area থেকে শুরু করে গেমের Ingame Gameplay তে কোনো ত্রুটিরই দেখা আমি পাইনি। Accurate Graphics + Detail এর কথা আর কি বলবো।

গেমটির Detail এর প্রেমে পড়ে গিয়েছি আমি। পানির যে Waterdrop + Sunny Shadow Effects গুলো আছে তা এত সুন্দর ডিটেইল এর মাধ্যমে গেমটিতে Portray করা হয়েছে যে মনে হবে আপনি বাস্তবিক কিছু দেখছেন।

অনেকটাই বাস্তবের মতোই Feel দেয়। আর এর সাউন্ডট্র‍্যাক এর তো কোনো জবাবই নেই। পুরাই মাস্টারপিস একটা। ২ নং ও এই ১ নং এই দুটি গেমটি অবশ্যই খেলে দেখবেন যদি আপনি ভিন্ন কিছুর স্বাদ পেতে যান।

 

গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

3 thoughts on "Android এর Top 5 High Graphics First Person Adventure Games (Part-1) Must See!"

  1. HSA.SIFAT Contributor says:
    আপনার সবগুলো পোস্ট ই আমি দেখি।আপনার পোস্টের জন্য অপেক্ষায় ও থাকি এখন।সত্যি বলতে এন্ড্রয়েডের গেম নিয়ে এরকম পোস্ট এখন দেখিনা বললেই চলে।আশা করি পোস্ট করা ছেড়ে দিবেন না।চালিয়ে যাবেন।।।
    1. 4HS4N Author Post Creator says:
      আপনাকে অনেক ধন্যবাদ।
      ট্রিকবিডিতে এখন পর্যন্ত আমার ১০৯টি পোস্ট রয়েছে।
      যেদিন থেকে ট্রিকবিডিতে পোস্ট করা শুরু করি সেদিন থেকেই আমি এমন একটি কমেন্টের প্রত্যাশায় ছিলাম।
      আজ আমার সেই আশা পূরন হলো।
      আপনাকে অনেক ধন্যবাদ।
      ইনশাল্লাহ অবশ্যই আরো পোস্ট করবো ভবিষ্যতে।

Leave a Reply