League of Legends গেমটি LOL বা League নামে ফ্যানবেজে খ্যাত। গেমটি সর্বপ্রথম ২০০৯ সালে উইন্ডোজ এর জন্য রিলিজ করে Riot Games.
এটি বর্তমানে সবচেয়ে সফল MOBA (Multiplayer Online Battle Arena) গেমগুলোর মধ্যে অন্যতম।

গেমটি এখনো বাংলাদেশে রিলিজ করা হয়নি। হয়তো আগামী বছরে করবে। বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে খেলা হয়।

আজ আমরা সেটাই ইন্সটল করবো ও খেলবো।

শুরুতেই বলে রাখি-
গেমটি ইন্সটল করতে ও অ্যাকাউন্ট খুলতে VPN এর প্রয়োজন পড়বে। একবার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হলেই আর VPN এর কোনো কাজ নেই। গেম খেলতে কোনো VPN লাগবে না।

গেমটি খেলার জন্য আপনার ফোনটি কমপক্ষে ২জিবি র‍্যামের হতে হবে। আর আপনার প্রসেসরের উপর নির্ভর করবে যে গেম টা স্মুথ চলবে নাকি ল্যাগ দিবে।

লো-এন্ড ফোন ইউজার দের জন্য কিছু কথাঃ
আমি দেড় বছর পুরোনো iTel Vision 1 ফোনে এটি ইন্সটল করেছি যেটার ২জিবি র‍্যাম, UniSoC SC9863A (28 nm) চিপসেট ও Octa-core, 1.6 GHz প্রসেসর সংশ্লিষ্ট।
আমার ফোনে এটা খেলার সময় মোট ৩টা জায়গায় ল্যাগ পেয়েছি-
১। যখন গেম ওপেন করা হয়, লগিন পেজ আসতে অনেক দেরী করে ও লগিন শেষ হলে লবি আসতেও অনেক সময় লাগে।
২। ম্যাচ স্টার্ট হওয়ার পর লবি তে ল্যাগ দেয়, অ্যানিমেশনের জন্য। (অ্যানিমেশন অফ করার কোনো অপশন নেই)
৩। ম্যাচ শেষ হলে Victory/Defeat অর্থাৎ রেজাল্ট পেজটা তে ল্যাগ দেয়।

ব্যাচ এইটুকুই, কিন্তু গেম খেলা চলাকালীন আমি কোনো ল্যাগ পাইনি। অর্থাৎ, আমার খেলা স্টার্ট হতে দেরী হয়, কিন্তু খেলায় কোনো ল্যাগ দেয় না।
আর এই ফোনটা মাত্র ৬হাজার এর, এতো ভারী একটা গেমে যে ব্যাটলফীল্ডে ল্যাগ দেয়নি, সেটাই অনেক। তো, আমার থেকে আপ্নার ফোন একটুও যদি ভালো হয়, আপনার খেলায় কোনো কিছু নিয়ে ক্ষোভ হবে না।

যাইহোক,

গ্রাফিক্স এর কথা তো বললাম ই না। নিঃসন্দেহে আমার খেলা অন্যান্য মোবা গেম যেমন MLBB, AoV, MarvelSuparWar, Vainglory, Legends of Ace, Heroes of Order এর গ্রাফিক্স ও উইআই এর থেকে অনেক বেশি উন্নত। এগুলো খেলার পর LOL ট্রাই করলে মনে হবে এ যেন নতুন এক লেভেলে। এমনকি আমার লো-এন্ড ডিভাইসেও মডারেট FPS এ গ্রাফিক্স ও আউটলাইন অনেক প্রশংসনীয় ছিল। তবে Onmyoji Arena গেমের গ্রাফিক্স এই গেমের গ্রাফিক্সকে কে হারানোর পোটেনশাল আছে বলে আমার মনে হয়। কারণ এটার আর্টওয়ার্ক ও এর গ্রাফিক্স ডিটেইল অনেক বেশি উন্নত।

এবার ডাউনলোডঃ

সাইজঃ ইন্সটল সাইজ ও ডাটা ডাউনলোড দিয়ে সম্পূর্ণ গেম সাইজ প্রায় ৭ জিবি (৬৮৬০এম্বি)

লিংকঃ প্লে-স্টোর

প্রথমে যেকোনো ভিপিএন এ ঢুকে US সিলেক্ট করুন।

কানেক্ট হয়ে গেলে এখান থেকে গেমটি ডাউনলোড ও ইন্সটল করুন।

দেখুন, ডাউনলোড স্টার্ট হবার সাথে সাথে আমি VPN বন্ধ করে দিলাম, এতে ডাউনলোড স্পীড বেশি পাবো।

গেমে ঢুকার পর আরো কিছু ডাটা ডাউনলোড হবে।

ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ডাউনলোড শেষ হলে এবার বের হয়ে যান এবং VPN এ ঢুকে আবার US সার্ভার সিলেক্ট করুন।

