গ্রামীণফোন ব্যবহারকারীদের মধ্যে যারাএখনোইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্যনতুন অফার চালুকরেছে গ্রামীণফোন। ইজিনেট নামের এইঅফারে ইন্টারনেটসমর্থন করে এমন হ্যান্ডসেট দিয়েবিনামূল্যে ফেসবুকব্যবহার করা যাবে।ফেসবুক ছাড়াও গুগলসহ কয়েকটি ওয়েবসাইটবিনামূল্যেভিজিট করা যাবে। গ্রামীণফোনেরবিনামূল্যের ইন্টারনেটব্যবহার করার জন্য ডায়াল করুন *৫০০০*৫৫#ফিরতিম্যাসেজেই পেয়ে যাবেন লিংক।[url]http://wap.gpstore.co/easynet[/url] এই লিংকেক্লিক করলেই চালু হবে বিনামূল্যেরইন্টারনেট।তারপর ফেসবুক ব্যবহারের জন্য একটাআইকন দেখাবে।ফেসবুকের এই আইকনে ক্লিক করলেই চালুহবে ফেসবুক।ইজিনেটের মাধ্যমে ফেসবুক থেকে অন্যলিংকে যাওয়া যাবেনা। যদি অন্য লিংকে যেতে চান তবেপ্যাকেজ কিনতে হবে।ইজিনেটের মাধ্যমে ২ টাকার প্যাকেজকেনা যাবে।তাই আর দেরি না করে দিনে-রাতে সব সময়ব্যবহার করুনগ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট।
Share:
4 thoughts on "গ্রামীণফোনে ফেসবুক ফ্রি এবং সাথে একাধিক ওয়েব সাইট ফ্রি ব্যবহার করুন।"