অফারে নতুনত্ব আনতে গিয়ে কায়দা-কানুন করেছে
গ্রামীণফোন। সম্প্রতি অপারেটরটি প্রতি
পাঁচ মিনিট কথা বলায় এক এমবি ডেটা
ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছে।
অফারটি নিতে ইতোমধ্যে তারা
গ্রাহকদেরকে এসএমএস দিতে শুরু করেছে।
তবে এর জন্য নিবন্ধনও করতে হবে
গ্রাহকদেরকে। নিবন্ধনের জন্য ডায়াল
করতে হবে *৯৯৯*২#।
কিন্তু অফারটির সঙ্গে কী কী শর্ত আছে
বা এক্ষেত্রে কল রেটই বা কেমন হবে, সে
অপারেটরটি অবশ্য রেজিস্ট্রেশন ফ্রি
করেছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অন্তত
সাত দিনের নীচের সময়ের কোনো
অফারের বিষয়ে নিরুৎসাহিত করলেও
এখানে তার ব্যতয় ঘটেছে বলে বলছেন
সংশ্লিষ্টরা।
অনেকে আবার বলছেন, এসব ফ্রি’র অফার
না দিয়ে অপারেটররা বরং তাদের মূল
সেবায় মনোযোগ দিলেই গ্রাহক এবং
অপারেটর দুই পক্ষেরই লাভ হতো।
বর্তমানে প্রতিটি অফারের জন্যে
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়ার
বাধ্যবাধকতা নেই। শুধু বিটিআরসিকে
হবে।
TipsTune.Net
5 thoughts on "জিপিতে কথা বললেই ডেটা ফ্রি"