এই অফার টি সবার জন্য প্রযোয্য নাও হতে পারে। আপনি এই অফার এর জন্য এলিগেবল কিনা জানতে ডায়েল করুন *999*2#। ফিরতি মেসেজ এ যদি এরকম আসে

“Registration Sofol Hoyeche. Apnar usage target 4 minute……”

তাহলে আপনি এই ট্রিকটি করতে পারবেন। এই কাজটি আপনি দুইভাবে করতে পারবেন।

পদ্ধতি ১)

* আপনি ৩৯, ৭৯ বা ১০৯ টাকা রিচার্জ করলে এক পয়সা সেকেন্ড চালু হবে।

* আপনি প্রথমে ৪ মিনিট কথা বলবেন। একটানা কথা না বললে ও হবে। ২.৫০ টাকার মত কাটবে।

* তারপর প্রতি কলের জন্য আপনি পাবেন ১ এম্বি। এখানে আপনি যেকোন জিপি নাম্বারে ফোন করে এক সেকেন্ডের জন্য ধরতে হবে তারপর ফোন কেটে দিবে। এজন্য আপনি ১ এম্বি পাবেন। এভাবে প্রতি ১ সেকেন্ড কল করার জন্য এক এম্বি পাবেন।

দ্রুত কল করার জন্য টিউনটির নিচের অংশ দেখুন।

পদ্ধতি ২)

  • প্রথমে *121*1*5*2# ডায়েল করে আপনার অন্য ফোনের নাম্বার দিন। এতে আপনার অন্য ফোনের সাথে সুপার এফএনএফ হবে। ফলে প্রতি কলে ১০ সেকেন্ড পালসে ৬ পয়সা/সেকেন্ড কাটবে। (১০ সেকেন্ড-এ ও ৬ পয়সা কাটবে)
  • এখানে আপনি ১.৭০ টাকায় ৪ মিনিট আনতে পারেন। এটা আনতে ডায়েল করুন *1000*1#।
  • এখন আপনি ৪ মিনিট কথা বলে কেটে দিন। তারপর প্রতি কলের জন্য পাবেন ১ এম্বি করে।
  • অর্থাৎ আপনি একটি কল করে এক সেকেন্ড কথা বলার পর কেটে দিন। ফলে আপনার কাটবে ৬ পয়সা এবং পাবেন ১ এম্বি।
  • এছারাও আপনি যদি মিনিট দিয়ে কথা বলেন তাহলে প্রতি মিনিটে পাবেন ১০ এম্বি। কেননা জিপির সিস্টেম আনুযায়ী ২ মিনিট = ১.১০০ মিনিট হয়। এবং প্রতি ১ সেকেন্ড কলে তা ১.৯০ এ নেমে আসে। ফলে বুঝা যায় যে জিপিতে মিনিটের ক্ষেত্রে তা ০.১০ পালসে কাজ করে।

ত এভাবে একটু কষ্ট করে হাতিয়ে নিন অনেক মেগাবাইট।

এই প্রসেস টা দ্রুত করার জন্য আপনি Tak zang এপ টা ব্যবহার করতে পারেন। এই এপটি অটোমেটিক্যালি অনেক মিসড কল দিতে পারে। এবং আপনার অন্য ফোন যদি রুট হয় তাহলে আপনি এই আপ দিয়ে ফোন অটো রিসিব ও করতে পারবেন।

এরকম পোস্ট আরেকটি হয়েছিল, কিন্তু কিছু দিন আগে এই অফার টি বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে কেউ এই বিষয়ে কিছু লিখেনি তাই লিখলাম।

Facebook

20 thoughts on "জিপিতে অল্প টাকায় বেশি মেগাবাইট নিয়ে নিন (সর্বোচ্চ ১ পয়সায় ১ এম্বি)"

  1. 69Asad Contributor says:
    bro *566*22# e je minute dekha jasse segular meyad kivabe barabo?? please bolen..! aj e last date.
    1. TuhinBabu Contributor says:
      amar o drkar
    2. ArmanArif Contributor says:
      Gp & Robi Free Net wuth webtunnel no limit visit

      mob.synergize.co

  2. hizlawap Contributor says:
    ami galaxy J3 Root korbo kivabe
    1. AH.Rana Contributor says:
      PC Lagve…ar Root korlei onek problem dekha dibe..
  3. Nikhil Roy Author says:
    Mb এর মেয়াদ বাড়া যাবে?
  4. sujon mia Subscriber says:
    ভাই এই এম্বির মেয়াদ বাড়ানোর কোন সিস্টেম থাকলে বলুন।
  5. RE ROFIQUL Contributor says:
    amar to proyidin traget 3 minit
  6. Asraful islam56 Contributor says:
    আজ বুজতেছি না জিপি ফ্রি নেট কি বন্দ করে দিল আজ কারো সোসাল প্যাক দিয়ে যদি ফ্রি নেট চলে দয়া করে কমেন্ট করেন আমার চলেনা
  7. TuhinBabu Contributor says:
    Sorry. You are not eligible for this offer.
  8. Amir Contributor says:
    আমার ৩ মিনিট।বার বার ৩ মিনিট কথা বলার পর দিবে?নাকি প্রথমবার ৩ মিনিট কথা বলার পর কেটে দিয়ে আবার কল দিয়ে ১ সেকেন্ড কথা বললেই পাব?
    1. RAJASH DAS Contributor says:
      hm . Amir vai …
    2. Himel Chowdhury Contributor Post Creator says:
      প্রথমবার ৩ মিনিট কথা বলতে হবে, পরে প্রতি ১টি কলের জন্য পাবেন ১ এম্বি।
  9. DH Sajib Contributor says:
    mb er meyad ki kore barabo?
    1. Himel Chowdhury Contributor Post Creator says:
      *121*3*6*1# দিয়ে যেকোন একটি স্যোসাল প্যাক একটিভ করে নিন।
  10. Loveless Contributor says:
    Phn slow hole ki korte hoy?
  11. Nakib abrar Contributor says:
    Vai.. Ami Mb Valo Kora Use Korte Parci Na.. Karon 2mb Download Er Por Data Connection Off Hohay Jay.. Aber On Hoha Download Hohay Off.. Evabe On Off Hota Thaka.. Tai Download Hoita Onak Somoy Laga.. Er Somadan Ki..? Please Help Me..

Leave a Reply