শর্তাবলী:

  • একজন গ্রাহকের জন্য শুধুমাত্র একটি Target
    প্রযোজ্য হবে
  • প্রত্যেক গ্রাহককে প্রথমে *999*2#
    ডায়ালের মাধ্যমে ক্যাম্পেইনে রেজিস্টার
    করতে হবে।
  • রেজিস্ট্রেশন Free
    রেজিস্ট্রেশনের পর গ্রাহক একটি
    কনফার্মেশন SMS পাবেন
  • ISIM ও VTS SIM-এ এই অফার প্রযোজ্য নয়
    ক্যাম্পেইন চলাকালীন একবার রেজিস্ট্রেশন
    করাই যথেষ্ট। ক্যাম্পেইন চলাকালীন
    যেকোনো দিন রেজিস্ট্রেশন করা যাবে।
  • শুধুমাত্র সফল রেজিস্ট্রেশনের পরই গ্রাহক
    বোনাস পাবেন
  • রেজিস্ট্রেশন করার পর প্রতিদিনের নির্ধারিত
    টার্গেট পূরণ করলে গ্রাহক বোনাস পেতে
    বিবেচিত হবেন
  • বোনাস অ্যামাউন্ট ও মেয়াদ জানতে ডায়াল
    *566*48#
  • একটি কলের বিপরীতে সর্বোচ্চ বোনাস
    ইন্টারনেট 5MB।
  • বোনাসের মেয়াদ বোনাস
    প্রাপ্তির রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
    প্রতিদিনের ব্যবহারের টার্গেট গণনার
    ক্ষেত্রে যেকোনো লোকাল ও
    আন্তর্জাতিক ভয়েস কলিং এ ব্যবহৃত মিনিট (1
    Poisha offer, বিভিন্ন মিনিট প্যাক ও ভয়েস বান্ডল
  • সহ ব্যবহৃত সকল মিনিট) অন্তর্ভুক্ত হবে
    কোনো কল একদিন শুরু হয়ে পরদিন শেষ
    হলে তা বিবেচিত হবে না
  • প্রতিদিনের টার্গেট পূরণের পর প্রতি ১ মিনিট
    ব্যবহারে 1MB ফ্রি পাবেন
    ইআরএস, জিপিপিপি, ভিপি, বিপিও ব্যতীত সকল
  • প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য
    প্রতিদিনের টার্গেট জানতে গ্রাহককে GP
    Bonus থেকে পাঠানো SMS চেক করতে
    হবে
  • প্রতিদিনের টার্গেট পূরণের পর বোনাস
    পেতে ক্যাম্পেইন চলাকালীন একবার
    রেজিস্ট্রেশন করাই যথেষ্ট

যেসকল প্রিপেইড গ্রাহক October ৩১, ২০১৬
তারিখে বা তার আগে জয়েন করেছেন তারা
ক্যাম্পেইন অফারের জন্য বিবেচিত হবেন
January ২০১৭-তে যেসকল গ্রাহকের ইনকামিং
ও আউটগোইং অ্যাক্টিভিটি আছে তারা
ক্যাম্পেইন এর জন্য বিবেচিত হবেন
আনরেজিস্টার করতে ডায়াল *999*4# (কার্যকর হবে ৭২ ঘণ্টার মধ্যে)
আইভিআর এর মিনিটসমূহ বিবেচ্য নয়

আরো নতুন কিছু পেতে ভিসিট করুন

16 thoughts on "টার্গেট পূরণ করলেই ইন্টারনেট ফ্রি যত কথা তত ইন্টারনেট"

  1. Avatar photo Zahed Contributor says:
    amake dice 1 minute a 1 mb
    1. Avatar photo Momen Contributor Post Creator says:
      🙂 GD
  2. Avatar photo AsifAkbar420 Contributor says:
    Congratulation! You have successfully registered for the campaign. To De-register dial *999*4#.You will get 1MB internet for every minute after meeting target. kinto target koto ta bojbu kemyn kore
    1. Avatar photo AsifAkbar420 Contributor says:
      kinto target koto ta bojbu kemun kore
    2. Gsm Xlocker Contributor says:
      প্রতিদিনের টার্গেট জানতে গ্রাহককে GP
      Bonus থেকে পাঠানো SMS চেক করতে
      হবে
  3. fi rakib Contributor says:
    bai amar hoy na kano
  4. fi rakib Contributor says:
    Thank you for requesting. This request is valid for first time registration only…………..airokom dakay kano
  5. saeedrony Contributor says:
    GP অথবা Robi সিম দিয়ে এই লিংকটি 0.freebasics.com Unavailable দেখাচ্ছে। কারো কাছে কি এটার সমাধান আছে এই লিংকটি ব্রাউজ করার?
    1. saeedrony Contributor says:
      ভাই আমি পিসি থেকে চালাতে চাচ্ছি। হেল্প করেন প্লীজ।
    2. Avatar photo Sajib Ahmed Contributor says:
      পিসি দিয়ে চলে না
  6. Avatar photo arafin Contributor says:
    amar target koto cheak korbo kivabe ?
    1. Avatar photo Momen Contributor Post Creator says:
      msg chek all details paye jben
  7. Avatar photo Sajib Ahmed Contributor says:
    আমি আজ 1 জিবি এর মত নিয়েছি এবং ডাউনলোড করাও শেষ Talk Zang অ্যাপ দিয়ে নিয়েছি।
    1. Srejeet Contributor says:
      ভাই এখনো কি নেয়া যাচ্ছে Talk Zang দিয়ে
    2. Avatar photo Sajib Ahmed Contributor says:
      হ্যা।এখনো নেয়া যায়।

Leave a Reply