ট্রাভেল ট্যাক্স : কি? কত, কোথায় দিবেন ও অনলাইনে দেবার উপায় জানুন…
ট্রাভেল ট্যাক্স কত?
বর্তমানে যেকোন স্থল বন্দর দিয়ে প্রতিবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের (১২ বছর+) ভ্রমণ কর ৫০০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের (৫ – ১২ বছর) জন্যে ভ্রমণ কর ২৫০ টাকা।
কোথায় ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়?
এতদিন কেবলমাত্র জেলা ভেদে ১/২টি সোনালী ব্যাংকের নির্ধারিত শাখা ও বেশিরভাগ স্থল বন্দরে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দেওয়ার সুযোগ থাকলেও
বর্তমানে অনলাইনে ভ্রমণ কর দেয়ার সুবিধা চালু করা হয়েছে। ফলে সোনালী ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে কর দেয়ার পাশাপাশি
ওয়েবসাইটের মাধ্যমে যেকোন স্থান থেকে অনলাইনে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করা যাবে।
অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেবার উপায় কি?
অনলাইনে ভ্রমণ কর দেবার জন্যে প্রথমে এই লিংকে https://nbr.sblesheba.com/ যান।
-
পাসপোর্টের সাথে মিল রেখে ইংরেজীতে আপনার নাম,
-
পাসপোর্টের নাম্বার,
-
যাত্রীর ধরণ,
-
পরিবহনের ধরণ (By Land),
-
আপনার গন্তব্য,
-
মোবাইল নাম্বার সঠিক পাবে পূরণ করুন।
পরবর্তী ধাপে আপনার পূরণকৃত তথ্য দেখাবে। কোন ভুল থাকলে এডিট অপশন থেকে ঠিক করে নিন।
সব ঠিক থাকলে পেমেন্ট অপশনে ক্লিক করুন।
মাস্টার কার্ড, কিউ ক্যাশ, ভিসা কার্ড এবং বিকাশের মাধ্যোমে পরিশোধের সুযোগ রয়েছে। অনলাইনে ভ্রমণ করের ৫০০ টাকার সাথে ১০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
সরাসরি ট্রাভেল ট্যাক্স কিভাবে জমা দিব?
স্থল বন্দরে ৩৬৫ দিন সকাল ৮:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত ভ্রমণ কর দেয়ার সুযোগ রয়েছে। তবে সময় বাঁচাতে ও জটিলতা এড়াতে সোনালি ব্যাংকের নির্ধারিত কোন শাখায় আগেই কর জমা দিয়ে দেয়া ভাল।
-
এছাড়া সীমান্তে ভ্রমণ কর দিতে এক্সট্রা ফি গুনতে হয়। আবার ডাউকিতে ভ্রমণ কর পরিশোধের কোন ব্যবস্থা নেই।
কোন কোন ক্ষেত্রে ২০০-৩০০ টাকা অতিরিক্ত দিলে ভ্রমণ ট্যাক্স পরিশোধের রশিদ পাওয়া যায়।
-
এছাড়া আগে থেকেই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে রশিদ সংগ্রহ করে রাখতে পারেন এবং এতে কোন ঝামেলা নেই কারণ এর কোন নির্দিষ্ট মেয়াদ নেই।
এছাড়া সোনালি ব্যাংকের কিছু শাখায় চালানের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া যায়।
-
তবে জেনে নিতে হবে আপনি যে শাখায় যেতে চাচ্ছেন এরা চালানের মাধ্যমে ভ্রমণ কর নেয় কিনা। চালানের মাধ্যমে ভ্রমণ কর জমা দিতে জোন অনুযায়ী ভ্রমণ কর কোড প্রয়োজন হয়।
সোনালী ব্যাংকের জোন অনুযায়ী একেক শাখার কোড একেক রকম। আর চালানের মাধ্যমে কর দেওয়ার ক্ষেত্রে চালানে পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা ইত্যাদি বড় হাতের ইংরেজি অক্ষরে লিখতে হয়।
ট্রাভেল ট্যাক্স দিতে কি লাগবে?
ভ্রমণ কর নিজের বা অন্য কারোর জন্য দিতে গেলে নিজের ও অন্যের মূল পাসপোর্ট বা ফটোকপি/স্ক্যানকপি নিয়ে যেতে হয়। আবার নিজে না গিয়ে অন্যকে দিয়ে ট্যাক্স জমা দিতে পারবেন।
-
মনে রাখবেন, যতবার স্থলপথে বিদেশ ভ্রমণে যাবেন ঠিক ততবার ভ্রমণ কর পরিশোধ করতে হয়।
ট্রাভেল ট্যাক্সের কোন মেয়াদ দেয়া থাকে না তাই ট্যাক্সের পরিমাণ/নিয়ম যতদিন পরিবর্তিত না হবে ততদিন পর্যন্ত এটা একবার ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
-
আর সম্ভব হলে ভ্রমণের আগেই ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে দিবেন। এতে ভ্রমণের সময় স্থল বন্দরে অনেকখানি ঝামেলা মুক্ত থাকতে পারবেন।
পরিশেষে একটি অনুরোধ রইল।
Thank u please stay safe,stay with…
Credit: Pinu Sarker
3 thoughts on "ট্রাভেল ট্যাক্স কি? কত, কোথায় দিবেন ও অনলাইনে দেবার উপায় জানুন…"