হাই ফেন্ডস
সবাই কেমন আছেন
আশা করি সবাই অনেক ভালো আছেন।

আজকে আপনাদের মাঝে গ্রামিন সিমের একটা অফার শেয়ার করবো।
যে অফারটি মাত্র ৩.৯৯ টাকায় ৪০০ এমবি পাবেন।
এই অফারটি যদি আপনি আগে নিয়ে থাকেন তাহলে এখন আর পাবেন না।তারপর ও আপনি চেষ্টা করে দেখতে পারেন।

তো কি ভাবে এমবিটা নিবেন।

প্রথমে wowbox এ যান।এখান থেকে Store যান এবং নিচে এসে অফারটি খোজ করুন।

তারপর অফারটির উপর ক্লিক করুন।
এখন থেকে Buy করুন।

দেখুন আমার কিনা হয়ে গেছে।

এমবি দেখুন

আমি দুটি সিমে পাইছি দেখুন।

তো বন্ধুগন এখন ও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টা দেখতে পারেন।
https://youtu.be/iIAGClZTRSM

যদি আপনি কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে একটা
Subscribeকরে আসুন।

ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন।

10 thoughts on "গ্রামিন সিমে মাত্র ৩.৯৯টাকায় ২০০ এমবি,সবাই পাবে না।"

  1. MehjabinChowdhury Contributor says:
    আপনি দুইটা সিমে ২০০ ২০০=৪০০ পাইছেন তার মানে মোট ৮৳ তো এখানে টাইটেল দিছেন কেনো ৩.৯৯ টাকায় ৪০০ এম্বি??
    1. Masum Ahmad Kafil Contributor says:
      ভাই, পোস্টদাতা সম্ভবত হিসেব চিনেনা না হয় লোভনীয় অরার জন্য টাইটেল এরকম দিসে। অরে রিপোর্ট দিতে পারেন।
    2. Avatar photo Biswas Author Post Creator says:
      না ভাই আপনি যেটা ভাবছেন সেটা নয়।
      আমি ভুল করে লিখে ফেলেছি।দুঃখীত ভাই।
    3. Avatar photo Biswas Author Post Creator says:
      আন্তরিক ভাবে দুঃখিত ভাই।
      আমি টাইটেল লিখতে ভুল করেছি।
  2. HQ SHAKIB Pro Author says:
    Vai title er sathe to mil nai…
    1. Avatar photo Biswas Author Post Creator says:
      Mad নয় ভাই।ভুল তো মানুষের হয়।
      ভুল করে লিখা হয়ে গিয়েছে।
  3. Avatar photo Nishan khan Subscriber says:
    বুঝলাম না ৪ জানুয়ারী পোস্ট এখন পাব্লিশ করতেছে কেন এডমিন ভাইয়ারা
    1. Avatar photo Biswas Author Post Creator says:
      ভাই পোষ্ট করার সময় পাইনি তাই।তবে অফারটা এখন ও দিচ্ছে।
  4. Avatar photo mehedi789 Contributor says:
    ট্রিকবিডি আর আগের মতো নাই,?

Leave a Reply