আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভালই আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম ড্রয়িড ভিপি এন এর নতুন সেটিংস।
কয়েক দিন থেকে অনেকের droid vpn কানেক্ট হচ্ছে না। আবার অনেকের কানেক্ট হলেও চলছে না।
আজ আপনাদের একদম সহজে কানেক্ট করার পদ্ধতি দেখাব। কারো কাজ না করলে রিপোর্ট দিয়ে চলে যাবেন। কোন কমেন্ট করার দরকার নাই।
Droid VPN Setting!
প্রথমে Droid vpn এর সেটিংস থেকে UDP Setting এ যান।
এখান থেকে Choose UDP Mode থেকে Mode 1 সিলেক্ট করে নিন।
এবার নিচ থেকে T Count এ ক্লিক করুন। ঘরে 1000 দিয়ে সেভ দিন।
এবার বাইরে এসে একটি ফ্রি সার্ভার সিলেক্ট করে Connect করুন।
GP free net – 2 MBps Speed।। Youtube, প্লে স্টোর সব চলবে।
Disconnect Problem Solved!
আপনার ফোনে যদি ফুল 3G নেটওয়ার্ক থাকে তবে এই পদ্ধতীতে Disconnect সমস্যার সমাধান করতে পারবেন।
প্লে স্টোর বা গুগল থেকে “Terminal Emulator” আপ টা নামিয়ে নিন।
এবার আপ টা ওপেন করুন আর লিখুন ” ping google.com “।
এটা লিখে কিবোর্ড এর ইন্টার বাটন প্রেস করুন।
আর এতেও কাজ না হলে ফোনের সেটিংস থেকে Developer Option এ গিয়ে Don’t keep Activities ওন করে দিন। আশা করি আর ডিসকানেক্ট হবে না।
আর এতে করেও যদি কাজ না হয়ে তবে বুঝবেন আপনার নেটওয়ার্ক এর প্রবলেম।
আমার কানেক্ট হচ্ছে না।
অনেকেই বলেন যে তাদের নাকি কানেক্ট ই হচ্ছে না । তো আপনারা একটা কাজ করতে পারেন –
প্রথমেই stop লিখে 5000 নাম্বারে মেসেজ করুন। তার পর আবার start লিখে 5000 নাম্বারে মেসেজ করুন। এতে নেট অফ হয়ে আবার ওন হবে। আর খেলায় রাখবেন ফোনের Access Point যেন ডিফল্ট টা থাকে। এতে করে আশা করি কানেক্ট হবে।
আর এর পরেও যাদের কানেক্ট হয়না তারা 3.0.2.6 এই ভার্শন এর Droid VPN ডাউনলোড করুন। Run as Root করে দিন। তাহলেই কানেক্ট হবে।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।
এই পোস্ট গত ১৫ দিনের মাঝে মিনিমাম ১৫ বার করা হয়েছে…
Local udp port=?
Rcount=?
একে তো ঢুকাইলেন ভিডিও লিংক তার উপর খালি tcount 1000 ওটাই দিলেন!
আর দেখে ভাল না লাগলে রিপোর্ট করবেন সেটা তো আগেই বলে রাখছি।
প্লিজ বলুন
আসছে কানেক্ট হচ্ছে না। কি করব।
প্লিজ বলুন
This version of ping should NOT run with privileges. Aborting
1|u0_a152@XtremeOS:
ভাই terminal emulator run. দিলে এইটা আসে
কি করবো ব্রো।
আমি চালাই তাছি…
দিন চলে যায়, পৃষ্ঠা না উল্টায়! ?
but port 80,443,8080 open ase jara free net banan tara aktu try koren server mygp.grameenphone.com