কানেক্ট করা শেষে নতুন করে আবার গেমে ঢুকুন। নিচের মতো লগিন পেজ আসলে স্ক্রীনশট ফলো করুন।





ব্যাস। এবার VPN বন্ধ করুন।

আপনার সব কাজ শেষ। এখন VPN ছাড়াই গেমে ঢুকুন এবং খেলতে থাকুন।

বাংলাদেশে গেম রিলিজ কবে হবে তার সঠিক কোনো তারিখ অফিশিয়াল ভাবে পাওয়া যায় নি। তবে বাংলাদেশে লঞ্চ হলে সার্ভার বদলাতে পারবেন না। তাই সাজেস্ট করবো অন্য একাউন্ট দিয়ে আইডি খুলতে।

এ পর্যন্তই।

18 thoughts on "League of Legends – বাংলাদেশ থেকে ইন্সটল, অ্যাকাউন্ট খোলা ও VPN ছাড়াই খেলুন।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    ভাই আমার ফোন এ হচ্ছে না?
    1. V Author Post Creator says:
      আমারটার থেকেও খারাপ ফোন? ?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      ফোন এর জায়গা নাই??
    3. V Author Post Creator says:
      ওহ ?
  2. Shakib Expert Author says:
    onk streamer toh aita khele dekhlam, usa verified gmail eo ki vpn lagbe install korteh?
    1. V Author Post Creator says:
      হ্যা, লাগবে। USA ভেরিফাইড আমার একটা জিমেইল দিয়ে ট্রাই করছিলাম। ইন্সটল অপশন আসে নি।
    2. Error Format Contributor says:
      Lage na vai vpn…amr Singapore, USA Gmail e still show krce install…!!! ???
  3. Md Mahabub Khan Author says:
    শ্লো মানে বিরক্ত। এই গেম থেকে দুরে থাকা ভালো
    1. V Author Post Creator says:
      এখন ই-স্পোর্টস এর যুগে গেম খেলার জন্য কেউ আর লো-এন্ড ফোন কেনে না।
      তাছাড়াও এখন ১০ হাজার টাকার ফোন দিয়েই এই গেম স্মুথলি খেলা যাবে। এখন আমার ফোন অনুযায়ী বিবেচনা করা তো ভুল হবে। ?
  4. MD Tamim Ahmed Contributor says:
    এটা তো ফ্রি ফায়ারের থেকও বড়। কি এমন আছে এই গেমে যে এটার সাইজ এত বড়!
    1. V Author Post Creator says:
      গেমের সাউন্ড, স্কিন ও অন্যান্য রিসোর্স এর জন্যই ফাইল বড় হয়। আর এটা তো তেমন কিছুই না। Honkai Impact গেমটা প্রায় ১৩জিবি। ? ওমন অনেক গেম আছে যা ফ্রী-ফায়ার এমনকি Honkai Impact এর থেকে অনেক অনেক বেশি বড়।
  5. MD Tamim Ahmed Contributor says:
    সেই গেম গুলো কি পিসি তে খেলতে হয় না কি মোবাইল দিয়ে খেলা যায়?
    1. V Author Post Creator says:
      এগুলা মোবাইলের ই গেম। চাইলে ইমুলেটর ব্যাবহার করে পিসিতে খেলা যায়।
    2. MD Tamim Ahmed Contributor says:
      তাহলে সেটা কত জিবি র্যামের ফোন হওয়া লাগবে?
    3. V Author Post Creator says:
      কিচগু কিছু ঐসব গেম 2 GB র‍্যামের ফোনেই খেলা যায়, কিন্তু প্রচুর ল্যাগ দেয়।
    4. MD Tamim Ahmed Contributor says:
      ভাই গেম খেলার আসল মজাই তো স্মুথ ভাবে খেলে। আর যদি সেখানে ল্যাগ করে তাহলে মজা কোথায়?
  6. WalidBinAziz Contributor says:
    ভাই,
    আপনাদের কিভাবে হয় ?
    আমি তো অনেকবার চেস্টা করলাম, ডাউনলোড অপশন পাই না। পান্ডা ভিপিএন ইউএস সারভার কানেক্ট করেছিলাম।
    1. V Author Post Creator says:
      আপনার এন্ড্রয়েড ভার্শন যদি ৮ বা এর নিচে হয়, তাহলে এরকম সমস্যা ফেস করার কথা।

      যাইহোক, প্রথমে প্লে-স্টোরের ডাটা ক্লিয়ার করুন, তারপর ভিপিএন কানেক্ট করে প্লে-স্টোরে ঢুকুন, তাহলে ডাউনলোড অপশন পাবেন, শিওর। ১০০% ওয়ার্কিং।

      এটাও যদি কাজ না করে, তাহলে বুঝবেন আপনার ভিপিএন এ সমস্যা। তখন ভিপিএন বদলিয়ে ট্রাই করবেন।

Leave a Reply