বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন?
আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি।
বন্ধুরা আজ আমি এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিপি সিমে ৪৬ মেগাবাইট একদম ফ্রিতে নিবেন।
তাছাড়া এই অ্যাপটিতে আপনি যদি রেফার করতে পারেন তাহলে প্রতি রেফার এ ১০ টাকা করে বোনাস পাবেন।
আর যদি আপনার জিপি সিম একটা বা দুইটা বা পাঁচটা থাকে তাহলে নিজেই নিজের রেফারেল কোড ইউজ করে ফ্রিতে ৪৭ এমবি করে এবং 10 টাকা করে নিয়ে নিতে পারেন।
তো চলুন শুরু করা যাক?
এই অ্যাপটি নাম অনেকে হয়তো শুনেছেন আবার অনেকে এখনো জানেন না।অ্যাপটির নাম Gpay আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন।
তো এখন দেখা যাক যে কিভাবে ৪৬ মেগাবাইট ফ্রি তে নেবেন এজন্য প্রথমেই এখানে ক্লিক করে Gpay অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
মাত্র 3 মেগাবাইটের একটি অ্যাপ। যাই হোক অ্যাপটিকে ডাউনলোড করার পরে ইন্সটল করে ওপেন করুন।
তারপর ক্রিয়েট এ নিউ একাউন্ট এ ক্লিক করুন। তারপর আপনার জিপি সিমের নাম্বার এবং 4 থেকে 6 ডিজিটের একটি পিন কোড।
তারপর রেফারেল অপশনটিতে OATQ9RBXYQ এই রেফারেল কোডটি দিবেন। রেফারেল কোড না দিলে ৪৬ মেগাবাইট ফ্রি নাও পেতে পারেন। তাই অবশ্যই কোডটি ইউজ করবেন।
এখন আমি ধরে নিলাম আপনার জিপি সিম তিনটা চাইলে এই তিনটা সিম ইউজ করে আপনি ফ্রিতে নিয়ে নিতে পারেন ১৩৮ মেগাবাইট এবং ৩০ টাকা একদম ফ্রিতে।
এখন অনেকে বুঝবেন না যে তিনটে নাম্বার থাকলে কিভাবে 30 টাকা ফ্রি তে পাব ?
উত্তর: প্রথমে একটা অ্যাকাউন্ট আমার রেফারেল দিয়ে করে নিন তারপর আমার মতই আপনার একটি রেফারেল কোড থাকবে।
ওই রেফারেল কোডটি আপনি কপি করবেন করার পর অ্যাপ টি ডাটা ক্লিয়ার করে আবার ওপেন করবেন এবং সেম প্রসেস এ অ্যাকাউন্ট করবেন তারপর আপনার রেফারেল কোডটি রেফারেল অপশনে দিয়ে দিবেন।
তাহলে আপনার মেইন একাউন্টে দশ টাকা জমা হবে এবং আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলেন ওই নাম্বারে ৪৬ মেগাবাইট ফ্রি পাবেন।
এবার ওই টাকা আপনার ফোনে রিচার্জ নিবেন কিভাবে? রিচার্জ নেওয়া খুবই সোজা নিচের স্ক্রিনশট দেখুন।
পোস্টটি ভাল লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট দেখতে পছন্দ করেন তাহলেও সেটাও জানাইতে পারেন।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
11 thoughts on "Gpay app এ প্রতি রেফারে ১০ টাকা বোনাস ?|এছাড়া একাউন্ট করার সাথে সাথে ৪৬ মেগাবাইট একদম ফ্রি | শুধুমাত্র জিপি সিমের ইউজারদের জন্য।"